আগামী শীতেই সে মানুষটা ফোন ওয়েটিং পেয়ে হাত কেটে ফেলবে।
এ বছর যত মানুষ ধানমন্ডি লেকে সিমেন্টের চেয়ারে বসে প্রেম করছে... রেস্তোরাঁয় বসে চুমো খাচ্ছে... দু দিন দেখা না হবার কারণে যে বাবুটা হেড ফোন লাগিয়ে ডেনভার শুনছে ; সেই মানুষ গুলোই পরের বছর সিমেন্টের চেয়ারে বসে ; একি কথা বলবে অন্য কাউকে নিয়ে।
সুপারি গাছের পাতার ফাঁক দিয়ে আঙুল বাকিয়ে যেভাবে তোমাকে তারা গুনে দিত, ঠিক সেই কাজটিই করবে অন্য কারো সাথে। যে গানটা শুনিয়ে তোমাকে কাঁদিয়ে দিত ; সেই গানটাই হাতিয়ার হিসেবে সে বার বার ব্যাবহার করবে।
যে তোমাকে ঠকাতে চাইবে তুমি যাই করো না কেন ;সে তোমাকে ঠকাবেই। এখন ব্যাপারটা তোমার হাতে। বিশ্বাস করে ঠকতে চাও নাকি অবিশ্বাস করে???
বিশ্বাস করে ঠকলে তুমি কষ্ট পাবে আর অবিশ্বাস করে ঠকলে কেবলই মনে হবে, হয়ত তাকে বিশ্বাস করলে সে এরকম বিশ্বাস ভাঙ্গত না !
এই শীতে আবেগ জড়িত কণ্ঠে 'আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না' বলা মানুষটাই দেখবে আগামী শীতে দিব্যি বেঁচে থাকবে অন্যকাউকে নিয়ে। একজীবন একসাথে থাকার পরিকল্পনা করা মানুষ গুলো শেষমেশ দুটা শীতও একসাথে থাকতে পারে না। এতটা জোর দিয়ে বলছি কেননা, পরিসংখ্যান বলছে বাংলাদেশে মাত্র ১৮ ভাগ মানুষ প্রেমে সফল হয়।
আজ যখন তুমি তার হাতের মুঠো শক্ত করে ধরে বসে থাকবে তখন আমার এই লেখা তোমার কাছে ভ্রান্ত মনে হতে পারে; এর একটা কারণ হল - যখন দুজন মানুষ চোখের দিকে তাকায়, হাতর মুঠো শক্ত করে ধরে বসে থাকে তখন কিছু হরমোন অনেক বেশি পরিমাণে নিঃসৃত হবার কারণে প্রেমিক প্রেমিকাদের হিতাহিত জ্ঞান শুন্য করে দেয়।
মানুষ যখন দূরে চলে যায় সম্পর্ক গুলোর কী হয় তখন ? মানুষ হারায়... সম্পর্কও কী হারায় ?
পৃথিবীতে কোন মানুষই আসলে হারায় না। কোথাও না কোথাও ঠিকই তো আছে; শুধু এক সময় আর খুঁজে পাওয়া যায় না !!