আমার দেখা সবচেয়ে প্রিয় ৫ টি চলচ্চিত্রের নামগুলো হলো :-
১ . Interstellar (2014)
আমার মতে , এই ছবিটি সর্বকালের সেরা শিক্ষামূলক সায়েন্স ফিকশন । মহাকাশ , জ্যোতির্বিজ্ঞান বা বিজ্ঞানের প্রতিও যদি একটুখানি আগ্রহ থেকে থাকে , তাহলে এই ছবিটি না দেখে মৃত্যুও যেন বৃথা ।
২ . World War Z (2013)
নিজের পরিবারের সুরক্ষার জন্য নিজের জীবন বাজি রাখা একজন ব্যক্তির কাহিনী । ছবিটিতে ব্র্যাড পিটের অভিনয় অত্যন্ত নিপুণ ও দক্ষতার পরিচায়ক ।
৩ . The Shutter Island (2010)
অসম্ভব রকম থ্রিলার একটি ছবি । শেষের ৩০ মিনিটে আমার নিজেকেও পাগল মনে হচ্ছিল । 😄
৪ . The Terminal (2004)
অত্যন্ত সহজ - সরল একজন দেশপ্রেমিক ব্যক্তির আংশিক প্রেমের কাহিনী । নিজের বাবার প্রতি রয়েছে যার অসীম ভালোবাসা ও শ্রদ্ধা ।
৫ . Chhichhore (2019)
পরাজয়কে মেনে নিতে শেখার একটি শিক্ষামূলক কাহিনী । তবে হিন্দি ভাষা বুঝতে পারলে হাসবেন অবশ্যই । 😁
আশা করি উপরোক্ত একটি ছবিও আপনাকে নিরাশ করবে না । Happy film journey !!!
ধন্যবাদ প্রশ্নকর্তাকে ,
ভালো থাকবেন ।