Notification texts go here Contact Us Buy Now!
পোস্টগুলি

সাধারণ জ্ঞান পর্ব - ০৬ | বাংলাদেশ বিষয়ক

LaBiB
বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপন করা ঽয় কোথায়.?
____দর্শনা-কুষ্টিয়া।
বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের.?
____আমেরিকা।
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি.?
____বাংলাদেশ।
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি.?
____সেনমার্টিন।
ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আসেন কত সালে.?
____১৪৯৮ সালে।
বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি.?
____আম গাছ।
চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে.?
____কাহ্নপা। [১৩টি]
জাতীয় 'গণহত্যা দিবস' কবে.?
____২৫ মার্চ।
বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র.?
____ইন্দোনেশিয়া।
বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন.?
____সেন্টমার্টিন।
বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি.?
____পঞ্চগড়।
বীরশ্রেষ্ট হামিদুর রহমানের পদবি ছিল.?
____সিপাহী।
সাবান তৈরির প্রধান কাঁচামাল কি.?
____চর্বি।
'লিটল বয়' হলো.?
____পারমাণবিক বোমা।
পৃথিবীর যে দেশে নদী নেই.?
____সৌদি আরব।
সর্বকনিষ্ঠ নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের নাম কি.?
____জন এফ কেনেডি। [৪৩ বছর বয়সে ৩৫ তম]
আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের.
?
____১৬তম প্রেসিডেন্ট।
এশিয়ার ক্ষুদ্রতম দেশ.?
____মালদ্বীপ।
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি.?
____উপন্যাস।
কচুশাকের মূল্যবান উপাদন কি.?
____লৌহ।
BARI -এর পূর্ণরূপ কি.?
____Bangladesh Agricultural Research Institute.
ভাষার মূল উপাদান কি.?
____ধ্বনি।
কুমিল্লা জেলার পূর্ব নাম কি.?
____ত্রিপুরা।
দুবলার চরের অপর নাম.?
____জাফর পয়েন্ট।
পৃথিবীর বৃহত্তম মহাসাগর.?
____প্রশান্ত মহাসাগর।
এশিয়া মহাদেশের বৃহত্তম অরণ্য.?
____তৈগা।
এশিয়ার দীর্ঘতম নদ.?
____ইয়াংসিকিয়াং।
ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের অধরা
সাংস্কৃতিক ঐতিহ্য কতটি?
-৩টি ( বাউল সঙ্গীত, জামদানী, মঙ্গল
শোভাযাত্রা)
২।ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের ওয়াল্ড
হেরিটেজ কতটি ?
= ৩টি। সুন্দরবন , পাহারপুর বৌদ্ধ বিহার, ষাট
গম্বুজ মসজিদ
৩।বাংলাদেশের জিআই পণ্য বা ভৌগোলিক
নির্দেশক পণ্য কতটি?
= ২টি ( ইলিশ , জামদানি)
৪।সম্প্রতি "Legend of the Loom"
প্রামাণ্যচিত্রটি কোন বিষয়ের উপর নির্মিত
হয়েছে?
= মসলিন
৫।বাংলাদেশের কোন প্রতিষ্ঠান গবেষণা ও
উন্নয়ন কর্মকান্ডসহ নানা মানদন্ডে দেশের
সেরা গবেষণা সংস্থার তালিকায় শীর্ষস্থানে
আছে?
= BRRI (Bangladesh Rice Research
Institute গাজীপুরের জয়দেব পুরে অবস্থিত)
৬। বর্তমানে বাংলাদেশে কতটি চা বাগান
রয়েছে ?/ কতটি চা বাগানে উৎপাদন হচ্ছে?
=১৬২টি( আপডেট তথ্য সূত্র: চা গবেষণা বোর্ড,
বাংলা পিডিয়া )
৭।বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত (২৭তম)
গ্যাসক্ষেত্রটির নম কী?
= মোবারকপুর গ্যাসক্ষেত্র, পাবনা।
৮।পদ্মা বহুমুখী সেতুর স্প্যান কতটি ?
-৪১ টি স্প্যান (নোট: ৪২ টি পিলার, ২৭২ টি
পাইল)
৯।রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য নির্ধারিত
জালিয়ার চর/ঠ্যাঙ্গার/ ভাসান চর কোথায়
অবস্থিত?
=নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া।
১০।বাংলাদেশের কোন জেলার মানুষ সবচেয়ে বেশি
প্রবাসী?
= কুমিল্লা
১১ সম্প্রতি বাংলাদেশের কোন আলোকচিত্রি
বিশ্ববিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর
আলোকচিত্র প্রতিযোগিতার "পিপল" বিভাগে
পুরস্কার লাভ করেছেন?
= মঈন উদ্দিন আহমেদ।
১২।বাংলাদেশের কোন ঢোল বাদক ২৮ ঘন্টা
ঢোল বাজিয়ে গিনেস বুকে নাম তোলেন ?
=সুদর্শন দাশ ( যুক্তরাষ্ট্রে বসবাসরত
চট্টগ্রামের সন্তান )
১৩।পাঙ্গসাং কোন দেশ গুলোর সীমান্ত শহর ?
= চীন-মিয়ানমার (সান রাজ্য)
১৪।৯৬৯' কী?
= মিয়ানমারের উগ্রপন্থী বৌদ্ধ সংগঠন।
১৫।স্যাফ্রোন রেভল্যুশন বা গেরুয়া বিপ্লব
কোথায় হয়েছিল?
= মিয়ানমারে , ২০০৭ সালে ।
১৬। সিঙ্গাপুরের নবনির্বাচিত প্রথম নারী
প্রেসিডেন্ট কে?
= হালিমা ইয়াকুব।
১৭।অ্যাকোয়াম - ১৫০ কী?
=একটি অত্যাধুনিক পানি বিশোধন যন্ত্র
১৮।বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধহাজাজের নাম কী?
= USS GERALD R FORD (ডোনাল্ড ট্রাম্প
উদ্বোধন করছে ২২-০৭-২০১৭)
১৯। মানচিত্র বা নকশা প্রিন্টের জন্য ব্যবহৃত
বিশেষ ধরণের প্রিন্টার কোনটি??
=Plotter
২০।শেখ হাসিনা "চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ "
পুরস্কার লাভ করেন কবে?
=২৭ সেপ্টম্বর ২০১৫.

About the Author

LaBiB
Bangladesh Writter Society

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.