--> DU A Unit Admission Circular 2023 || ঢাবি ক বিভাগের ভর্তি সার্কুলার ২০২৩
Home DU Admission Test / DU question bank

নতুন নিয়মে ঢাবি ক (বিজ্ঞান) ইউনিটের ভর্তি তথ্য 💡|| DU A Unit Admission Circular 2023







✅ ২৭ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং ১০ মে পর্যন্ত অব্যাহত থাকবে।

✅ ২০১৭ থেকে ২০১০ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পাশকৃতরা আবেদন করতে পারবে।

✅ SSC ও HSC ভর্তি পরীক্ষার জিপিএ গড় নূণ্যতম ৮.০০ হতে হবে। এবং পৃথক ভাবে উভয় পরীক্ষায় ৩.৫ থাকতে হবে। 

✅ ১২ মে সকাল ১১ টা থেকে ১২.৩০ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

✅ পরীক্ষা হবে মোট ১২০ নম্বরের। ১০০ নম্বর হবে পরীক্ষার মাধ্যমে। এবং ২০ নম্বর জিপিএ থেকে যুক্ত হবে। 

✅ পরীক্ষায় শিক্ষার্থীদের ৬০ নম্বরের বহুনির্বাচনী ৪৫ মিনিটে এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা ৪৫ মিনিটে দিতে হবে। 

✅ প্রতিটি MCQ প্রশ্নের মান ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে। 

✅ একজন শিক্ষার্থীকে ৬ টি বিষয়ের মধ্যে ৪ টির উত্তর করতে হবে। প্রতিটি বিষয়ের প্রশ্ন মান ২৫ নম্বর। MCQ ১৫ নম্বর এবং লিখিত ১০ নম্বর। 

✅ পদার্থ ও রসায়ন এই দুইটি বিষয়ে পরীক্ষা দেওয়া আবশ্যক। এবং উচ্চতর গণিত ও জীব বিজ্ঞানের মধ্যে যেটি ৪র্থ বিষয় সেটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজী উত্তর করা যাবে। 

✅ ৬০ নম্বর MCQ এর মধ্যে ২৪ পেলে পাশ। এবং MCQ অংশে পাশ করলে লিখিত উত্তরপত্র দেখা হবে। ৪০ নম্বরের লিখিত অংশের পাশ ১২ তে। এবং মোট ১০০ নম্বরের মধ্যে ৪০ নম্বর পেলে ভর্তির জন্য বিবেচিত হবে। 

💥 মান বণ্টন 💥


🔰 বিজ্ঞানের জন্য 🔰


📌 পদার্থ - MCQ ১৫ + লিখিত ১০ = ২৫
📌 রসায়ন - MCQ ১৫ + লিখিত ১০ = ২৫
📌 উচ্চতর গণিত - MCQ ১৫ + লিখিত ১০ = ২৫
📌 জীববিজ্ঞান - MCQ ১৫ + লিখিত ১০ = ২৫
📌 বাংলা - MCQ ১৫ + লিখিত ১০ = ২৫
📌 English - MCQ ১৫ + লিখিত ১০ = ২৫

🔰 মানবিক ও ব্যবসায় শাখার জন্য 🔰


📌 বাংলা - MCQ ১৫ + লিখিত ১০ = ২৫
📌 English - MCQ ১৫ + লিখিত ১০ = ২৫
📌 ICT - MCQ ১৫ + লিখিত ১০ = ২৫
📌 গণিত / পরিসংখ্যান / অর্থনীতি / মনোবিজ্ঞান / ভূগোল ( যে কোন একটি বিষয় উত্তর করতে হবে ) - MCQ ১৫ + লিখিত ১০ = ২৫

এই হলো ঢাবির বিজ্ঞানের ইউনিট অর্থাৎ ক ইউনিটের ভর্তির পূর্ণাঙ্গ তথ্য😑

🟥 ঢাবির বিজ্ঞানের ইউনিটে প্রতি বছর হাজার হাজার মেধাবীর মধ্য থেকে চান্স পায় প্রকৃত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীরা। তোমার স্বপ্ন যদি হয় ঢাবির বিজ্ঞানের ইউনিট তবে ভর্তি প্রস্তুতি শুরু কর স্ট্রাটেজিক ওয়েতে। 

কেন চান্স পাবে না❗
কেউ কি চান্স পাচ্ছে না❗
পাচ্ছে তো। 
শুভ কামনা রইলো সবার জন্য ❤️🌹

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top