Notification texts go here Contact Us Buy Now!

শেখ মুজিবুর রহমান

LaBiB
 ভর্তি পরীক্ষায় জাতির জনক শেখ মুজিবুর রহমান এর উপর অবশ্যই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।

 এই মহামানব এর জীবনের উপর ৫০ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয়া হল।

১.১৯৫৪ সালের নির্বাচনের পর বঙ্গবন্ধু কোন দপ্তরের মন্ত্রিত্ব পান?
ক.কৃষি, শিল্প ও বন মন্ত্রণালয়ের √
খ.বন, শিল্প ও কয়লা মন্ত্রণালয়ের
গ.বন, কৃষি ও খনিজ মন্ত্রণালয়ের
ঘ. পররাষ্ট্র মন্ত্রণালয়ের

২.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সাথে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের কোন ভাষণের সাথে মিল আছে?
ক.জাতিসংঘ ভাষণের
খ.গেটিসবার্গ ভাষণের √
গ.অক্সফোর্ড ভাষণের
ঘ.হোয়াইট হাউস ভাষণের

৩.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নং রোডের যে বাড়িতে সপরিবারে বসবাস করতেন সে বাড়িটির নম্বর কত ছিল?
ক.৬৬৫
খ.৬৬৬
গ.৬৬৭
ঘ.৬৭৭ √

৪. কোন সময়কে মুজিব র্বষ ঘোষণা করা হয়ছে?
ক. ১৭ মার্চ ২০১৫- ১৭ মার্চ ২০১৬
খ. ১৭ মার্চ ২০১৬- ১৭ মার্চ ২০১৭
গ. ১৭ মার্চ ২০১৭- ১৭ মার্চ ২০১৮
ঘ. ১৭ মার্চ ২০২০-১৭ মার্চ ২০২১ √

৫. সর্বশেষ বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়ছে?
ক.চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে √
খ.রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
গ.জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জাতীয় সংসদে দাড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দনে?
ক.২৪ জানুয়ারী, ১৯৭৫
খ. ২৫ জানুয়ারী, ১৯৭৫ √
খ.২৬ জানুয়ারী, ১৯৭৪
গ.২৫ জানুয়ারী, ১৯৭৪

৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের কত নং কক্ষে থাকতেন?
ক. ২২ নং
খ ২৩ নং
গ.২৪ নং √
ঘ.২৫ নং

৮.১৯৭৫ সালের ১৫ আগস্ট কি বার ছিল?
ক. বুধবার
খ.বৃহস্পতিবার
গ. শুক্রবার √
ঘ.শনিবার

৯.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন-
ক.২ চৈত্র ১৩২৫
খ. ৩ চৈত্র ১৩২৬ √
গ.৪ বৈশাখ ১৩২৭
ঘ.৫ বৈশাখ ১৩২৮

১০.জাতীয় শিশু দিবস কত তারিখে পালিত হয় ?
ক. ১৬ র্মাচ
খ. ১৭ মার্চ √
গ.১৮ মার্চ
ঘ.১৯ মার্চ

১১.বঙ্গবন্ধু প্রথম পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কোন দেশে যান?
ক. রাশিয়া
খ. আমেরিকা
গ.ইংল্যান্ড √
ঘ.ভারত

১২. বঙ্গবন্ধু শেখ হাসিনাকে কি নামে ডাকতনে?
ক.হাসু
খ.হাসিনা
গ.হাচু √
ঘ. হাসি

১৩. নীচের কোনটি বঙ্গবন্ধুর জেল জীবন নিয়ে রচিত বই ?
ক.৩০৫৩ √
খ.৪৬৮২
গ.৪৯৯৬
ঘ.৪৯৯৭

১৪.বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে থাকতেন?
ক.সলিমুল্লাহ মুসলিম হলে √
খ.শহীদুল্লাহ হলে
গ.মুহসীন হলে
ঘ. কবি জসিম উদদীন হল

১৫.জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় ভাষণ দেওয়ার দিনটিকে নিউইর্য়ক স্টেট র্কতৃপক্ষ কি ডে ঘোষণা করেছে?
ক. ওয়ার্ল্ড ইমিগ্রেশন ডে
খ.‘বাংলাদশে ইমিগ্র্যান্ট ডে √
গ.মিমোরেবল ডেে
ঘ.ইমপরটেন্ট ডে

১৬. জাতরি পিতা কথাটি সংবধিানরে কত নং অনুচ্ছদেে আছে?
ক.৪(ক)
খ.১৫০(২)
গ.৫ম ও ৬ ষ্ঠ তফসিলে
ঘ.উপরের সবগুলো √

১৭.১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের মোট কতজন নিহত হয়?
ক.১৬ জন
খ.১৮ জন
গ.১৯ জন
ঘ.২০ জন √

১৮.১৯৭১ সালে কাদরেকে নিয়ে মুজিব বাহিনী গঠন করা হয় ?
ক.কৃষকদের নিয়ে
খ.শ্রমিকদের নিয়ে
গ.মুক্তিফোজদের নিয়ে
ঘ.ছাত্রদের নিয়ে √

১৯.বঙ্গবন্ধুর জুলিও কুরি পুরস্কার পান?
ক.১৯৭২ সালরে ১০ অক্টোবর √
খ.১৯৭১ সালের ১০ অক্টোবর
গ.১৯৭২ সালের ১০ আগস্ট
ঘ. ১৯৭৩ সালের ১০ অক্টোবর

২০.২৫ র্মাচ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করার জন্য পরিচালিত অপারশেনের নাম কি ছিল ?
ক.অপারেশন ব্লু বার্ড
খ.অপারেশন ক্লিন হার্ট
গ.অপারেশন ক্লিন বার্ড
ঘ. অপারেশন বিগ বার্ড √

২১. ১৫ আগস্ট, ১৯৭৫ বাংলা কত তারিখ ছিল ?
ক.২৯ শে শ্রাবণ ১৩৮২ √
খ.২৯ শে শ্রাবন ১৩৮১
গ.২৮ শে শ্রাবন ১৩৮২
ঘ.৩০ শে শ্রাবণ ১৩৮১

২২.বঙ্গবন্ধুকে পয়েট অব পলিটিক্স আখ্যায়তি করে কোন পত্রকিা ?
ক.নিউজ উইক √
খ.নিউইয়র্ক টাইমস
গ.নিউজ টাইম
ঘ. গার্ডিয়ান

২৩. ৭ মার্চের ভাষণে মূল দাবি কয়টি ?
ক.৩ টি
খ.৪ টি √
গ.৫ টি
ঘ. ৬ টি

২৪.৭ র্মাচরে ভাষন কত মিনিটের?
ক.১৯মিনিট √
খ.২১ মিনিট
গ.১৭ মিনিট
ঘ.২০ মিনিটের

২৫.বঙ্গবন্ধু শেখ মুজিব কখন আনুষ্ঠানিকভাবে ৬ দফা ঘোষণা করেন ?
ক.২৩ ফেব্রুয়ারী ১৯৬৬
খ.২৩ মার্চ ১৯৬৬ √
গ.২৩ জানুয়ারী ১৯৬৬
ঘ.৫ ফেব্রুয়ারি ১৯৬৬

২৬. ১৯৬৬ সালরে ছয় দফার প্রথম দফা কোনটি ছিল?
ক. স্বাধীনতা
খ.বাংলাকে রাষ্ট্রভাষা চাই
গ.ক্ষমতা হস্তান্তর
ঘ. সায়ত্তশাসন √

২৭.বঙ্গবন্ধুকে নিয়ে 'ফাদার অব দ্য নেশন' চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে-
ক.হলিউডে √
খ.ঢালিউডে
গ.বলিউড
ঘ. টালিউডে

২৮.কতসালে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ পালিত হবে?
ক.২০২০সালে √
খ.২০২১সালে
গ.২০২২সালে
ঘ.২০২৩ সালে

২৯.কোনটি বঙ্গবন্ধুর লেখা বই?
ক.কারাগারের রোজনামচা
খ.অসমাপ্ত আত্মজীবনী
গ. আমার কিছু কথা
ঘ.উপরের সবগুলো √

৩০.৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসাবেে স্বীকৃতি দেয়?
ক.UNESCO √
খ.UNO
গ.US
ঘ.EU

৩১.কোন গণমাধ্যম জরিপে বঙ্গবন্ধুকে র্সবকালের র্সবশ্রেষ্ঠ বাঙালি হিসাবেে ঘোষণা দেওয়া হয়?
ক. গার্ডিয়ান
খ.নিউজ অব টাইম
গ.টাইস অব ইন্ডিয়া
ঘ. বিবিসি √

৩২.শেখ মুজিব আওয়ামী লীগরে সভাপতি নির্বাচিত হন কত সালে ?
ক.১৯৬৬ √
খ.১৯৬৪
গ.১৯৫৫
ঘ.১৯৫৪

৩৩. মুক্তিযুদ্ধের কমান্ডে বঙ্গবন্ধু উপাধি কি ছিল ?
ক.সুপ্রমি কমান্ডার অব দি আর্মড ফোর্সেস √
খ.সর্বাধিনায়ক
গ.প্রেসিডেন্ট
ঘ.প্রধান সেনাপতি

৩৪."আমি বুড়া, মুজিব গুড়া তাই ওআমি ওর নানা ও আমার নাতি "বঙ্গবন্ধু সর্ম্পকে উক্তটিি কে করেন ?
ক হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. শেরে বাংলা একে ফজলুল হক √
গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ. রণদা প্রাসাদ সাহ

৩৫.বঙ্গবন্ধু সারাজীবনে মোট কত দিন কারাগারে ছিলেন?
ক. ৩০৫৩ দিন
খ. ৪৬৭৮ দিন
গ. ৪৬৮২ দিন √
ঘ. ৪৫৫৩ দিন

৩৬.রাষ্ট্রভাষা বাংলার দাবীতে ১৯৪৮ সালের কত তারিখে বঙ্গবন্ধু গ্রেফতার হয়?
ক.১১ র্মাচ √
খ.১২ মার্চ
গ.১৪ মার্চ
ঘ.১৫ মার্চ

৩৭. বঙ্গবন্ধু কত সালের কত তারিখে র্পূব বাংলাকে 'বাংলাদশে' নামকরন করনে?
ক.১৯৬৯ সালরে ৪ ডসিম্বের
খ.১৯৬৯সালের ৫ ডিসেম্বর √
গ.১৯৬৯সালের ৬ ডিসেম্বর
ঘ. ১৯৬৯ সালের ৭ ডিসেম্বর

৩৮.বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান √
খ.আতাউল গনী ওসমানী
গ.সৈয়দ নজরুল ইসলাম
ঘ. তাজউদ্দীন আহমেদ

৩৯.শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় কখন?
ক.২৪ শে র্মাচ ১৯৭১
খ.২৬ মার্চ ১৯৭১ √
গ.২৭ মার্চ ১৯৭১
ঘ. ২৮ মার্চ ১৯৭১

৪০. বঙ্গবন্ধু ঢাকা বশ্বিবদ্যিালয় থেকে কত সালে বহিষ্কৃত হয়?
ক.১৯৪৭ সালে
খ.১৯৪৮ সালে
গ.১৯৪৯ সালে √
ঘ..১৯৫০ সালে

৪১.১৫ আগস্ট হত্যাকান্ড না হলে কি কারণে দিনটি বিশেষ হতো?
ক. রেসকোর্স ময়দানে সমাবেশ ছিল
খ. কুটনৈতিক সভা ছিল
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ছিল √
ঘ. জাতীয় সংসদ নির্বাচন ছিল

৪২. বঙ্গবন্ধু কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন?
ক. রাজনৈতিক গোলযোগ সৃষ্টির জন্য
খ. অসদাচরণের জন্য
গ. শিক্ষাঙ্গনে সন্ত্রাস সৃষ্টির জন্য
ঘ. তৃতীয় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের অধিকার আদায়ের জন্য √

৪৩. ঐতিহাসিক জ্যাকব এফ শিল্ডের কোন গ্রন্থে আড়াই হাজার বছরের শ্রেষ্ঠ ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্থান করে নেয়?
ক. Wings of fire
খ. Pair of sandals
গ.We shall fight on the beaches : The speeches that inspired history √
ঘ. Hundreds of miles to go before I sleep

৪৪. বঙ্গবন্ধু হত্যা মামলার কার্যক্রম শুরু হয় কবে (কত সালে) ?
ক. ১৯৭৫
খ. ১৯৭৬
গ. ১৯৯৬ √
ঘ.২০০১

৪৫. বঙ্গবন্ধু হত্যা মামলার FIR এ ২৩ জন আসামীর নাম ছিল। চার্জশিট করা হয়েছিল কয়জনের বিরুদ্ধে?
ক. ২১ জন √
খ. ২০ জন
গ. ১৯ জন
ঘ. ১৫ জন

৪৬. বঙ্গবন্ধু হত্যামামলায় কয়জনকে মৃত্যুদণ্ড (রায়) দেয়া হয়েছে?
ক. ১২জন √
খ. ১৯জন
গ. ১০জন
ঘ. ৭জন
.
৪৭. বঙ্গবন্ধু হত্যা মামলায় কয়জন খালাস পেয়েছে?
ক. ৩ জন
খ. ৫ জন
গ. ৭ জন √
ঘ.. একজনও না

৪৮.বঙ্গবন্ধুকে পোয়েটস অব পলিটিক্স উপাধি দেয়া সাংবাদিকদের নাম কি?
ক. হেনরি জেনস
খ. লো ম্যান
গ. রবার্ট মুর
ঘ. লরেন জেঙ্কিস √

৪৯. বঙ্গবন্ধুর পিতার নাম কি?
ক. শেখ হামিদুর রহমান
খ. শেখ তালিবুর রহমান
গ. শেখ লুৎফর রহমান  √
ঘ. শেখ হাফিজুর রহমান

৫০. যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই
তবে বিশ্ব পেত এক ----নেতা আমার পিরে পেতাম জাতির পিতা
ক. বিশাল
খ. দামী
গ. সৎ
ঘ.মহান নেতা √

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

About the Author

LaBiB
Bangladesh Writter Society

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.