পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞতি প্রকাশ হয়েছে।
ভর্তি পরিক্ষার নম্বর বন্টনঃ
A Unit
বিজ্ঞান শাখাঃ রসায়ন ১৫, পদার্থ ১৫, গণিত/ জীববিজ্ঞান ১৫,
মোট ৪৫ মার্ক MCQ হবে এবং একই বিষয়ে ৩৫ মার্ক লিখিত হবে।
এমসিকিউ ৪৫ নাম্বার পাস মার্ক ১৮ এবং
লিখিত ৩৫ নাম্বার পাস মার্ক ৯
| স্থাপত্য বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মার্ক ড্রইং |
B Unit
বিজ্ঞান/মানবিক শাখাঃ বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারন জ্ঞান ১৫
মোট ৪৫ মার্ক MCQ এবং একই বিষয়ে লিখিত হবে ৩৫ মার্কে।
ব্যবসা শাখা : বাংলা ১৫, ইংরেজি ১৫, একাউন্টিং,ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১৫, একই বিষয়ে ৩৫ মার্ক লিখিত।
এমসিকিউ ৪৫ নাম্বার পাস মার্ক ১৮ এবংলিখিত ৩৫ নাম্বার পাস মার্ক ৯
ফরমের মূল্যঃ
A unit: ১২৪৫ টাকা
স্থাপত্য বিভাগঃ ১৩৪৫ টাকা
B unit: ১০৪৫ টাকা
পরিক্ষার সময়ঃ
১৫ নভেম্বর (শুক্রবার)
A unit: mcq পরিক্ষা সকালঃ ১০ ঘটিকা থেকে ১০.৪০ ঘটিকা পর্যন্ত,। লিখিত পরিক্ষাঃ ১০.৪০ ঘটিকা থেকে ১১.৩০ ঘটিকা পর্যন্ত।
ড্রইংঃ ১১.৩০ থেকে ১২ ঘটিকা পর্যন্ত।
B unit: mcq পরিক্ষা বিকালঃ ৩.৩০ ঘটিকা থেকে ৪.১০ ঘটিকা পর্যন্ত,। লিখিত পরিক্ষাঃ ৪.১০ ঘটিকা থেকে ৫ ঘটিকা পর্যন্ত।