MIDWAY FILM REVIEW
যুদ্ধের এমন সিনেমা খুব কমই আছে, যা দেখার পর দর্শককে মুগ্ধ করে দেয়। এর সিজিআই, এর সিনেমাটোগ্রাফি আর সত্য ঘঠনাকে উপস্থাপন! কিন্তু রেটিং দেখে অনেকেই ইগনোর করেছেন, আর বাকিরা আন্ডাররেটেড হওয়ায় এর নামই শুনেন নি এবং বাকিটা '১৯১৭' এর নিচে চাপা পড়ে যায়। আর শেষটা খেয়ে ছেড়ে দিয়েছে, ক্রিটিক্সরা!তথ্যমতে - মুভিটিতে জাতীয়তাবাদী এবং ইমোশন কম থাকায় আর গ্রোরিনেসের কমতি, শুধুমাত্র এসবের কারণেই ৪২% রোটেন রেটিং পায় পঁচাটমেটোতে। যেখানে আকাশ-পাতাল ব্যবধানে অডিয়েন্সরা পছন্দ করেছেন ৯২%! এবং আইএমডিবিতে সর্বমোট রেটিং হয়েছে ৬.৭/১০।
এ যাবতকালের Action এর সাথে ২য় বিশ্ব যুদ্ধের এক সেরা মুভি বললে; কোন ভুল কিছু বলবো না!
CGI আর VFX এবং Cinematography এর সাথে যে এক অসাধারণ মুভি বানানো হয়েছে, নিজ চোখে না দেখলে লেখার উপর বিশ্বাস করবেন না। এসব মুভি থিয়েটারেই দেখতে হয়! হ্যাঁ, যা আপনি মিস করেছেন। তবে সমস্যা কোথায়; নিজেদের মোবাইল অথবা পিসি এর স্ক্রিনেই, ডাউনলোড করে উপভোগ করুন।
মুভিটিতে আমাদের অনেকের অনেক ফেভারিট ক্যারেকটারের (আর বড় বড়) অভিনেতাদের দেখতে পাবেন। মিস ওয়ার্ড প্রিয়াঙ্কা চোপড়া এর জামাই নিক জোনাস 😅। র্যাগনারসন বিয়র্ন আয়রনসাইড থেকে ভ্যাম্পায়ার কিং ড্রাকুলা। বাকিরা এড স্ক্রেন, প্যাট্রিক উইলসন, উডি হ্যারেলসন.. আরো অনেক!!
স্যাডলি ১০০ মিলিয়ন বাজেটের মুভিটি মাত্র $১২৫ মিলিয়ন কামাই করে, বক্সঅফিসে ধ্বসে পড়ে! ৭ নভেম্বর ২০১৯ সালে War আর Action জনরার 'রোল্যান্ড এমেরিচ' পরিচালিত এই ২ ঘন্টা ১৮ মিনিটের মুভিটি মুক্তি পায়।
কাহিনীটি ২য় বিশ্ব যুদ্ধের মিডওয়ে ইভেন্ট থেকে সরাসরি নেওয়া। একশন লাভারের জন্য সু-খবর! প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন আকাশ আর নৌ পথের অসাধারণ সকল যুদ্ধ (events 1941 to 1942)। শেষের দিকে মেইন ইভেন্টের সাথে! ড্রামা রয়েছে, সাথে একাধিক চরিত্রের উপর ফোকাস করা হয়েছে। মুভিজোড়ে রয়েছে থ্রিল। বিশেষ কোন প্রধান চরিত্র নেই; বুঝতেই পারছেন টিজ & টুইস্টে ভরপুর। ক্রিটিক্সরা যা বলেছেন, হ্যাঁ, ইমোশনাল এ্যাটাচ কম ছিলো। তবে একেবারে যে 'টাইটিক' বানিয়ে দিবে, দর্শকরা কি ইনজয় ছেড়ে পানি ঝরাবে? আর পুরো মুভিজোড়ে কোন নিগ্রো(কালো) পাবেন না।
তবে আপনি যদি মুভিটি ওয়ার আর একশনের জন্য দেখেন, অথবা মিডওয়ে তে কি হয়েছিলো জানার জন্য; তাহলে বাকিসব আপনার জন্য মিনিংলেস।
সাল ১৯৪১ এবং ডিসেম্বর মাসের ৭ তারিখ! জাপানিসরা (চীনের পর) নিজেদের শক্তি প্রদর্শনের জোরে আক্রমণ করে বসে হাওয়াইতে অবস্থানরত ইউ.এস. নেভি বেস Pearl Harbor এ। এবং আবারো প্ল্যান করে এক বড়সড় আক্রমণের।
মিডওয়ে! ছয় মাস পর! সাল ১৯৪২ এবং জুনের ৪ তারিখ। (সেই মিডওয়ে ইভেন্ট যার মাধ্যমে আমেরিকাও জড়িয়ে পড়ে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে)। জাপাসিন এয়ার ফোর্স বড় শক্তির সাথে আক্রমণ করে বসে প্যাসিফিকে (মিডওয়ে) অবস্থানরত আমেরিকান যুদ্ধ জাহাজগুলোর উপর। পাল্টা আক্রমণ চালায় ইউ.এস. নেভি এবং এয়ারফোর্স। এভাবে পুরো ৩ দিন ধরে চলতে থাকে যুদ্ধ।
আসল কাহিনী না জানলে, মুভিতেই দেখে নিন কোন দেশ হাসে, শেষ হাসি! ইন্টারনেটে দর্শকদের মুভিটি নিয়ে সবচেয়ে ব্যবহার করা ট্যাগগুলো হলো: Must Watch · Powerful Visuals · Realistic · Intense · Strong Acting · Memorable Characters · Inspiring · Action-Packed · Underrated · Gripping।।
যথাসম্ভব হাই-কোয়ালিটি তে দেখার চেষ্টা করবেন। বাংলা সাবটাইটেল বর্তমানে রয়েছে, সাথে মুভিটি সার্বোচ্চ ভার্সন ব্লু-রে।
আমি ১৯১৭ – মিডওয়ে দুটোই দেখেছি। যেখানে দশমিক-হীন, ১৯১৭ কে যদি ৮ দিতাম তাহলে, Midway (2019) কে পার্সোনাল রেটিং দিবো ৭/১০। আর বললাম ই তো 'সেরা একশন'।
হ্যাপি ওয়াচিং। পড়ার জন্য ধন্যবাদ।