#আলালস_জিকে_আওয়ার বই থেকে আলোচনা - ৮
মূল লেখক - শরিফুল ইসলাম আলাল
নোট - প্রকৌশলী মোঃ বায়েজিদ মোস্তফা
=============>>>>>>>>>>>>=============
❖ ভূ-পৃষ্ঠের কোন স্থানের কমপক্ষে এক সপ্তাহের বায়ুর আর্দ্রতা বায়ু প্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থানকে বলে - উক্ত স্থানের আবহাওয়া।
মূল লেখক - শরিফুল ইসলাম আলাল
নোট - প্রকৌশলী মোঃ বায়েজিদ মোস্তফা
=============>>>>>>>>>>>>=============
❖ ভূ-পৃষ্ঠের কোন স্থানের কমপক্ষে এক সপ্তাহের বায়ুর আর্দ্রতা বায়ু প্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থানকে বলে - উক্ত স্থানের আবহাওয়া।
❖ নির্দিষ্ট অঞ্চলের অন্তত ৩০ থেকে ৩৫ বছরের আবহাওয়ার গড় অবস্থানকে বলে - জলবায়ু।
❖ ২৩.৫° উত্তর অক্ষরেখাকে বলে - ট্রপিক অব ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা।
❖ বাংলাদেশে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে - চুয়াডাঙ্গা থেকে কুমিল্লার উপর দিয়ে।
❖ ২৩.৫° দক্ষিণ অক্ষরেখাকে বলে - ট্রপিক অব ক্যাপিক্টন বা মকরক্রান্তি রেখা।
❖ বাংলাদেশ ওরিয়েন্টাল ভৌগলিক অঞ্চলের অন্তর্গত।
❖ বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত অতিক্রম করেছে - ৯০° দ্রাঘিমা রেখা।
❖ নিরক্ষরেখা বা বিষুবরেখার উত্তর দিকে অবস্থিত লম্ব রেখাকে বলে - উত্তর অক্ষাংশ।
❖ নিরক্ষরেখা বা বিষুবরেখার দক্ষিণ দিকে অবস্থিত লম্ব রেখাকে বলে - দক্ষিণ অক্ষাংশ।
❖ বাংলাদেশ অবস্থিত - উত্তর অক্ষাংশে।
❖ দিন রাতের পরিবর্তন হয় - পৃথিবীর আহ্নিক গতির কারণে।
❖ ঋতুর পরিবর্তন হয় - বার্ষিক গতির কারণে।
❖ পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় - ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
❖ উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন/ক্ষুদ্রতম রাত - ২১ জুন।
❖ দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত/ক্ষুদ্রতম দিন - ২১ জুন।
❖ উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত/ক্ষুদ্রতম দিন - ২২ ডিসেম্বর।
❖ দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন/ক্ষুদ্রতম রাত - ২২ ডিসেম্বর।
❖ উত্তর-দক্ষিণে পৃথিবীর উপরিভাগে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেগুলোকে বলে - মধ্যরেখা।
❖ মধ্যরেখাগুলোর যে কোন একটিকে প্রধান ধরা হয়, যা গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে, একে বলে - মূল মধ্যরেখা।
❖ মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে একটি রেখা কল্পনা করা হয়েছে, যা পরিচিত - আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে।
❖ আন্তর্জাতিক তারিখ রেখাটি - আঁকা বাঁকা।
❖ আন্তর্জাতিক তারিখ রেখাটি অবস্থিত - প্রশান্ত মহাসাগরে।
❖ আন্তর্জাতিক তারিখ রেখার মান - ১৮০°।
❖ আন্তর্জাতিক তারিখ রেখাটি উত্তর মেরু হতে দক্ষিণ মেরু বিস্তৃত একটি - কাল্পনিক রেখা।
❖ বাংলাদেশের একমাত্র মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র - SPARRSO.
❖ SPARRSO প্রতিষ্ঠিত হয় - ১৯৮০ সালে।
❖ SPARRSO পরিচালনা করে - প্রতিরক্ষা মন্ত্রণালয়।
❖ SPARRSO এর অবস্থান - আগারগাঁও, ঢাকা।
❖ বঙ্গোপসাগরের একটি খাদ ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ অবস্থিত - মেঘনা নদীর মোহনায়।
❖ বঙ্গোপসাগরের গড় গভীরতা - ৮৫০০ ফুট।
❖ Ninety East Ridge বাংলাদেশের যে অংশের সাথে সম্পর্কিত - বঙ্গোপসাগরে।
❖ এক্সক্লুসিভ টুরিস্ট জোন হিসেবে গড়ে তোলা হবে - কক্সবাজারকে।