--> আপনার জীবনে দেখা সেরা দশটি হিন্দি চলচ্চিত্রের নাম ( কারন সহ )
Home Filmy Zone

আমার মন ছুয়ে যাওয়া কিছু ছবির লিস্ট দিচ্ছিঃ

১) Rang De Basanti:

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ওম প্রকাশ মেহেরার এওয়ার্ড প্রাপ্ত মুভি। যতবারই এই ছবি দেখি অসাধারন লাগে। দেশপ্রেমে উদ্বুদ্ধ কয়েকজন তরুনের হাস্যরসাত্নক ও বিয়োগান্তক ছবি।যত ছবি আমার দেখা তার মধ্যে এটিকে এগিয়ে রাখি আমি।

২) Bhaag Milkha Bhaag

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ওম প্রকাশ মেহেরার আরেকটি মাস্টার ফিল্ম। ভারতীয় এথলেট মিলখা সিং এর জীবনী নিয়ে তৈরি মুভিতে অন্যতম সেরা অভিনয় করেছেন ফারহান আখতার।বলিউডে অনুপ্রেরনাদায়ী ছবিগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রাখি আমি এই ছবিটিকে।

৩) Barfi!

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত অনুরাগ বসুর কমেডি-ড্রামা ফিল্ম বারফি। জীবনের সেরা অভিনয় দেখিয়েছেন রানবীর কাপুর এই ছবিতে। একজন বোবা মানুষের অভিব্যক্তি অসাধারন হাস্যরসাত্নক ভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। প্রিয়াঙ্কা চোপরাও অটিস্টিকের মুভিকায় অনবদ্য। বিশেষ করে রানবীর-প্রিয়াঙ্কার অসাধারন রোমান্টিক অভিনয় এবং অসাধারন সিনেমাটোগ্রাফি ছবিটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় একটা ছবি।

৪) Gangs Of Wasseypur (1&2)

কুপাকুপি,হানাহানি,ক্ষমতা দখল,ভালগার সিন, স্ল্যাং, থ্রিলার,কমেডি,অসাধারন অভিনয় কি নেই এই ছবিতে। গ্যাঙ্গস্টার টাইপের মুভিগুলোর মধ্যে বলিউডে এই মুভিকে সবার এগিয়ে রাখি আমি। বিশেষ করে পার্ট টু তে নওয়াজ উদ্দিন সিদ্দিকি ভিলেনকে যেভাবে মারে আমি কখনো এত মজা করে কোন ভিলেনকে মারতে দেখিনি কোন ছবিতে। এই সিনটা আমি প্রায়ই দেখি। বিশেষ করে যখন আমার কাউকে বেশী বিরক্ত লাগে ওই রকম করে মারতে ইচ্ছে করে।

৫) Drishym (Malayam)

অনেকেই হয়ত অজয় এবং শ্রীদেবীর বলিউড সংস্করন দেখেছেন কিন্তু আমার পার্সোনাল ফেভারিট মালায়াম ভার্সনটি।২০১৩ সালে জিতু জোসেফের এই মুভিটি মালায়াম আইএমডিবি র‍্যাঙ্কিং এ অন্যতম সেরা ছবি।মুভিটি দেখতে দেখতে কতগুলো নখ যে কামড়ে শেষ করেছি ঠিক নেই। মোহনলালের অনবদ্য অভিনয় অসাধারন লেগেছে। থ্রিলার মুভিগুলোর মধ্যে অন্যতম সেরা।

৬) Kahani

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত বিদ্যা বালান অভিনীত সুজয় ঘোষ পরিচালিত অন্যতম সেরা থ্রিলার/টুইস্ট টাইপের মুভি। বিদ্যা বালানের অসাধারন অভিনয়, পড়তে পড়তে টুইস্ট ও কলকাতার লোকেশন আমাকে বিমোহিত করেছে।

৭) Andaz Apna Apna

হাহাহা। এই মুভি মনে আসা মাত্রই আমার হাসি চলে আসে। আমরা যখন বন্ধু বান্ধব একত্র হয় এই মুভিটা সবাই মিলে দেখি। প্রথম বার যখন দেখি আমার হাসতে হাসতে খিচুনি হয়ে গিয়েছিল।মন খারাপ থাকলে এখনো এই মুভি দেখি।কমেডি মুভি আমার সবচেয়ে বেশী প্রিয়। হেরা ফেরি, ধামাল, হাঙ্গামা, গারাম মাসালা,মুন্নাভাই,পিকে এগুলোও আমার ফেভারিট। কিন্তু বলিউডের সেরা কমেডি মুভির মধ্যে এটিকে এগিয়ে রাখি আমি।

৮) Golamal 3

কমেডি ফিল্মের কথা যখন আসলই এই মুভিটা না দিলে মনটা সায় দিচ্ছিলনা। সময় পেলে এই মুভিটাও দেখতে বসে যাই। জনি লিভারেরে ভুউউউলাআআআআ বলার সাথে সাথেই হাসি চলে আসে। সবগুলা পার্টের মধ্যে তৃতীয় টি আমার বিশেষ পছন্দের।

৯) Zindegi Na Mile Dobara:

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত জয়া আখতারের অসাধারন এই মুভিটি আমার পার্সোনাল ফেভারিট। মুভির প্রত্যেকটা ডায়লগ যেন আমার নিজের মনের কথাই। ফারহান,ঋত্বিক, অভয়,ক্যাটরিনা, কোচিন একেকজনের অসাধারন অভিনয় আর ডায়লগ আমার বেশী পছন্দের।

১০) Black

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা বানসালীর এই ছবিটিতে রানী মুখার্জী ও অমিতাভ বচ্চনের অভিনয় অসাধারন লেগেছে। বিশেষ করে শেষ দৃষ্যে যখন রানী গ্র্যাজুয়েট হবার পর হাসিটা দেয় চোখে পানি চলে আসে।

১১) Tare Zameen par

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত আমীর খানের ছবি তারে জামিন পার। দার্শিল সাফারি ও আমীর খানের অসাধারন অভিনয় অনেক অংশেই চোখ ভিজিয়ে দিয়েছে।

১২) Swades

আশুতোষ গোয়ারিকরের এই মুভিটি শাহরুখ খানের যত মুভি আছে তার মধ্যে এটাকে আমি সবার এগিয়ে রাখি। নাসার চাকুরি ছেড়ে গ্রামে ফিরে এসে গ্রামের মানুষের মুখে হাসি ফুটানোর ঐকান্তিক প্রয়াস মুভিটির অনবদ্য দিক। যদিও মুভিটি ব্যবসা সফল হয়নি তবু আমার পছন্দের তালিকায় এটি আমার অনেক উপরের দিকে।

১৩) Wanted

মারমার কাটকাট ছবিগুলোর মধ্যে ভাইজানের এই ছবিটি আমার মোস্ট ফেভারিট।

১৪) Lootera

রোমান্টিক মুভি আমার তেমন একটা ভাল লাগেনা।কিন্তু এই রোমান্টিক মুভিটা আমার অসাধারন লেগেছে। জেনেশুনে একজন শত্রুর যে প্রেমে পড়ে সে প্রেম সাহসী,সে প্রেম শ্বাশ্বত, সে প্রেমই দিন শেষে জয়ী ।

১৫) Rehnaa Hai Tere Dil Mein:

কিশোর তখনো। চোখে মুখে নতুন ভালবাসার খোজ। তীব্র প্রেমের ছটা বুকে। তখনি এই মুভি দেখা। একি প্রেম, একি ভালবাসা! ভালবাসার জন্য ক্রেজি এক যুগল। এই প্রেম হার না মানার, এই প্রেম কোন কিছু পাত্তা না দেয়ার। আর সাথে অসাধারন মিউজিক। রোমান্টিক ছবির মধ্যে এটাকে বিশেষ ভাবে এগিয়ে রাখি আমি। কারন এই মুভি আমাকে ভালবাসতে শিখিয়েছে। ভালবেসে কাদতে শিখিয়েছে!!
এই আমার আপাতত লিস্ট।ধন্যবাদ।

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top