#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় -C ইউনিট(কলা ও মানবিকী অনুষদ) ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত -
★★★C ইউনিটে সকল গ্রুপের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে ।
***C ইউনিটের মানবন্টনে বলা আছে বাংলা- ১৫ , ইংরেজি- ১৫, অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়- ৫০ ।
সবার প্রশ্ন এই ৫০ নাম্বার কোথা থেকে আসবে ?
ইতিহাস, দর্শন, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম & মিডিয়া স্টাডিজ এবং প্রত্নতত্ত্ব - এই ৫ টা বিষয় থেকে ৫০ নাম্বার থাকবে ।
•••অর্থাৎ C ইউনিটের মানবন্টন :
**C Unit ( কলা ও মানবিকী অনুষদ ) :
[বাংলা – ১৫ , ইংরেজি – ১৫ , দর্শন বা IQ - ১০ , সাংবাদিকতা ও গণমাধ্যম ( মিডিয়া ) সম্পর্কিত সাধারণ জ্ঞান - ১০ , ইতিহাস - ১০ , প্রত্নতত্ব সম্পর্কিত সাধারণ জ্ঞান - ১০ , আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত সাধারণ জ্ঞান - ১০]
Π_সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য একই মানবন্টন ।
😃টোটাল ৩৩% নাম্বার পেলেই পাস । আগেই বলে রাখি ৩৩% নাম্বার পেলে শুধু পাস ই মিলবে । চান্স না । চান্স পেতে আরো ভালো করতে হবে । পরীক্ষায় মোটামুটি ৮০ নম্বরের মধ্য ৬০-৬৫ পেলে চান্স নিশ্চিত। পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে । সময় ৫৫ মিনিট । এই ৫ টা বিষয়ের প্রিপারেশন অনেকটা সাধারন জ্ঞানের প্রিপারেশান নেয়ার মতই । যেমন - ইতিহাসের জন্য পড়তে হবে ইতিহাস সম্পর্কিত সাধারন জ্ঞান । জার্নালিজম & মিডিয়ার জন্য পড়তে হবে জার্নালিজম & মিডিয়া সম্পর্কিত সাধারন জ্ঞান।তবে মনে রাখবে C ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্ন ইংলিশ ভার্সনে হয় ।
আর সাম্প্রতিক ঘটনাবলি থেকে কিছু প্রশ্ন আসতে পারে।বাংলার জন্য নবম ও দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বইটি ফলো করতে পারো । আর কোন কোন টপিক ইমপরটেন্ট সেটা বিগত বছরের প্রশ্ন দেখলেই বুঝবা । প্রশ্নের ধরন ও প্রশ্নপদ্ধতি বুঝতে অবশ্যই প্রশ্নব্যাংক সংগ্রহ করতে হবে ।সম্ভবত জয়কলি/পানকৌড়ির প্রশ্নব্যাংক পাবে।
©C- ইউনিটে মোট ৭ টি সাবজেক্ট রয়েছে :
১) ইংরেজি
২) আন্তর্জাতিক সম্পর্ক ( IR )
৩) বাংলা
৪) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ
৫) প্রত্নতত্ত্ব
৬) দর্শন
৭) ইতিহাস
#আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ
√√√C Unit ( কলা ও মানবিকী অনুষদ ) :
* মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.০০ পেতে হবে।
* উচ্চমাধ্যমিক মানবিক শাখা :
মোট জিপিএ : ৬.০০
* উচ্চমাধ্যমিক বিজ্ঞান / ব্যবসায় শিক্ষা / অন্যান্য :
মোট জিপিএ : ৭.০০
* উচ্চমাধ্যমিকে বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড।
অথবা , বাংলাতে A- ( A মাইনাস ) অর্থাৎ তুমি যদি বাংলাতে A মাইনাস পাও তবে ইংরেজিতে D পেলেও সমস্যা নাই , C ইউনিটে পরীক্ষা দিতে পারবা । আর যাদের বাংলাতে B গ্রেড আছে , তাদের ইংরেজিতেও কমপক্ষে B গ্রেড থাকতে হবে ।
★★★C ইউনিটে সকল গ্রুপের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে ।
***C ইউনিটের মানবন্টনে বলা আছে বাংলা- ১৫ , ইংরেজি- ১৫, অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়- ৫০ ।
সবার প্রশ্ন এই ৫০ নাম্বার কোথা থেকে আসবে ?
ইতিহাস, দর্শন, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম & মিডিয়া স্টাডিজ এবং প্রত্নতত্ত্ব - এই ৫ টা বিষয় থেকে ৫০ নাম্বার থাকবে ।
•••অর্থাৎ C ইউনিটের মানবন্টন :
**C Unit ( কলা ও মানবিকী অনুষদ ) :
[বাংলা – ১৫ , ইংরেজি – ১৫ , দর্শন বা IQ - ১০ , সাংবাদিকতা ও গণমাধ্যম ( মিডিয়া ) সম্পর্কিত সাধারণ জ্ঞান - ১০ , ইতিহাস - ১০ , প্রত্নতত্ব সম্পর্কিত সাধারণ জ্ঞান - ১০ , আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত সাধারণ জ্ঞান - ১০]
Π_সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য একই মানবন্টন ।
😃টোটাল ৩৩% নাম্বার পেলেই পাস । আগেই বলে রাখি ৩৩% নাম্বার পেলে শুধু পাস ই মিলবে । চান্স না । চান্স পেতে আরো ভালো করতে হবে । পরীক্ষায় মোটামুটি ৮০ নম্বরের মধ্য ৬০-৬৫ পেলে চান্স নিশ্চিত। পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে । সময় ৫৫ মিনিট । এই ৫ টা বিষয়ের প্রিপারেশন অনেকটা সাধারন জ্ঞানের প্রিপারেশান নেয়ার মতই । যেমন - ইতিহাসের জন্য পড়তে হবে ইতিহাস সম্পর্কিত সাধারন জ্ঞান । জার্নালিজম & মিডিয়ার জন্য পড়তে হবে জার্নালিজম & মিডিয়া সম্পর্কিত সাধারন জ্ঞান।তবে মনে রাখবে C ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্ন ইংলিশ ভার্সনে হয় ।
আর সাম্প্রতিক ঘটনাবলি থেকে কিছু প্রশ্ন আসতে পারে।বাংলার জন্য নবম ও দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বইটি ফলো করতে পারো । আর কোন কোন টপিক ইমপরটেন্ট সেটা বিগত বছরের প্রশ্ন দেখলেই বুঝবা । প্রশ্নের ধরন ও প্রশ্নপদ্ধতি বুঝতে অবশ্যই প্রশ্নব্যাংক সংগ্রহ করতে হবে ।সম্ভবত জয়কলি/পানকৌড়ির প্রশ্নব্যাংক পাবে।
©C- ইউনিটে মোট ৭ টি সাবজেক্ট রয়েছে :
১) ইংরেজি
২) আন্তর্জাতিক সম্পর্ক ( IR )
৩) বাংলা
৪) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ
৫) প্রত্নতত্ত্ব
৬) দর্শন
৭) ইতিহাস
#আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ
√√√C Unit ( কলা ও মানবিকী অনুষদ ) :
* মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.০০ পেতে হবে।
* উচ্চমাধ্যমিক মানবিক শাখা :
মোট জিপিএ : ৬.০০
* উচ্চমাধ্যমিক বিজ্ঞান / ব্যবসায় শিক্ষা / অন্যান্য :
মোট জিপিএ : ৭.০০
* উচ্চমাধ্যমিকে বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড।
অথবা , বাংলাতে A- ( A মাইনাস ) অর্থাৎ তুমি যদি বাংলাতে A মাইনাস পাও তবে ইংরেজিতে D পেলেও সমস্যা নাই , C ইউনিটে পরীক্ষা দিতে পারবা । আর যাদের বাংলাতে B গ্রেড আছে , তাদের ইংরেজিতেও কমপক্ষে B গ্রেড থাকতে হবে ।