ক্যালকুলেটর ব্যবহার করে সংখ্যা পদ্ধতির অংক করার নিয়ম :
( সাইন্টিফিক ক্যালকুলেটর ms এর জন্য প্রযোজ্য)
১. প্রথমে ২ বার mode এ চাপ দিন।
২. এবার 3 এ চাপ দিন।
মনে করেন আপনি ৫০ এর বাইনারী বের করবেন তাহলে; ক্যালকুলেটরের উপরের দিকে dec,bin,Oct, hex নামের চারটি বাটন আছে।
যেহেতু আমরা দশমিক থেকে বাইনারি করবো তার জন্য,,,,,
১.dec তে চাপ দিন।
২.৫০ লিখুন
৩.= এ চাপ দিন
৪. এইবার bin এ চাপ দিন। দেখুন ৫০ এর বাইনারী বের হয়েছে।
একইভাবে যেকোনো base এ রুপান্তর করতে পারবেন।