Opomito (অপমিত) -TAHSAN
আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও?
আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি!
ডানা ঝাপটানো পাখির গন্ধে আমার
দু'পাশে বুনো ফুলের মৌতাত।
আমার দু'চোখে গাড় কুয়াশার ঘোর
তবুও তোমার কাব্য দু'হাতে ধরা।
জলের স্রোতের পাশে ঘুমিয়ে পড়েছি আমি
পাতা ঝরে ঢেকে দিয়ে গেল আমায়
তবুও খুঁজবে লোকালয়ে একা?
তুমি ওখানে পাবেনা আমায়।
একটি পাথর সরালেও পাবে তুমি,
তোমার বুকের মাঝে আমায়
আমার দু'চোখে গাড় কুয়াশার ঘোর
তবুও তোমার কাব্য দু'হাতে ধরা।
জলের স্রোতের পাশে ঘুমিয়ে পড়েছি আমি
পাতা ঝরে ঢেকে দিয়ে গেল আমায়
আমার দু'চোখে গাড় কুয়াশার ঘোর
তবুও তোমার কাব্য দু'হাতে ধরা।
জলের স্রোতের পাশে ঘুমিয়ে পড়েছি আমি
পাতা ঝরে ঢেকে দিয়ে গেল আমায়
আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও?
আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি!
ডানা ঝাপটানো পাখির গন্ধে আমার
দু'পাশে বুনো ফুলের মৌতাত।
আমার দু'চোখে গাড় কুয়াশার ঘোর
তবুও তোমার কাব্য দু'হাতে ধরা।
জলের স্রোতের পাশে ঘুমিয়ে পড়েছি আমি
পাতা ঝরে ঢেকে দিয়ে গেল আমায়
তবুও খুঁজবে লোকালয়ে একা?
তুমি ওখানে পাবেনা আমায়।
একটি পাথর সরালেও পাবে তুমি,
তোমার বুকের মাঝে আমায়
আমার দু'চোখে গাড় কুয়াশার ঘোর
তবুও তোমার কাব্য দু'হাতে ধরা।
জলের স্রোতের পাশে ঘুমিয়ে পড়েছি আমি
পাতা ঝরে ঢেকে দিয়ে গেল আমায়
আমার দু'চোখে গাড় কুয়াশার ঘোর
তবুও তোমার কাব্য দু'হাতে ধরা।
জলের স্রোতের পাশে ঘুমিয়ে পড়েছি আমি
পাতা ঝরে ঢেকে দিয়ে গেল আমায়