A Lyric Sheet From LaBiB
ছায়া হয়ে পাশে থাকতে, তুমি পাগল এই আমিটাকে, বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকই পারতে, ভালবাসাটুকু বাঁচিয়ে রাখতে, শত রঙে সাজিয়ে তাকে, আমায় নিয়ে বাঁচতে। কি ভুল ছিল আমার? কেড়ে নিয়েছো সব অধিকার? শুধু শুধুই ভালবেসেছি বৃথায় স্বপ্ন বুনেছি নিজের সাথেই লড়ে আমি নিজের কাছে হেরেছি। তুমি চাইলে ঠিকই পারতে, গড়তে সেই ছোট্ট সংসার, যার স্বপ্ন দেখিয়ে তুমি, সাজিয়েছিলে পৃথিবী আমার। তুমি চাইলে ঠিকই পারতে, জানালার পর্দা সরিয়ে, প্রভাতের ঐ মিষ্টি আলোয়, আমার ঘুম ভাঙাতে। কি ভুল ছিলো আমার? কেড়ে নিয়েছো সব অধিকার? শুধু শুধুই ভালবেসেছি, বৃথায় স্বপ্ন বুনেছি, নিজের সাথেই লড়ে আমি, নিজের কাছে হেরেছি। মুঠোফোনে বলা হাজার গল্পের ভীড়ে, যে রাতগুলো হারিয়ে যেত, তুমি চাইলেই চোখে চোখ রেখে, সেই রাতগুলো পেড়িয়ে যেত। কখনো জানালার পাশে, কখনোবা খোলা আকাশের নিচে, বসে একসাথে, হাতে হাত রেখে ঐ সন্ধ্যাতারা গুলো গোনা হত। তুমি চাইলে সবই হত। দেখো আজও দুচোখে আমার তোমার দেয়া শেষ উপহার। শুধু শুধুই ভালবেসেছি, বৃথায় স্বপ্ন বুনেছি, নিজের সাথেই লড়ে আমি, নিজের কাছে হেরেছি।