![]() |
চন্দ্রযান- ২ |
১। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি ?
= Indian Space Research Organization (ISRO)
২। ভারত কত সালে প্রথম চাঁদে মহাকাশযান পাঠায় ?
= ২০০৮ ইং (যেটি চাঁদের পৃষ্টে নামানো হয়নি)
৩। ২০০৮ ইং সালে ভারত কর্তৃক চাঁদে পাঠানো মহাকাশযানের নাম কি ?
= চন্দ্রযান-১
৪। চন্দ্রযান-২ এর ল্যান্ডারের নাম কি ?
= বিক্রম
৫। প্রথম চাঁদে প্রেরণকারাী মহাকাশযান কোন দেশের ?
= রাশিয়া
৬। দ্বিতীয় চাঁদে প্রেরণকারী মহাকাশযান কোন দেশের ?
= আমেরিকা/যুক্তরাষ্ট্র
৭। তৃতীয় চাঁদে প্রেরণকারী মহাকাশযান কোন দেশের ?
= চীন
৮। ২০১৯ ইং সালে চাঁদে কোন কোন দেশ মহাকাশযান পাঠায় ?
= ইসরাঈল ও ভারত ( কিন্তু দুইটি দেশই চাঁদে অবতরণে এবং চতুর্থ দেশ হিসাবে চাঁদের বুকে নাম লেখাতে ব্যর্থ হয়)
৯। ভারতের চন্দ্রযান-২ এর সাথে কত তারিখে গ্রাউন্ডস্টেশন ISRO যোগাযোগ বিচ্ছিন্ন হয় যায় ?
= ৭ সেপ্টেম্বের, ২০১৯ ইং
১০। ISRO ভারতের কোথায় অবস্থিত ?
= বেঙ্গালু
১১। চন্দ্রযান- ২ ভারতের কোথা থেকে উৎক্ষেপণ করা হয় ?
= স্রি হরিকোডা, অন্ধপ্রদেশ
১২। চন্দ্রযান-২ চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কবে ?
= ২২ শে জুলাই, ২০১৯ ইং