সেরা না হোক কিন্তু অসাধারণ আর সহজলভ্য কিছু মুভির নাম বলা যাকঃ
১.Tumbbad:পুরাটাই ইউনিক ছবি।এর মতো মুভি আপনি আগে কখনো দেখেননি।IMDB Rating 8.3।মিথোলজিক্যাল থ্রিলার এবং হরর।এটা মুভি নয় পুরো একটা আলাদা অভিজ্ঞতা।ছোটবেলায় পড়া সোনার ডিম দেয়া মুরগির গল্পটির অন্য ভার্সন।Youtube এ পাবেন।
২.Forgotten:মারাত্মক প্যাচানো।কোরিয়ান থ্রিলার সবাই জানেন বিশ্ববিখ্যাত,হলিউডও এক্ষেত্রে কোরিয়া থেকে পিছানো।তার অনবদ্য উদাহরণ এটি।নায়ক নতুন বাসায় ওঠার পর থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে।এর মধ্যে নায়কের বড় ভাই কিডন্যাপ হয়ে যায়।যতই কাহিনী আগায় জালে আটকা পড়তে থাকে নায়ক।শেষ পরিণতি জানতে মুভিটি দেখুন।
৩.96:রোমান্টিক হয়েও রোমান্টিক নয় যে মুভি।YouTube এ পাবেন হিন্দি ভাষায়।
৪.Intelligent khiladi:খুব সল্প বাজেটে হিট হওয়া ছবি।এক বালকের বাবার মতো হবার সপ্ন আর দেশ এর জন্য কাজ করার ইচ্ছা নিয়ে মুভি নির্মিত।Youtube এ পাবেন হিন্দি ভাষায়।
৫.Okka kashnam : অসাধারণ।প্রথম দেখায় সাধারণ দক্ষিণ ভারতের Romantic-Comedy ধরনের মুভি ভাবতে পারেন, কিন্তু কাহিনী আগাতে থাকলে সিনেমার আকর্ষণ থেকে বের হতে পারবেন না। Youtube এ হিন্দি ভাষায় আছে।
৬.Kimi no na wa(Your name):Anime এর ফ্যান হয়ে যাবেন।লাভ স্টোরি,থ্রিলার,টুইস্ট আর অনবদ্য বিউটিনেস দিয়ে তৈরি মুভিটি।
৭.The Return Of Abhimanyu:Youtube এ হিন্দি ভাষায় পাবেন।নায়ক আর্মি অফিসার,তার বোনের বিয়ের জন্য লোন নেয়া টাকা হঠাৎ-ই এটিএম মেশিন থেকে গায়েব হয়ে যায়।শেষ কি তা জানতে দেখতে হবে মুভিটি।
৮.Ratsasan:খালি একবার দেখুন।Youtube e হিন্দি ভাষায় আছে।রাতসাসান মানে রাক্ষস।এটা ভারতে অন্যতম সেরা সিনেমা বললেও ভুল হবে না।IMDB rating 8.7।
৯.Vikram Veda:Thriller।YouTube এ হিন্দি ভাষায় পাবেন।বিক্রম বেতাল এর কাহিনী মতোই সিনেমাটি।বেতাল বিক্রমের ঘাড়ে চেপে গল্প বলতে থাকে।তাকে লুকানো সত্যটা বের করার জন্য ক্লু দিতে থাকে।আর শেষটা জানতে মুভি দেখুন।
১০.Thadam:Youtube এ হিন্দি ভাষায় পাবেন।বাস্তব কিছু ঘটনার উপর ভিত্তি করে তৈরি মুভিটি।কে অপরাধী এই প্রশ্নের উত্তর জানতে মুভিটি দেখে ফেলুন।গানগুলোও অসাধারণ।
যদি ভালো লাগে একই নায়কের Kuttram 23 মুভিটিও দেখতে পারেন।এটিও Youtube এ পাবেন।
১১.No smocking:Inception দেখে বুঝতে পারলে এই মুভিটাও দেখতে পারেন!masterpiece!মুভিটা এতো জটিল যে কখনোই Explanation ছাড়া কুলকিনারা করা সম্ভব নয়।২০০৭ সালে মুভিটি সুপার ফ্লপ হয়।কারণ এটি এর সময়ের চেয়ে অনেক পরের মুভি ছিলো।বলিউড এর সাধারণ ধারা থেকে পুরোপুরি বিপরীত মুভিটি।
১২.Awe:Youtube এ হিন্দি ভাষায় পাবেন।অসাধারণ।হরর,থ্রিলার, কমেডি কি নেই এতে?একজন ম্যাজিশিয়ান যে নিজেকে পৃথিবীর সেরা ম্যাজিশিয়ান ভাবে,একজন বাবুর্চি যে মাছের কণ্ঠ শুনতে পায়,ওয়েটার ও তার বয়ফ্রেন্ড,একজন দারোয়ান যে টাইম মেশিন বানানোর চেষ্টায় আছে,একজন মেয়ে যে আরেকটা মেয়েকে ভালোবাসে আর পিস্তল হাতে রেস্টুরেন্টে বসা একজন মেয়ে। আপাতদৃষ্টিতে এদের মধ্যে কোনো সম্পর্ক না পেলেও শেষটা চমকে দিবে।
১৩.Pyaar Reloaded:হৃদয় ছুয়ে যাবার মতো মুভি।শেষটা অসাধারণ।Youtube এ হিন্দি ভাষায় পাবেন।
১৪.404:Open ending film।অনন্য!ভুত কি সত্যই আছে নাকি এটা মনের ভুল এর উপর ভিত্তি করেই মুভিটি।Explanation গুলা অবশ্যই পড়বেন।
১৫.Savyasachi:Yotube এ হিন্দি ভাষায় পাবেন।একটি বাসে কাকতালীয়ভাবে দেখা যায় সবাই সবার সাথে সম্পর্কিত।তারপর দেখুন মুভিতে কি হয়।
১৬.Memories:Drishyam এর ডিরেক্টরের আরেকটি মুভি।ক্রাইম আর্ট ভালো লাগলে দেখে ফেলুন।
১৭.Ek Ka Dum(1 - Nenokkadine):আমার জীবনের প্রথম থ্রিলার মুভি।অনেক অবাক হয়েছি যখন জানলাম মুভি হিট হয়নি।যদিও হিট না হবার কারণ আজও বের করতে পারিনি।(IMDB rating 8.1)আবেগ,প্রতিশোধ,আত্মপরিচয়,অ্যাকশন সবকিছু নিয়ে অনন্য।Youtube এ হিন্দি ভাষায় পাবেন। ভালো লাগলে Syder মুভিটিও দেখতে পারেন(Youtube এ হিন্দি ভাষায় পাবেন।Syder মুভিটিও ফ্লপ।)
১৮.Kaun:১৯৯৯ সালের মুভি।এক মেয়ের বাবা,মা বাসার বাইরে।মেয়েটি বাসায় একা।এর মধ্যে টিভিতে দেখতে পায় এক সিরিয়াল কিলার ঘরে ঢুকে মানুষ মেরে ফেলছে।কিছুক্ষণ পর এক সন্দেহজনক লোক কলিংবেল দেয়।শেষের পরিণতি আপনার কল্পনার বাইরে।Youtube এ হিন্দি ভাষায় পাবেন।
১৯.Mard ko dard nehi hota:অদ্ভুত মুভি।একজন ছেলের ছোটবেলায় দুর্ঘটনার ফলে ব্যথা পাবার অনুভুতি হয় না।এই নিয়েই ঘটনা আগাতে থাকে।Out of the box Movie.একটু নতুন ধরনের কমেডি মুভি দেখতে চাইলে এটি অনবদ্য।(এই মুভি কিভাবে ফ্লপ হয়?)
২০.Ugly:মানুষের অন্ধকার দিককে তুলে ধরা একটা ডার্ক ফিল্ম।Youtube এ পাবেন।
এছাড়া কিছু মুভি যা পরে বলিউডে রিমেক করা হয়েছেঃ
কোরিয়ান মুভিতে কিছু এক্সট্রিম সিন আছে যা এক ভিলেনে পাবেন না।মনের জোর পরীক্ষা করতে দেখে ফেলুন I saw the devil.এছাড়া No mercy,The Perfect Number,Train to Busan,Oldboy মুভিগুলোও দর্শনীয়।
Badla আর The invisible guest এর মধ্যে সামান্য পার্থক্য হচ্ছে The invisible guest এর মেয়ে ক্যারেক্টরগুলোকে ছেলে আর ছেলে ক্যারেক্টারগুলোকে মেয়েতে রূপান্তর করা হয়েছে।ফ্রেঞ্চ মুভি এটি।এছাড়া The Body মুভিটিও ভালো।
ইউটিউবে আছে এমন আরো কিছু মুভির মধ্যে F2 (Comedy)আর Heart Attack 2(Romance) আর Fidaa(Romance) দেখতে পারেন।
Happy Watching!Take Care!ভুলত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী।