Notification texts go here Contact Us Buy Now!
পোস্টগুলি

সাধারণ জ্ঞান পর্ব- ১৮ | বিসিএস পর্ব

LaBiB
বিসিএস : সাধারণ জ্ঞান (৫০০ + প্রশ্ন+উত্তর)
========
(অতি গুরুত্বপূর্ণ এই পোস্টটি share না করলে আর খুঁজে পাবেন না)
-
প্রশ্ন : বাংলাদেশের ইতিহাসে মন্ত্রিসভায় প্রথম নারী সদস্য কে?
উত্তর : নূরজাহান খুরশিদ।
প্রশ্ন : নটর ডেম কোথায় অবস্থিত এবং কিসের জন্য বিখ্যাত ?
উত্তর : ফ্রান্সের প্যারিসে অবস্থিত। প্রাচীন
স্থাপত্যের জন্য বিখ্যাত।
প্রশ্ন : কমনওয়েলথ সচিবালয় কোথায় অবস্থিত ?
উত্তর : মালবরো হাউস, লন্ডন।
প্রশ্ন : প্রথম বাংলা ছবির নাম কী ?
উত্তর : বিশ্ব মঙ্গল।
প্রশ্ন : 'আইন ও স্বাধীনতা পরস্পরবিরোধী' উক্তি কার ?
উত্তর : স্পেন্সারের।
প্রশ্ন : এশিয়ার বৃহত্তম দেশ চীন এবং ক্ষুদ্রতম দেশ কোনটা ?
উত্তর : মালদ্বীপ।
প্রশ্ন : উত্তর সাইপ্রাস ও গ্রিক সাইপ্রাসকে বিভক্তকারী সীমান্ত রেখার নাম কি ?
উত্তর :গ্রিন লাইন ।
প্রশ্ন : ইন্ডিয়া হাউস ও বাংলা টাউন ----?
উত্তর :লন্ডনে অবস্থিত।
প্রশ্ন :দিয়াগো গার্সিয়া দ্বীপটি----?
উত্তর : ভারত মহাসাগরে অবস্থিত।
প্রশ্ন : বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা অবস্থিত --?
উত্তর : পাকিস্তানে।
প্রশ্ন : থারখনায়নস্ক রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত --?
উত্তর :পৃথিবীর শীতলতম স্থান।
প্রশ্ন : ওমান ও পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত ---?
উত্তর :হরমুজ প্রণালী।
প্রশ্ন : কানাডা ও গ্রিনল্যান্ডকে পৃথক করেছে --?
উত্তর :ডেভসি প্রণালী।
প্রশ্ন : পোপ ষোড়শ বেনেডিক্ট কত তম ?
উত্তর :২৫৬ তম পোপ।
প্রশ্ন : ২০০৩ সালের ৪ জানুয়ারি যুগোস্লাভিয়ার নতুন নামকরণ করা হয় ----?
উত্তর : সার্বিয়া।
প্রশ্ন : জম্মু কাশ্মীর ও আজাদ কাশ্মীরের মধ্যবর্তী সীমারেখার নাম কি?
উত্তর :লাইন অব কন্ট্রোল।
প্রশ্ন : বঙ্গোপসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে ----?
উত্তর :মালাক্কা প্রণালী ।
প্রশ্ন : পৃথিবীর দীর্ঘতম খালের নাম ---?
উত্তর : গ্রান্ড খাল (চীন)।
প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রতীক কী ?
উত্তর : গাধা।
প্রশ্ন : টেগো আগে কী নামে পরিচিত ছিল ?
উত্তর : টোগোল্যান্ড।
প্রশ্ন : ভারতের মোট রাজ্য বা প্রদেশ কতটি?
উত্তর : ৩৫টি।
প্রশ্ন : এভারেস্ট শৃঙ্গের নেপালি নাম কী ?
উত্তর : সাগরমাতা।
প্রশ্ন : ১৯১৭ সালটি কোন বিপ্লবের জন্য বিখ্যাত ?
উত্তর : রুশ বিপ্লবের জন্য।
প্রশ্ন : চির বসন্তের নগরী কোনটি ?
উত্তর : কিটো (ইকুয়েডর)।
প্রশ্ন : 'তিমিরান্তক' কাব্য গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : সিকান্দার আবু জাফর।
প্রশ্ন : তিনকন্যা কার চিত্রশিল্প ?
উত্তর : কামরুল হাসান।
প্রশ্ন : তিন নেতার মাজারের স্থপতি কে ?
উত্তর : শিল্পী মাসুদ আহমেদ।
প্রশ্ন : দরিয়া-ই-নূর কী?
উত্তর : বাংলাদেশের বৃহত্তম ও মূল্যবান হীরক।
প্রশ্ন : 'অমর একুশে গ্রন্থমালা' নামকরণ করা হয় কবে ?
উত্তর : ১৯৮০ সালে।
প্রশ্ন : গ্রিনপিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদী গ্রুপ ?
উত্তর : নেদারল্যান্ডস।
প্রশ্ন : আসিয়ানের সদর দফতর কোথায় ?
উত্তর : ম্যানিলা।
প্রশ্ন : টানা ১১ বছর ধরে শীর্ষ ঋণদাতা কোন দেশ ----?
উত্তর : জাপান।
প্রশ্ন :থাইল্যান্ডের মুদ্রার নাম কি ?
উত্তর : বাথ।
প্রশ্ন : 'হোয়াইট ক্যাট' গঠিত হয় ----?
উত্তর : মমতার নিরাপত্তার জন্য।
প্রশ্ন : প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পর
উৎক্ষেপণ হয় ---?
উত্তর : তাইওয়ানে।
প্রশ্ন : বিশ্বের সর্বকনিষ্ঠ এভারেস্ট বিজয়ী---?
উত্তর : শেরপা বালিকা মিং কিপা।
প্রশ্ন : বিখ্যাত হাইড পার্ক কোথায় অবস্থিত ?
উত্তর : লন্ডনে অবস্থিত।
প্রশ্ন : পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
উত্তরঃ ওশেনিয়া।
প্রশ্ন : ইউরোপ থেকে ভারতবর্ষে আসারপথআবিস্কৃত হয় কত সালে?
উত্তরঃ ১৪৮৭ সালে।
প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম হৃদ কোনটি?
উত্তরঃ কাস্পিয়ান সাগর।
প্রশ্ন : মধ্যে এশিয়ার সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র কোনটি?
উত্তরঃ কাজাকিস্তান (বিশ্বে নবম)
প্রশ্ন : পৃথিবীর কোন দুটো দেশদুটি মহাদেশে অবস্থিত।
উত্তরঃ তুরস্ক ও রাশিয়া।
প্রশ্ন : ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশ কে?
উত্তরঃ বেলজিয়ামকে ও প্রবেশদ্বার বলা হয় ভিয়েতনামকে।
প্রশ্ন : ইউরোপের বৃহত্তম সাগর কোনটি?
উত্তরঃ ভূমধ্যসাগর।
প্রশ্ন : সুরিনামের পূর্ব নাম কি?
উত্তরঃ ডাচ গায়ানা।
প্রশ্ন : যুক্তরাষ্ট পানামা খালের মালিকানা পানামাকে হস্তান্তর করে কত সালে?
উত্তরঃ ১৯৯৯ সালের ৩১ ডিসেম্ভর মাসে।
প্রশ্ন : পানামার বিমান সংস্থার নাম কি?
উত্তরঃ কোপা।
প্রশ্ন : প্রথম লিখিত পদ্ধতি আবিস্কৃত হয় কোন দেশে?
উত্তরঃ মিশরে।
প্রশ্ন : রোমানের প্রধান দেবতার নাম কি?
উত্তরঃ জুপিটার।
প্রশ্ন : আরবদেশ ও ইসরাইলের মধ্যে সর্বশেষ যুদ্ধ হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৩ সালে।
প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের প্রথমমহিলা বিচারপতির নাম কি?
উত্তরঃ রোজালিন হিগিন্স(ব্রিটেন)
প্রশ্ন : মুসলিম বিশ্বে রেডক্রসেরপরিবর্তিত নাম কি?
উত্তরঃ রেড ক্রিসেন্ট।
প্রশ্ন : ইবোলা কি ?
উত্তর : একটি প্রতিষেধক বিহীন ভাইরাস জ্বর
প্রশ্ন : শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কোনটি?
উত্তরঃ ব্যাঙ্গ।
প্রশ্ন : পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর : ২৩ জুন, ১৭৫৭।
প্রশ্ন : মানব দেহে হারের সংখ্যা কত ?
উত্তর : ২০৬টি।
প্রশ্ন : ইবোলা ভাইরাস নামটি কোথায় থেকে এসেছে ?
উত্তর : ইবোলা নদী থেকে
প্রশ্ন : পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে কত সালে আসেন?
উত্তর : ১৪৯৮ সালে।
প্রশ্ন : প্রাচ্যের ড্যান্ডি বলা হয় কাকে?
উত্তর : নারায়ণগঞ্জ ।
প্রশ্ন : বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?
উত্তর : ১৭৯৩ সালে।
প্রশ্ন : ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
উত্তর : বাংলা ১১৭৬ সনে (ইংরেজি ১৭৭০)।
প্রশ্ন : উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর : লর্ড মাউন্ট ব্যাটেন।
প্রশ্ন : বাংলাকে বিভক্ত করেন কে?
উত্তর : লর্ড কার্জন
==============================================
০১. বাংলাদেশের যমুনা নদীর বালু রপ্তানি হবে কোন দেশে?
উত্তরঃ সিঙ্গাপুর ও মালদ্বীপ।
০২. জাতীয় ‘গণহত্যা দিবস’ কবে?
উত্তরঃ ২৫ মার্চ।
০৩. বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে?
উত্তরঃ ১২মার্চ ২০১৭।
০৪. বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়?
উত্তরঃ ৪১তম।
০৫. বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত সাবমেরিন দুটির নাম কি?
উত্তরঃ নবযাত্রা ও জয়যাত্রা।
০৬. বাংলাদেশ প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি?
উত্তরঃ বিএনএস শেখ হাসিনা।
০৭. বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রাম।
০৮. নির্বাচন কমিশনের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (NID) কোন দেশ থেকে তৈরি করে আনা হয়?
উত্তরঃ ফ্রান্স।
০৯. বিশেষ আইনে প্রতিষ্ঠিত কোন ব্যাংকটি তফসিলি বা বাণিজ্যিক ব্যাংকে রূপান্তর হতে যাচ্ছে?
উত্তরঃ প্রবাসী কল্যাণ ব্যাংক।
১০. তেল-গ্যাস অনুসন্ধানের জন্য পেট্রোবাংলা বাংলাদেশের সমুদ্রসীমাকে কতটি ব্লকে ভাগ করেছে?
উত্তরঃ ২৬টি।
১১. তেল-গ্যাস অনুসন্ধানে গভীর সমুদ্রে ব্লক কয়টি?
উত্তরঃ ১৫টি।
১২. তেল-গ্যাস অনুসন্ধানে অগভীর সমুদ্রে ব্লক কতটি?
উত্তরঃ ১১টি।
১৩. ২০ মার্চ ২০১৭ বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংককে পেপালের (PayPal) কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়?
উত্তরঃ সোনালী ব্যাংক লিমিটেড।
১৪. বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ১ মার্চ ২০১৭।
১৫. বাংলাদেশ অ্যাক্রোডিটেকশন কাউন্সিল বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৭ মার্চ ২০১৭।
১৬. বাংলাদেশ শিপিং করপোরেশন বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৮ মার্চ ২০১৭।
১৭. জাতীয় সংসদে কবে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হয়?
উত্তরঃ ১১ মার্চ ২০১৭।
১৮. বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থের নাম কী?
উত্তরঃ কারাগারের রোজনামচা
১৯. ‘কারাগারের রোজনামচা’ অানুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় কবে ?
উত্তরঃ ১৭ মার্চ ২০১৭।
২০. ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটি প্রকাশ করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ বাংলা একাডেমি
২১. ‘কারাগারে রোজনামচা’ গ্রন্থটিতে বঙ্গন্ধুর কোন সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে?
উত্তরঃ ১৯৬৬-১৯৬৮ সাল।
২২. নিজেদের শততম টেস্টে বাংলাদেশ কোন দলের বিপক্ষে খেলে?
উত্তরঃ শ্রীলংকা।
২৩. বাংলাদেশের শততম টেস্টে ম্যান অব দ্যা ম্যাচ হন কে?
উত্তরঃ তামিম ইকবাল।
.২৪. শততম টেস্টে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান কে?
উত্তরঃ সাকিব আল হাসান।
২৫. বাংলাদেশের শততম টেস্টটি ক্রিকেট ইতিহাসের কততম টেস্ট?
উত্তরঃ ২২৫৪তম।
২৬. ২০১৭ সালে যুক্তরাষ্ট্র কোন দেশে ‘থাড’ (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করে?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া।
২৭. সুদানের বর্তমান ও ১২তম প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ বকরি হাসান সালেহ।
২৮. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোট মিশন কতটি?
উত্তরঃ ৭১টি।
২৯. বর্তমানে কতটি শান্তিরক্ষা মিশন চালু রয়েছে?
উত্তরঃ ১৬টি
৩০. বর্তমানে শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ ইথিওপিয়া।
৩১. শান্তিরক্ষা মিশনে পুলিশ শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ সেনেগাল।
৩২. বর্তমানে বিশ্বের কতটি দেশে শান্তিরক্ষী কাজ করছে?
উত্তরঃ ১২৬টি।
৩৩. জাতিসংঘের পঞ্চম উপ-মহাসচিব কে?
উত্তরঃ আমিনা মোহাম্মদ।
৩৪. OPCW’র নির্বাহী পর্ষদের ২০তম চেয়ারপারসন নির্বাচিত হন কে?
উত্তরঃ শেখ মোহাম্মদ বেলাল (বাংলাদেশ)।
৩৫. আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ৮৭টি।
৩৬. ১৭ ফেব্রুয়ারি ২০১৭ কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর ৮৭তম সদস্য পদ লাভ করে?
উত্তরঃ ভানুয়াতু।
৩৭. বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি?
উত্তরঃ ৭,০৯৯টি
৩৮. সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তরঃ পাপুয়া নিউগিনি।
৩৯. পাপুয়া নিউগিনিতে মোট কতটি ভাষা রয়েছে?
উত্তরঃ ৮৪০টি।
৪০. বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি?
উত্তরঃ চৈনিক।
৪১. বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম?
উত্তরঃ ষষ্ঠ।
৪২. মানব উন্নয়নে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ নরওয়ে।
৪৩. মানব উন্নয়নে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ মধ্য আফ্রিকান প্রজতন্ত্র।
৪৪. মানব উন্নয়নে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ১৩৯তম।
৪৫. গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ জাপান।
৪৬. গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ সোয়াজিল্যান্ড।
৪৭. মাথাপিছু আয়ে শীর্ষে দেশ কোনটি?
উত্তরঃ কাতার।
৪৮. মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
৪৯. সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ শ্রীলংকা।
৫০. সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ মালদ্বীপ।
৫১. ১৬ মার্চ ২০১৭ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করে কোন দুটি বিভাগ গঠন করা হয়?
উত্তরঃ স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
৫২. স্বাস্থ্য সেবা বিভাগ-এর ইংরেজি নাম কী?
উত্তরঃ Health Services Division.
৫৩. স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ-এর ইংরেজি নাম কী?
উত্তরঃ Medical Education and Family Welfare Division.
৫৪. ৪ মার্চ ২০১৭ ঢাকা বিম্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে কাকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেয়া হয়?
উত্তরঃ অমিত চাকমা।
৫৫. বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ‘আমান অর্থনৈতিক অঞ্চল’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
৫৬. জাতীয় যুব নীতি ২০১৭ অনুসারে যুবদের বয়সসীমা কত?
উত্তরঃ ১৮-৩৫ বছর।
৫৭. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’-এর পরিচালক কে?
উত্তরঃ ফাখরুল আরেফীন খান; মুক্তি লাভ ৩ মার্চ ২০১৭।
৫৮. ১৯৭২ সাল থেকে মার্চ ২০১৭ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট কতটি চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল স্বাক্ষরিত/সম্পাদিত হয়েছে?
উত্তরঃ ৯৩টি।
৫৯. শেখ হাসিনা পানি শোধনাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
৬০. বর্তমানে দেশে কতটি ব্যাংক ইসলামী ব্যাংকিং চালু করেছে?
উত্তরঃ ২৫টি, যার মধ্যে ৮টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক এবং ১৭টি বাণিজ্যিক ব্যাংক সাধারণ পরিচালনা করে।
৬১. ডটবাংলা ডোমেইনের প্রথম ওয়েবসাইট কোনটি?
উত্তরঃ উই.বাংলা [উই মোবাইলের ওয়েবসাইট]
৬২. দিনাজপুরে অবস্থিত ‘নীলসাগর’র পূর্ব নাম কি?
উত্তরঃ বিন্নাদীঘি।
৬৩. ‘মায়ের হাসি’ কি?
উত্তরঃ রূপালী ব্যাংকের ‘শিওর ক্যাশ’-এর মাধ্যমে সারা দেশে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির টাকা দেয়ার সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ।
৬৪. দেশের প্রথম কাঁকড়া হ্যাচারি কোথায় অবস্থিত?
উত্তরঃ শ্যামনগর, সাতক্ষীরা।
৬৫. বঙ্গবন্ধু কত দিন কারাগারে ছিলেন?
উত্তরঃ ৪,৬৮২দিন। [সূত্র: জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী, ৭ মার্চ ২০১৭।]
৬৬. বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে কোন দেশ?
উত্তরঃ ভুটান; ৬ ডিসেম্বর ১৯৭১। [সূত্র: জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী, ২৮ ফেব্রুয়ারি ২০১৭]
৬৭. মার্চ ২০১৭ পর্যন্ত কতটি দেশ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেছে?
উত্তরঃ ১৫০টি।
৬৮. দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 কনসোর্টিয়ামে সংযুক্ত রয়েছে কতটি দেশ ও টেলিকম অপারেটর ?
উত্তরঃ ১৭টি দেশ ও ১৯টি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর।
৬৯. Portraits of Courage: A Commander in Chief’s Tribute to America’s Warriors গ্রন্থের লেখক কে?
উত্তরঃ ৪৩তম মার্কিন প্রেজিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
৭০. বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম কি?
উত্তরঃ আইবিএমের ‘সাইমন’। ১৬ আগস্ট ১৯৯৪ বাজারে আসে ‘সাইমন’।
৭১. সর্বাধিক সাবমেরিন রয়েছে কোন দেশের ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র, ৭৫টি এবং দ্বিতীয় উত্তর কোরিয়া, ৭০টি।
৭২. THAAD কী?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা; এর পূর্ণরূপ Terminal High Altitude Area Defense।
৭৩. দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত কবে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে দুর্নীতির দায়ে অপসারণ করে?
উত্তরঃ ১০ মার্চ ২০১৭।
৭৪. হাইড্রোফনিক (Hidrophonic) কী?
উত্তরঃ মাটি ছাড়া ফসল উৎপাদনের একটি পদ্ধতি।
৭৫. ১৫ মার্চ ২০১৭ নিউজিল্যান্ড কোন নদীকে ‘মানবীয় সত্তা’ হিসেবে স্বীকৃতি দিয়ে আইন পাস করে?
উত্তরঃ হোয়াংগানুই (Whanganui)
৭৬. পেপাল (PayPal) কী?
উত্তরঃ অনলাইনে অর্থ লেনদেন করার মাধ্যম।
৭৭. পেপাল কবে, কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯৮ সালে, যুক্তরাষ্ট্র।
৭৮. ব্রাজিলের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি?
উত্তরঃ আলভোরাদা।
৭৯. ব্রিটিশ রানী এলিজাবেথের কোড নাম কি?
উত্তরঃ লন্ডন ব্রিজ।
৮০. বিশ্বে জনসংখ্যা কত ?
উত্তরঃ ৭৩৪.৯৫ কোটি। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬)
৮১. বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.২%। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬)
৮২. জনসংখ্যায় শীর্ষ দেশ?
উত্তরঃ চীন; ১৩৭.৬০ কোটি। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬)
৮৩. জনসংখ্যা বৃদ্ধির হারে শীর্ষে কোন দেশ?
উত্তরঃ ওমান; ৮.৪%। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬)
৮৪. সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ উত্তর কোরিয়া; ১০০%। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬)
৮৫. সাক্ষরতার হারে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ নাইজার; ১৯.১%। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬)
৮৬. সার্কভুক্ত দেশে স্বাক্ষরতা হারে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ মালদ্বীপ; ৯৯.৩%। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬)
=================================================
১। বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থের নাম কী?
উত্তরঃ কারাগারের রোজনামচা। প্রকাশ : ১৭ মার্চ ২০১৭। প্রকাশক :
বাংলা একাডেমি।
২। বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে?
উত্তরঃ কে এম নূরুল হুদা। (১২ তম), শপথ ও দায়িত্ব গ্রহন
করেন : ১৫ ফেব্রুয়ারি ২০১৭।
৩। দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে?
উত্তরঃ বেগম কবিতা খানম। শপথ ও দায়িত্ব গ্রহণ করেন : ১৫ ফেব্রুয়ারি ২০১৭।
৪। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কত?
উত্তরঃ ৪৯১। (সর্বশেষ : লালমাই, কুমিল্লা)
৫। বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কত?
উত্তরঃ ৩২৭। (সর্বশেষ : চন্দনাইশ, চট্টগ্রাম)
৬। কসোভোকে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি দেয় কবে?
উত্তরঃ ২৭ ফেব্রুয়ারি ২০১৭।
৭। বাংলাদেশ নৌবাহিনীতে সম্প্রতি সংযোজিত দুটি সাবমেরিনে নাম কী কী?
উত্তরঃ বানৌজা নবযাত্রা ও বানৌজা জয়যাত্র। সংযোজিত হয় ১২ মার্চ ২০১৭ সালে ৪১ তম দেশ হিসেবে।
৮। প্রথমবারের মত বাংলাদেশের জাতীয় ‘গণহত্যা দিবস’ পালিত হয় কবে?
উত্তরঃ ২৫ শে মার্চ। (জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত হয় ১১ মার্চ আর অনুমোদিত হয় ২০ মার্চ)
৯। সিলেটের আতিয়া মহলে পরিচালিত জঙ্গিবিরোধী অভিযানের নাম কী?
উত্তরঃ অপারেশন টোয়াইলাইট। শুরু হয় ২৫ শে মার্চ।
১০। বাংলাদেশের বর্তমান অর্থসচিবের নাম কী?
উত্তরঃ হেদায়েতুল্লাহ আল মামুন।
১১। দেশের সর্বশেষ ২৭ তম গ্যাসক্ষেত্রের নাম কী?
উত্তরঃ মোবারকপুর গ্যাসক্ষেত্র। (সুজানগর, পাবনা)
১২। মানব উন্নয়ন সূচকে বর্তমানে (২০১৬) বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ১৩৯ তম।
১৩। ২০১৭ সালে কতজনকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়?
উত্তরঃ ১৫ জন বিশিষ্ট ব্যাক্তিকে ও একটি প্রতিষ্ঠান
বিমান বাহিনীকে।
১৪। জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আখন্দ মৃত্যুবরণ করেন কবে?
উত্তরঃ ২১ এপ্রিল ২০১৭।
১৫। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ
ইনিংসের মালিক কে?
উত্তরঃ সাকিব আল হাসান। (২১৭ রান)
১৬। তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশের
সমুদ্রসীমাকে কতটি ব্লকে ভাগ করা হয়েছে?
উত্তরঃ ২৬ টি ব্লকে।
১৭। বাংলাদেশের শততম টেস্ট কখন,কেথায় ও কোন
দেশের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৫ থেকে ১৯ মার্চ, পি সারা ওভাল স্টেডিয়াম,
শ্রীলঙ্কার বিরুদ্ধে।
১৮। বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম?
উত্তরঃ ৬ ষ্ঠ।
১৯। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কবে
অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৭ জানুয়ারি ২০১৭।
২০। । ২০১৭ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে
বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ১২৮ তম।
২১। “আন্তর্জাতিক নারী সাহসিকতা পুরস্কার”
অর্জনকারী বাংলাদেশী মেয়েটির নাম কী?
উত্তরঃ সারমিন আক্তার (ঝালকাঠী)।
২২। প্রধানমন্ত্রীর ভারত সফরে কতটি চুক্তি ও সমঝোতা
স্বারক স্বাক্ষরিত হয়?
উত্তরঃ চুক্তি ১১ টি ও সমঝোতা ২৪ টি।
২৩। প্রধানমন্ত্রীর ভুটান সফরে কয়টি চুক্তি ও সমঝোতা
স্বারক স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ৩ টি চুক্তি ও ৪ টি সমঝোতা।
২৪। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
উত্তরঃ অ্যান্টিনিও গুতেরেস। দায়িত্বগ্রহন : ১
জানুয়ারি ২০১৭, দেশ : পর্তুগাল, ক্রম: নবম।
২৫। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে
শপথ গ্রহণ করেন?
উত্তরঃ ২০ জানুয়ারি ২০১৭। যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট। (নির্বাচন অনুষ্ঠিত হয় ৮ নভেম্বর ২০১৬)
২৬। যক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী যথাক্রমে কে কে?
উত্তরঃ মাইক পেন্স, রেক্স টিলারসন ও জেমস ম্যাটিস।
২৭। জার্মানির বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ ফ্রাংক ওয়াল্টার স্টেইনমিয়া।
২৮। বর্তমানে তেল উত্তোলনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া।
২৯। সার্কের বর্তমান ১৩ তম মহাসচিব কে?
উত্তরঃ আমজাদ হোসেন সিয়াল, পাকিস্থান।
৩০। মানব উন্নয়ন সূচকে শীর্ষ ও সর্বনিম্ম দেশের নাম কী কী?
উত্তরঃ শীর্ষ — নরওয়ে, সর্বনিম্ন — মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
৩১। বর্তমানে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ জাপান।
===============================================
✪ ২৫ বছর পূর্তিকে বলা হয় রজত জয়ন্তী।
✪ ৫০ বছর পূর্তিকে বলা হয় সূবর্ণ জয়ন্তী।
✪ ৬০ বছর পূর্তিকে বলা হয় হীরক জয়ন্তী।
✪ ৭৫ বছর পূর্তিকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী।
✪ ১০০ বছর পূর্তিকে বলা হয় শতবর্ষ জয়ন্তী।
✪ ১৫০ বছর পূর্তিকে বলা হয় সার্ধশত জয়ন্তী।
------------------------------------------------------------------------------
১. স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য কোথায় অবস্থিত?
» ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে।
২. স্বোপার্জিত স্বাধীনতা-এর স্থপতি কে?
» শামীম শিকদার
৩. ‘A State is Born’ প্রামাণ্য চলচ্চিত্রটির পরিচালক কে?
» জহির রায়হান
৪. জার্মান শিল্পী আলব্রেশট দ্যুরা কোন সময়কালের শিল্পী ছিলেন?
» রেনেসাঁ যুগ
৫. প্রথম কোন নারী শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
» বার্থাভন সুটনার (অস্ট্রিয়া, ১৯০৫ সালে)
৬. সক্রিয় আগ্নেয়গিরি ‘কিলাউইয়া’ কোন দ্বীপে অবস্থিত?
» হাওয়াই দ্বীপ
৭. পিএসসির বর্তমান চেয়ারম্যান কে?
» মোহাম্মদ সাদিক (২ মে ২০১৬-বর্তমান)
৮. বাগেরহাট জেলা কোন নদীর তীরে অবস্থিত?
» রূপসা
৯. শরৎচন্দ্র ‘অনিলা দেবী’ ছদ্ম নামে কোন বইটি লেখেন?
» নারীর মূল্য
১০. ২০১৬ অলিম্পিক ব্রাজিলের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?
» রিও ডি জেনেইরো
১১ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত
» মিরপুর, ঢাকা
১২. সেলিম আল দীন কোন নাট্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন ?
» ঢাকা থিয়েটার
১৩. সেলিম আল দীনের প্রকৃত নাম কি?
» মইনুদ্দিন আহমেদ
১৪. প্রথম বাঙালি ও প্রথম এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন কে?
» ব্রজেন দাস
১৫. চাঁদে পানির সন্ধান পাওয়া নাসার নভোযানটির নাম কি?
» LCROSS
১৬. ওশেনিয়া মহাদেশের সর্বনিম্ন বিন্দু কোথায় অবস্থিত?
» লেক আয়ার
১৭. সিল্ক রুটের দেশ বলা হয় কোন দেশকে?
» ইরান
১৮. চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত?
» নীলফামারী
১৯. বিশ্বের প্রথম ইন্টারনেট ভিত্তিক বিশ্ববিদ্যালয় চালু হয়
কোথায়?
» সিরিয়ার রাজধানী দামেস্কে
২০. বাংলাদেশের সর্বোচ্চ ভবনের নাম কি?
» সিটি সেন্টার।
-------------------------------------------------------------------------------
১. ঢাকা জেলার প্রথম নারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট
কে
- জেসমিন আরা বেগম
২. তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান
কততম
- ২য়
৩. এ পি জে আবদুল কালামকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের
নাম কি?
- I am Kalam
৪. বাংলাদেশ বিমানবাহিনী কখন গঠিত হয়?
- ২৮ সেপ্টেম্বর, ১৯৭১
৫. রবীন্দ্র পুরস্কারের প্রবর্তক কে?
- বাংলা একাডেমী
৬. ইতিহাসের জনক বলা হয় কাকে?
- হেরোডোটাসকে
৭. বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল চালু হয় কবে?
- ১৯৮২ সালে
৮. বিল গেটস্ এর প্রথম প্রোগ্রাম কী?
- এমএস ওয়ার্ড
৯. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশী?
- মেরু অঞ্চলে
১০. CIA- এর পূর্ণরূপ কি?
- Central Intelligence Agency (of USA)
১১. সাংবাদিক আহসান হাবিব কত সালে জন্মগ্রহণ করেন?
- ২ জানুয়ারি ১৯১৭
১২. চট্টগ্রাম বিভাগে কতটি জেলা রয়েছে?
-১১টি
১৩. বাংলাদেশের বেশিভাগ পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত?
- বান্দরবন
১৪. বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের
নাম কি?
- সানওয়ে তাইহুলাইট
১৫. ইউরোপীয় ইউনিয়নে না থাকার ব্যাপারে যুক্তরাজ্যের কত
শতাংশ লোক ভোট দিয়েছিল?
- ৫১.৯%
১৬. জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা কতটি?
- ৫টি
১৭. বর্তমানে বাংলাদেশে সরকারি নোটের সংখ্যা কতটি?
- ৩টি
১৮. লোহিত সাগরের উপর সেতু নির্মাণ করার পরিকল্পনা করছে
কোন দেশ?
- সৌদি আরব
১৯. চারণ কবি মুকুন্দ দাসের পিতৃপ্রদত্ত নাম কি?
- যজ্ঞেশ্বর
২০. জর্ডানের বালুর নিচে আবিষ্কৃত প্রাচীন স্থাপত্য কোন
নগরে পাওয়া গেছে?
- পেত্রা
২১. সাপ্তাহিক অরুণোদয় প্রকাশিত হয় কত সালে
- ১৮৪৮ সালে
২২. মন্ট সেনিস রেলওয়ে টানেল কোন দেশে অবস্থিত
- সুইজারল্যান্ড
২৩. ধান গাছের ক্রোমোজোম সংখ্যা কত
- ২৪টি
২৪. বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা
উত্তোলন শুরু হয় কত সালে
- ২০০৫
২৫. সর্বপ্রথম ১৮৯৬ সালে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করে
কোন দেশ
- জার্মানি
২৬. আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয় কত সালে
- ১৬৩০
২৭. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
- আবুল আহসান (বাংলাদেশ)
২৮. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান স্বাক্ষরিত হয়
কোথায়
- ফিলাডেলফিয়ার পেনিসেলভেনিয়ায়
২৯. রাইট ভ্রাতৃদ্বয় কত সালে প্রথম সাফল্যের সঙ্গে
উড়োজাহাজের উড্ডয়ন ঘটান
- ১৯০৩ সালে
৩০. ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি
বলা হয়
- টেলি মেডিসিন
=================================================
দর্শনীয় স্থান ও প্রত্নতাত্ত্বিক স্থান
---------------------------------------
বাংলাদেশের প্রাচীনতম নগরী = পুণ্ড্রবর্ধন
মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী = মহাস্থানগড়
শশাঙ্কের রাজধানী = কর্ণসুবর্ণ
ঢাকা শহরের প্রথম মসজিদ = বিনত বিবির মসজিদ
হোসনি দালান বা ইমাম বাড়া = ঢাকা বকশিবাজার >> সৈয়দ মীর মুরাদ ।
লাল কুঠি ( নর্থ ব্রুক হল) = ঢাকায়
লাল বাগ কেল্লা = ঢাকার লালবাগ (১৬৭৮ শায়েস্তা খান , পরিবিবির মাজার )
লাল কেল্লা = দিল্লি, মুঘল সম্রাট শাহজাহান।
বড় কাটরা = ঢাকার চক বাজারে, আবুল কাসেম।
ছোট কাটরা = ঢাকার চক বাজারে, শায়েস্তা খান ।
রোজ গার্ডেন = ঢাকার টিকাটুলী, ঋষিকেশ দাস।
বলধা গার্ডেন = ঢাকার ওয়ারী । নারেন্দ্র নারায়ণ রায় ।
সোমপুর বিহার = পাহাড়পুর ( ধর্মপাল
সীতাকোট বিহার = নবাব গঞ্জ দিনাজপুর ( প্রাচীন বিহার )
শালবন বিহার = ময়নামতি , কুমিল্লা
আনন্দ বিহার = ময়নামতি , কুমিল্লা
মহামুণি বিহার = রাউজান , চট্টগ্রাম
জগদ্দল বিহার = ধামুইরহার , নওগাঁ
ভাসু বিহার = মহাস্থানগড়
হলুদ বিহার = নওগাঁ
শাক্যমুনি বিহার = মিরপুর , ঢাকা
ভোজ বিহার = কুমিল্লায় ।
=================================================
১। বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত?
- কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে
২। বাংলাদেশের গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত?
- সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে
৩। বাংলাদেশের একমাত্র জলপ্রপাতের নাম কি?
- মাধবকুন্ড জলপ্রপাত
৪। মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত?
- মৌলভীবাজার জেলার বড়লেখা
৫। বাংলাদেশের সর্ববৃহত বিলের নাম কি?
- চলনবিল
৬। চলনবিল কোথায় অবস্থিত?
- নাটোর এবং পাবনা জেলায়
৭। বাংলাদেশের মিঠাপানির মাছের প্রধান উৎস কি?
- চলনবিল
৮। "তামাবিল" কোথায় অবস্থিত?
- সিলেটে
৯। আড়িয়াল বিল কোথায় অবস্থিত?
- মুন্সীগঞ্জে
১০। বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় কোনটি?
- টাঙ্গুয়ার হাওড়
১১। টাঙ্গুয়ার হাওড় কোথায় অবস্থিত?
- সুনামগঞ্জে
১২। হাকালুকি হাওড় কোথায় অবস্থিত?
- মৌলভীবাজার
১৩। বাংলাদেশের বৃহত্তর পাহাড়ের নাম কি?
- গারো পাহাড়
১৪। গারো পাহাড় কোথায় অবস্থিত?
- ময়মনসিংহ জেলায়
১৫। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
- তাজিংডং
১৬। তাজিংডং কোথায় অবস্থিত?
- বান্দরবান জেলায়
১৭। তাজিংডং এর উচ্চতা কত?
- ৩১৮৫ ফুট
১৮। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
- কেওকারাডং
১৯। কেওকারাডং এর উচ্চতা কত?
- ২৯২৮ ফুট
২০। চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
- কর্ণফুলি
================================================
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানঃ
---------------------------------------------
১. মানব সূচক উন্নয়নে বাংলাদেশের অবস্থান কত? >> ১৪২।
২ জনসংখ্যায় বিশ্বে > ৮ম
৩. জনসংখ্যার দিক থেকে এশিয়ার - পঞ্চম
৪ জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায় - তৃতীয়
৫ জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে - চতুর্থ (১ম ইন্দোনেশিয়া)
৬,আয়তনে সার্ক দেশগুলোর মধ্যে - চতুর্থ।(১ম ভারত)
৭. ধান উৎপাদনে - চতুর্থ। (১ম চীন)
৮. পাট উৎপাদনে - ২য় । (১ম ভারত)
৯.পাট রপ্তানিতে - ১ম ।
১০. চা উৎপাদনে -চতুর্থ। (১ম চীন)
১১. মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে -চতুর্থ।
১২. আলু উৎপাদনে - ৮ম।
১৩, সবজি উৎপাদনে>>৩য়।
১৪। পোশাক রপ্তানতে > ২য়।
১৫। রেমিট্যান্স প্রাপ্তিতে > ৮ম
১৬। শান্তি রক্ষায় সেনা প্রদানে > ১ম ।
১৭. বিশ্ব ইন্টারনেট সূচকে -৬৩তম
১৮.টেস্ট ক্রিকেটে>>৯ম
১৯. ওয়ানডে ক্রিকেটে> ৭ম।
২০.বাংলাদেশ বিশ্বের ১১০তম সুখী দেশ। শীর্ষ দেশ ডেনমার্ক
২১. গণতন্ত্র সূচকে > ৮৬।
ভালো দেশের সূচকে > ১১৭।
মাথাপিছু আয়ের দিক থেকে > ১৮৩।
২২। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। মোট আমদানির ৩১.৮%
২৩। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে । মোট রপ্তানির ১৬.১%।
২৪। বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ > যুক্তরাজ্য
২৫। বিশ্বে বিনিয়োগে শীর্ষ দেশ>> চীন।

About the Author

LaBiB
Bangladesh Writter Society

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.