পাঁচটি তামিল রোমাঞ্চকর (থ্রিলার) চলচ্চিত্রের নাম
প্রশ্নটি যদি এমন হতো "পাচটি সাউথ ইন্ডিয়ান থ্রিলার চলচ্চিত্রের নাম সুপারিশ করবেন কি" তাহলে আপনাকে আমি বেশ ভালো কিছু সিনেমার সাথে পরিচয় করিয়ে দিতে পারতাম।কেননা সাউথ ইন্ডিয়ায় প্রতি বছর এতোবেশি সিনেমা হয় যা বলিউডের চেয়ে কয়েকগুন বেশি।
যাইহোক আমি এখানে আমার পছন্দের পাচটি তামিল থ্রিলার মুভির সম্পর্কে লিখছি।
Ratsasan (must watc)
২০১৮ তে রিলিজ হওয়া ভিস্নু ভিশাল অভিনীত সাইকোলজিক্যাল থ্রিলার জন্রার এই মুভিটা বেশ সারা ফেলে দেয় দর্শকদের মাঝে।
যেখানে অরুন নামের এক যুবক সপ্ন দেখে ফিল্মমেকার হওয়ার,কিন্তু তার বাবার মৃত্যুর কারনে তাকে পরিবারের খরচ বহন করতে পুলিশে জয়েন করতে হয়।অতঃপর ঘটনাক্রমে উদ্ভব হয় এক সিরিয়াল কিলারের, যে ১৫-১৬ বছর বয়সি মেয়েদেরকে নিয়ে মেরে ফেলে।
Imaikkaa Nodigal
ইমাইক্কা নদিগাল যার মানে হলো পলকহীন সময় । নয়ন তারা ও অথর্ব অভিনী এই সিনেমাটিও একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। যেখানে কিলার ধনী পরিবারের সন্তানদের অপহরণ করে মেরে ফেলেন, কিন্তু সুত্র অনুসন্ধান করে জানা যায় যে যাকে সন্দেহ করা হয়েছে কয়েক বছর আগে পুলিশ এনকাউন্টারে সে মারা গেছে। তাহলে খুনি আসলে কে? জানতে হলে দেখুন এখুনি।
Dhuruvangal Pathinaaru
আপনার যদি ইনভেস্টিগেটিং থ্রিলার মুভি ভালো লেগে থাকে তাহলে নিঃসন্দেহে এই মুভিটা দেখা শুরু করুন।ভালো লাগবে নিশ্চয়!
Thupparivaalan
সাউথে যাদের অভিনয় আমার ভালো লাগে ভিশাল তাদের মধ্যে অন্যতম। কানাইয়া যে কিনা একজন ডিটেকটিভ সে এমন একটি কেস এর সন্ধান করছিল যেটার পিছনে সে তার মাথা খাটাতে পারে অতঃপর স্কুল পড়ুয়া এক ছেলে তার সম্পূর্ণ সেভিংস এর পয়সা নিয়ে হাজির হয় তার কাছে আর সেটা রুপান্তরিত হয় একটা রহস্যময় ক্রাইমে।যদি আপনার হাতে ফ্রি সময় থাকে তাহলে এখুনি বসে পড়ুন এই সিনেমাটি দেখতে!
Visaaranai
চারটা শ্রমজীবী মানুষের গল্প এটা।কিছু পেতে হলে কিছু দিতে এই প্রবদটার প্রতিচ্ছবি হয়েছে এই ছবিতে।বিস্তারিত বললাম না দেখুন ভালো লাগবে নিশ্চয়ই
বিদ্রঃ ভিসায়ারানাই বাদে সবগুলির হিন্দি ডাব পেয়ে যাবেন ইউটিউব এ আর কোন সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন।