তুমি কি একদিন আসতে পারো
পাখির ডাক হয়ে?শেষরাতে?
আমি তো জানলায় বসেই থাকি।
____জয় গোস্বামী
আঁকড়ে থেকো না কিছু। যে যাবার তাকে যেতে দাও, যে ফেরার সে তো ফিরবেই!
—রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ
মাসের শেষ ক'টা দিন আমার কাছে এসো না
অভাবে অভাবে আমি ভালোবাসতে ভুলে যাই!
ক্ষুধার ক্লান্তিতে মুছে যায় কবিতাপ্রবণ বিষাদ রোমান্টিসিজম
ভাবনার গভীরে যেয়ে দেখি আমি ক্ষুধার্ত বাঘ
কেবল সভ্যতার দাঁত বইছে বলে কামড় দিতে পারি না!
মাসের শেষ ক'টা দিন আমার কাছে ঘেঁষো না
চায়ের অভাবে চুমু দিতে ভুলে যাই।
-২৮.১.১৫
কাসাফাদ্দৌজা নোমান।
কিছু মুহুর্তকে অনুভব করার কথা ভাবতেই আজকাল কষ্ট হয়।এই যেমন ধরো এক মুহুর্তের জন্য আমরা পাশাপাশি বসে আছি।
_হিমু (hiimmuu)
"কিছু পুরুষ মানুষ থাকে যাদের জীবনের প্রধান লক্ষ্য মেয়েদের সাথে কথা বলা।"
—হুমায়ূন আহমেদ (কিছুক্ষণ)
আনন্দকে তীব্র করার জন্য কষ্টের প্রয়োজন আছে।
—হুমায়ূন আহমেদ
“নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়। শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ, নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়। শরীর তো ধর্ষক ও ছোঁয়।”
— নীরেন্দ্রনাথ চক্রবর্তী
বাস্তবের সব গল্পের সুন্দর সুন্দর সমাপ্তি থাকলে ভালো হয়। বাস্তবের গল্পগুলোর সমাপ্তি ভালো হয় না। রূপকথার মতো সমাপ্তি বাস্তবে হয় না।
-হিমুর দ্বিতীয় প্রহর।
‘‘ঘরেতে এল না সে তো,
মনে তার নিত্য আসা-যাওয়া...’’
___রবীন্দ্রনাথ ঠাকুর
আমি না হয় ভালবাসেই ভুল করেছি
ভুল করেছি,নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি,
কি আসে যায়?
এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা বা কষ্ট দেবে!
___হেলাল হাফিজ
আমি সেই নারীকে ভালবাসি যার অতীত আছে আর সেই পুরুষকে ভাল বাসি যার ভবিষ্যত আছে। - অস্কার ওয়াইল্ড।
বছরের পর বছর আয়নার সামনে দাড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে একসময় মানুষ নিজেকে ভালবেসে ফেলে।
পাখির ডাক হয়ে?শেষরাতে?
আমি তো জানলায় বসেই থাকি।
____জয় গোস্বামী
আঁকড়ে থেকো না কিছু। যে যাবার তাকে যেতে দাও, যে ফেরার সে তো ফিরবেই!
—রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ
মাসের শেষ ক'টা দিন আমার কাছে এসো না
অভাবে অভাবে আমি ভালোবাসতে ভুলে যাই!
ক্ষুধার ক্লান্তিতে মুছে যায় কবিতাপ্রবণ বিষাদ রোমান্টিসিজম
ভাবনার গভীরে যেয়ে দেখি আমি ক্ষুধার্ত বাঘ
কেবল সভ্যতার দাঁত বইছে বলে কামড় দিতে পারি না!
মাসের শেষ ক'টা দিন আমার কাছে ঘেঁষো না
চায়ের অভাবে চুমু দিতে ভুলে যাই।
-২৮.১.১৫
কাসাফাদ্দৌজা নোমান।
কিছু মুহুর্তকে অনুভব করার কথা ভাবতেই আজকাল কষ্ট হয়।এই যেমন ধরো এক মুহুর্তের জন্য আমরা পাশাপাশি বসে আছি।
_হিমু (hiimmuu)
"কিছু পুরুষ মানুষ থাকে যাদের জীবনের প্রধান লক্ষ্য মেয়েদের সাথে কথা বলা।"
—হুমায়ূন আহমেদ (কিছুক্ষণ)
আনন্দকে তীব্র করার জন্য কষ্টের প্রয়োজন আছে।
—হুমায়ূন আহমেদ
“নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়। শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ, নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়। শরীর তো ধর্ষক ও ছোঁয়।”
— নীরেন্দ্রনাথ চক্রবর্তী
বাস্তবের সব গল্পের সুন্দর সুন্দর সমাপ্তি থাকলে ভালো হয়। বাস্তবের গল্পগুলোর সমাপ্তি ভালো হয় না। রূপকথার মতো সমাপ্তি বাস্তবে হয় না।
-হিমুর দ্বিতীয় প্রহর।
‘‘ঘরেতে এল না সে তো,
মনে তার নিত্য আসা-যাওয়া...’’
___রবীন্দ্রনাথ ঠাকুর
আমি না হয় ভালবাসেই ভুল করেছি
ভুল করেছি,নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি,
কি আসে যায়?
এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা বা কষ্ট দেবে!
___হেলাল হাফিজ
আমি সেই নারীকে ভালবাসি যার অতীত আছে আর সেই পুরুষকে ভাল বাসি যার ভবিষ্যত আছে। - অস্কার ওয়াইল্ড।
বছরের পর বছর আয়নার সামনে দাড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে একসময় মানুষ নিজেকে ভালবেসে ফেলে।