অধ্যায় - ১ রসায়নের ধারণা
অধ্যায় - ১ রসায়নের ধারণা
১. কোনটি রাসায়নি পরিবর্তন?
ক) পানি বাষ্পে পরিণত হওয়াখ) কাঁচের গ্লাস ভেঙে টুকরো হওয়াগ) লোহায় মরিচা ধরাঘ) চিনির দানাকে গুঁড়া করা২. লেবুতে কোন এসিডটি বিদ্যমান?
ক) নাইট্রিক এসিডখ) ফরমিক এসিডগ) সাইট্রিক এসিডঘ) কার্বনিক এসিড৩. লেবুতে বিদ্যমান রাসায়নিক পদার্থটি-
i. এক ধরনের জৈব এসিড
ii. ফেনোফথ্যালিনের মধ্যে বর্ণহীন
iii. জবা ফুলের রস লাল করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii৪. রসায়নের বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতির মূলনীতি কোনটির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
ক) ভূতত্ত্ববিজ্ঞানখ) পদার্থবিজ্ঞানগ) জীববিজ্ঞানঘ) রাষ্ট্রবিজ্ঞান৫. কোয়ান্টাম মেকানিকস এর সাহায্যে কোনটি করা যায়?
ক) অণুর গঠন বিশ্লেষণখ) পরমাণুর গঠন ব্যাখ্যাগ) পরমাণুর ধর্ম অধ্যয়নঘ) ইলেকট্রনের ধর্ম ব্যাখ্যা৬. প্রাচীন রসায়নবিদ্যার সূচনা হয় কোন দেশে?
ক) ভারতবর্ষখ) চীনগ) ইংল্যান্ডঘ) মিশর৭. পৃথিবীতে খনিজ জ্বালানির উপর গবেষণা প্রয়োজন, কারণ-
i. দিন দিন খনিজ জ্বালানির মজুদ কমে যাচ্ছে
ii. বিকল্প জ্বালানির ব্যবস্থা করা জরুরি
iii. বিকল্প জ্বালানির মজুদ আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৮. কোন বিজ্ঞানে ডিএনএ সম্পর্কে আলোচনা করা হয়?
ক) পদার্থবিজ্ঞানখ) সামাজিক বিজ্ঞানগ) জীববিজ্ঞানঘ) পরিবশে বিজ্ঞান৯. আমাদের চারপাশে সংঘটিত পরিবর্তনসমূহ হলো-
i. ভৌত পরিরর্তণ
ii. রাসায়নিক পরিবর্তন
iii. মিশ্র পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii১০. রসায়ন ও জীববিজ্ঞানের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে--
i. উদ্ভিদের খাদ্য উৎপাদন একটি রাসায়নিক প্রক্রিয়া
ii. জীবের দেহের জটিল অণুসমূহ রাসায়নিক বস্তু
iii. জীবের বিপাক প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার ম্যাধমে সংগটিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii১১. আজ শিল্প কারখানায় রসায়নের মাধ্যমে তৈরি সামগ্রী হচ্ছে-
i. কাগজ, কলম, কাপড়
ii. তেল, চিনি, সাবান
iii. রড, সিমেন্ট, রং
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii১২. রসায়নের সাথে সম্পর্কযুক্ত পদার্থ হলো-
i. সার
ii. পেট্রোল
iii. বস্ত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii১৩. ঘরের দরজা-জানালা বন্ধ করে কেরোসিন বাতি জ্বালানো উচিত নয় কেন?
ক) বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় বলেখ) দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বলেগ) বাতি নিভে যায় বলেঘ) বাতির সলতা পুড়ে যায়১৪. অনুসন্ধান ও গবেষণার ফলাফল কোনটি প্রদান করে?
ক) মৌলিক বিষয়ের নতুন ব্যাখ্যাখ) কোনো বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণাগ) কোনো বিষয়ের সাধারণ ব্যাখ্যাঘ) কোনো বিষয় সম্পর্কে আগাম ধারণা১৫. খনিজ জ্বালানি-
i.প্রাকৃতিক গ্যাস
ii. কয়লা
iii. পেট্রোলিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i,iiও iiখ) i ও iiiগ) iiঘ) iii১৬. দাহ্য পদার্থের সহজেই আগুন ধরতে পারে। এ পদার্থকে কোনটি থেকে দূরে রাখতে হয়?
ক) তরলখ) গ্যাসগ) ঘর্ষণঘ) প্রসারণ১৭. অক্সিজেন, নাইট্রোজেন,কার্বন, ফসফরাস ইত্যাদির সমন্বয়ে গঠিত বস্তু কোনটি?
ক) ব্রাশখ) খাবারগ) চিরুনীঘ) সার১৮. মোমে আগুন জ্বালালে এর গলন হয়- এটি কোন ধরনের পরিবর্তন?
ক) ভৌতখ) রাসায়নিকগ) জৈবিকঘ) স্থায়ী১৯. ‘গাড়ির পেট্রোল দিয়ে চলা’ কোন ধরনের পরিবর্তন?
ক) ভৌত পরিবর্তনখ) রাসায়নিক পরিবর্তনগ) ভৌত ও রাসায়নিক পরিবর্তনঘ) মিশ্র পরিবর্তন২০. কোন চিহ্নকে ট্রিফয়েল বলা হয়?
ক) বিস্ফোরিত বোমাখ) আগুনের শিখাগ) বিপজ্জনকঘ) তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন২১. পরিবেশ লেবেলকৃত পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য-
i. এরা বিশেষ করে জলজ জীবের জন্য ক্ষতিকর
ii. এগুলো নদী-নালার পানিতে মিশতে দেয়া বাঞ্ছনীয় নয়
iii. এদের ব্যবহারের পর মিশ্রণের সংগ্রহ ও পরিশোধন আবশ্যক
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii২২. ‘বিস্ফোরিত বোমা’ সাংকেতিক চিহ্ন সংবলিত পদার্থ-
i. অস্থিত
ii. নিজে নিজেই বিক্রিয়া করে
iii. ক্যান্সার সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক) iখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৩. টেক্সটাইল-ফেব্রিকস শিল্পে বিভিন্ন উপাদানের সমন্বয়ে পোশাক তৈরি করা করা হয়।
ক) কৃত্রিম তন্তুখ) প্রাকৃতিক তন্তুগ) ধাতব তন্তুঘ) লঞ্জক পদার্থ২৪. প্রাকৃতি গ্যাসের উপাদান কোনটি?
ক) মিথেনখ) ইথেনগ) প্রোপেনঘ) বিউটেন২৫. পেট্রোলের দহনে কোনটি উৎপন্ন হয়?
ক) বিদ্যুৎখ) শক্তিগ) হাইড্রোজেনঘ) অক্সিজেন২৬. কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
ক) সেলুলোজখ) স্টার্চগ) হাইড্রোকার্বনঘ) হাইড্রোজেন২৭. কোন ধরনের পদার্থ শরীরে ক্যান্সার সৃষ্টি করে?
ক) দাহ্য পদার্থখ) বিস্ফোরক পদার্থগ) তেজস্ক্রিয় পদার্থঘ) জারক পদার্থ২৮. জীবের দেহ গঠনের প্রধান জটিল অনু কোনটি?
ক) চর্বিখ) সেলুলোজগ) প্রোটিনঘ) শ্বেতসার২৯. পানীয় জলের উপাদানগুলো কী কী?
ক) হাইড্রোজেন ও কার্বনখ) হাইড্রোজেন ও নাইট্রোজেনগ) হাইড্রোজেন, অক্সিজেন ও খনিজ লবণঘ) অক্সিজেন, নাইট্রোজেন ও খনিজ লবণ৩০. পুরাতন লোহার উপর লালচে বাদমী বর্ণের আবরণ হলো-
i. মরিচা
ii. কার্বন
iii. পানিযুক্ত ফেরিক অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii৩১. ‘পরিবশে’ সাংকেতিক চিহ্ন সংবলিত পদার্থের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক) পদার্থটি জারকখ) পদার্থটি দাহ্যগ) এটি মানবদেহকে বিকলাঙ্গ করেঘ) এটি জলজ জীবের জন্য ক্ষতিকর৩২. ‘বিপজ্জনক’ সাংকেতিক চিহ্ন দ্বারা কোনটি বুঝায়?
ক) বিস্ফোরক দ্রব্যখ) মারাত্মক বিষাক্ত পদার্থগ) জারক পদার্থঘ) তেজস্ক্রিয় পদার্থ৩৩. অন্তঃনির্ভরশীলতার ক্ষেত্রে-
i. তত্ত্বীয় জ্ঞানার্জনে রসায়ন গণিতের উপর নির্ভরশীল
ii. পেট্রোলিয়ামের উৎপত্তি রসায়নের সাহায্যে করা সম্ভব
iii. ওজোনস্তর ক্ষয়কারী গ্যাসের চিহ্নিতকরণ বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii৩৪. খাবার গ্রহণে আমাদের শরীরে-
i. বিপাক প্রক্রিয়া ঘটে
ii. জৈব রাসায়নিক ক্রিয়া ঘটে
iii. দেহে তাপ উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii৩৫. রাসায়নিক সার মাটিতে কী প্রদান করে?
ক) উদ্ভিদের পুষ্টিখ) উদ্ভিদের শক্তিগ) উদ্ভিদের খাবারঘ) উদ্ভিদের তাপ৩৬. কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে কী ঘটে?
ক) ফসল ভালো হয়খ) ফসলের দ্রুত বৃদ্ধি ঘটেগ) জলাশয়ের পানি দূষিত হয়ঘ) ফসলের পোকামাকড় মারা যায়৩৭. কাঠ পোড়ালে কোনটি উৎপন্ন হয়?
ক) কার্বন ডাই অক্সাইডখ) সালফার ডাই অক্সাইডগ) ফসফরাস পেন্টাক্সাইডঘ) নাইট্রোজেন ডাই অক্সাইড৩৮. উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর তা পচন এবং অণুজীব প্রক্রিয়ায় বিভিন্ন খনিজে পরিণত হয়। কোন খনিজটি এ শ্রেণির অন্তর্ভূক্ত নয়?
ক) অক্টেনখ) বিউটেনগ) বিটুমিনাস কয়লাঘ) গ্যালেনা৩৯. জৈব পার অক্সাইড এর ধর্ম কোনটি?
ক) সুস্থিতখ) অস্থিতগ) ক্ষায়কারকঘ) দাহ্য৪০. আগুনের শিখা সাংকেতিক চিহ্ন সংবলিত পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
ক) এটি সহজেই দাহ্যখ) এটি জারক পদার্থগ) এটি গ্যাস বা তরল পদার্থঘ) এটি পরিবেশের জন্যে ক্ষতিকর৪১. মাছ সংরক্ষণে ফরমালিন ব্যবহার করা ঠিক নয়, এর কারণ কী?
ক) এটি মাছের স্বাদ নষ্ট করেখ) এটি মাছের খাদ্যমান হ্রাস করেগ) এটি মাছের পচন সৃষ্টি করেঘ) এটি মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সার সৃষ্টি করে৪২. নিঃস্বাসে গৃহীত বায়ুর কোন উপাদনটি আমাদের শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয়?
ক) অক্সিজেনখ) নাইট্রোজেনগ) কার্বন ডাই অক্সাইডঘ) আর্গন৪৩. কারখানায় উৎপাদিত সামগ্রীর মান ও গুণাগুণ বাজায় রাখার জন্য প্রয়োজন মালিক কর্মচারীদের-
i. সচেতনতা, সততা ও ন্যায়নিষ্ঠতা
ii. অপরিমিত রাসায়নিক পদার্থের ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জানা
iii. সঠিক ও নির্দিষ্ট মাত্রার রাসায়নিক দ্রব্য ব্যবহারে পারঙ্গমতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii৪৪. কার্বন ডাই অক্সাইড পরিবেশকে ক্ষতি করে-
i. গ্রিনহাউজ প্রভাব ঘটিয়ে
ii. পৃথিবীর উত্তাপ বৃদ্ধিতে সাহায্য করে
iii. ওজোন স্তর গঠনে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৫. প্লাস্টিক ব্যবহৃত হয়-
i. রান্নাঘরের বিভিন্ন সামগ্রী তৈরিতে
ii. খেলনা তৈরিতে
iii. ব্যাগ তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৬. লোহায় মরিচা ধরা এক ধরনের পদার্থের পরিবর্তন-
i. গঠিত মরিচা একটি ভঙ্গুর পদার্থ
ii. লোহার অক্সাইড নামক পদার্থ উৎপন্ন হয়
iii. জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিশুদ্ধ লোহার বিক্রিয়া সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii৪৭. আমাদের মৌলিক চাহিদা পূরণের জন্য প্রস্তুত হচ্ছে-
i. জুস, সস, কেক, বিস্কুট ইত্যাদি
ii. বিভিন্ন অ্যান্টিবায়োটিকস, ভিটামিন
iii. মশা তাড়াবার কয়েল বা অ্যারোসল
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii৪৮. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ‘X’ ধাপের গুরুত্বপূর্ণ বিষয় হলো-
i. সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সমস্যা চিহ্নিতকরণ
ii. গবেষণার ফলাফল যেন মানবকল্যাণে কাজে লাগে
iii. গবেষণার ফলাফল যেন কোনো মৌলিক বিষয়ে নতুন ব্যাখ্যা দিতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৯. নিচের কোনটি ব্যতীত সংগৃহীত খাদ্য স্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ?
ক) ফরমালিনখ) প্রিজারভেটিভসগ) রংঘ) ম্যালামাইন৫০. মাছ কোন জাতীয় খাদ্য?
ক) স্নেহখ) শ্বেতসারগ) আমিষঘ) লবণ৫১. ওজোন স্তর সম্পর্কীয় বিষয় কোনটির অন্তর্গত?
ক) জীববিজ্ঞানখ) পদার্থবিজ্ঞানগ) ভূগর্ভস্থ বিজ্ঞানঘ) বায়ুমন্ডলীয় বিজ্ঞান৫২. ফলের মধ্যে থাকে কোনটি?
ক) অজৈব এসিডখ) জৈব এসিডগ) খনিজ এসিডঘ) অজৈব যৌগ৫৩. অণুজীবের বৃদ্ধি ও জীবিত থাকার সামর্থ্যকে ব্যাহত করে কোনটি?
ক) ভিটামিনখ) অ্যান্টিবায়োটিকগ) কসমেটিকঘ) প্রিজারভেটিভস৫৪. ইলেকট্রনিক্সের বিভিন্ন ক্ষুদ্রাংশ পদার্থের কোন ধর্মকে কাজে লাগিয়ে তৈরি করা হয়?
ক) রাসায়নিকখ) জৈবিকগ) জৈবি রাসায়নিকঘ) প্রাণ রাসায়নিক৫৫. স্বল্প পরিমাণ বায়ুর উপস্থিতিতে জ্বালানি পোড়ালে উৎপন্ন হয়-
i. কার্বন ডাই অক্সাইড
ii. কার্বন মনোক্সাইড
iii. কার্বন কণা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii৫৬. কোন রাসায়নিক পদার্থের অভাবে প্রাণিদেহে স্বাভাবিক কর্মক্ষমতা ও পুষ্টিবিধান ব্যাহত হয়?
ক) শ্যাম্পুখ) ভিটামিনগ) অ্যান্টিবায়োটিকঘ) কসমেটিক৫৭. নিচের কোনটি বৃত্তের উপর আগুনের শিখা প্রদান করে?
ক) হাইড্রোজেন পার অক্সাইডখ) Naগ) CI2ঘ) H2৫৮. কোনটির ধাতব তার ইলেকট্রন প্রবাহের জন্য ব্যবহৃত হয়?
ক) লোহাখ) দস্তাগ) তামাঘ) কোবান্ট৫৯. রাসায়নিক সার জমিতে প্রয়োগ করলে-
i. উদ্ভিদের পোকামাকড় নিধন হয়
ii. উদ্ভিদ পুষ্টি পায়
iii. উদ্ভিদ পরিবর্ধিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৬০. কোন বিজ্ঞানে বিদ্যুৎ সম্পর্কে আলোচনা করা হয়?
ক) পদার্থবিজ্ঞানখ) ভূতত্ত্ব বিজ্ঞানগ) জীববিজ্ঞানঘ) পরিবেশ বিজ্ঞান৬১. কাগজ তৈরির রাসায়নিক যৌগ গঠনে কোন মৌল আবশ্যক?
ক) নাইট্রোজেনখ) সালফারগ) ফসফরাসঘ) কার্বন৬২. প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমগ্র জীবকূলের খাদ্যের যোগানদাতা কে?
ক) প্রাণীখ) উদ্ভিদগ) জুপ্লাঙ্কটনঘ) চন্দ্র৬৩. নষ্ট কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক্স এর যন্ত্রাংশ হতে তামা পুরুদ্ধার প্রয়োজন, কারণ
i. পৃথিবীতে তামার মজুদ কমে যাচ্ছে
ii. নষ্ট কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক্স পরিবেশকে ক্ষতি করে
iii. নষ্ট কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক্স এর যন্ত্রাংশের তামা উন্নত
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৬৪. কোনটি জটিল অণু?
ক) কয়লাখ) প্রাকৃতিক গ্যাসগ) প্রোটিনঘ) কেরোসিন৬৫. মারাত্মক বিষাক্ত পদার্থ নিয়ে কাজ করার সময় ব্যবহার করতে হয় কোনটি?
ক) চোখে চশমাখ) গায়ে কোটগ) মাথায় টুপিঘ) পায়ে জুতো৬৬. ব্রাশ, চিরুনি, কাগজ, কলম, প্রভৃতির রাসায়নিক পরিধি হলো-
i. এসব পণ্য প্রকৃতি থেকে সংগ্রহ করা হয়
ii. এগুলো বিভিন্ন রাসায়নিক যৌগের সমন্বয়ে গঠিত
iii. এসব পণ্য শিল্প কারখানায় রাসায়নিক ক্রিয়ার
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii৬৭. রাসায়নিক পদার্থের পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি, কেননা এতে-
i. রাসায়নিক পদার্থের ক্ষতিকারক দিক ও ঝুঁকি পরিহার করা সম্ভব
ii. পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা সম্ভব
iii. ব্যবহৃত পদার্থ থেকে ভালো লাভ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii৬৮. নিচের কোনটি সবচেয়ে বেশি ক্ষতিকর?
ক) COখ) CO2গ) O2ঘ) NH2৬৯. বায়ু দূষণ ঘটে কীভাবে?
ক) সাবান ও ডিটারজেন্টের অতিরিক্ত ব্যবহারেখ) খাবারকে আকর্ষণীয় করে তুলতে নিষিদ্ধ রং এর ব্যবহারেগ) জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন গ্যাস দ্বারাঘ) সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহৃত বিভিন্ন প্রাকৃতিক সামগ্রী দ্বারা৭০. শিল্প কারখানায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় কোনটি?
ক) প্লাস্টিকখ) অক্সিজেনগ) মরিচাঘ) আকরিক৭১. রসায়ন চর্চায় পদার্থের যে বিষয়গুলো অধ্যয়ন করা হয়, তা হলো-
i. রূপান্তর
ii. উৎপাদন
iii. সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii৭২. আমাদের খাদ্যের প্রধান উপাদান কোনটি?
ক) আমিষখ) চর্বিগ) শ্বেতসারঘ) খনিজ পদার্থ৭৩. নিঃশ্বাসে গৃহীত বায়ুতে প্রধানত কোন উপাদান বিদ্যমান থাকে?
ক) কার্বন মনোক্সাইডখ) কার্বন ডাই অক্সাইডগ) অক্সিজেনঘ) নাইট্রোজেন৭৪. বায়ুমণ্ডলে বিদ্যমান ওজোন স্তর-
i. পরিবেশে উষ্ণতা বৃদ্ধি করে
ii. সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি শোষণ করে
iii. ক্লোরোফ্লোরোকার্বন (সিএফসি) দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii৭৫. সালোকসংশ্লেষণ মূলত কী?
ক) জৈব রাসায়নিক প্রক্রিয়াখ) জৈবিক প্রক্রিয়াগ) কৃত্রিম প্রক্রিয়াঘ) অজৈব রাসায়নিক৭৬. রাসায়নিক দ্রব্য সংগ্রহ ও তা দিয়ে পরীক্ষণের পূর্বে কোনটি জানা অত্যাবশ্যক?
ক) রাসায়নিক পদার্থের মূল্যখ) রাসায়নিক পদার্থের ভৌত ধর্মগ) রাসায়নিক পদার্থের কার্যকারিতাঘ) রাসায়নিক পদার্থের সংযুক্তি৭৭. স্বাস্থ্য-ঝুঁকির সংকেত বিশিষ্ট পদার্থসমূহ-
i. শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে সংবেদনশীল
ii. ক্যান্সার সৃষ্টিকারী
iii. গ্যাসীয় পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii৭৮. মোটর সাইকেলের যন্ত্রাংশে ব্যবহৃত ধাতু আহরণের উপায় কোনটি?
ক) প্রকৃতিতে প্রাপ্ত ধাতু আকরিকের বিশুদ্ধকরণখ) ভৌত পদ্ধতিতে আকরিক থেকে বিশ্লেষণগ) আকরিক থেকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমেঘ) প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক ধাতুর বিশুদ্ধকরণ প্রক্রিয়ায়৭৯. পুরাতন সভ্যতায় রাসায়নিক প্রযুক্তি ব্যবহার করে কোন ধাতুসমূহ আহরণ করা হতো?
ক) স্বর্ণ, রৌপ্যখ) লোহা, অ্যালুমিনিয়ামগ) দস্তা, তামাঘ) সীসা, ক্যাডমিয়াম৮০. আম পাকলে হলুদ হয় কেন?
ক) হলুদ বর্ণধারী নতুন মৌল সৃষ্টি হয় বরেখ) হলুদ বর্ণধারী নতুন যৌগ সৃষ্টি হয় বলেগ) আলোর হলুদ রংঙের প্রতিসরণ ঘটে বলেঘ) আলোর হলুদ রঙের প্রতিফলন ঘটে বলে৮১. পেঁপে পেকে হলুদ বর্ণ ধারণ করে, কেননা-
i. পেঁপের মধ্যে জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়
ii. হলুদ কর্ণধারী যৌগটি একটি নতুন রাসায়নিক যৌগ
iii. পেঁপের মধ্যে অ্যাসিটিলিন উৎপন্ন হয়, যা ফল পাকাতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i,ii,ও iii৮২. পানীয় জলের উপাদনগুলো কী কী?
ক) সাগরখ) নদীগ) বৃষ্টিঘ) ভূগর্ভস্থ জলাধার৮৩. কম্পিউটার ও ইলেকট্রনীয় সামগ্রীর কাঠামো প্রস্তুতকরণ ব্যবহৃত হয় প্রধানত কোনটি?
ক) পরিমার বস্তুখ) তামাগ) স্টেইনলেস স্টিলঘ) সিলিকন৮৪. বিশুদ্ধ পানি প্রস্তুতির জন্য কী প্রয়োজন?
ক) হাইড্রোজেন ও অক্সিজেনখ) অক্সিজেন ও নাইট্রোজেনগ) হাইড্রোজেন ও নাইট্রোজেনঘ) কার্বন ও অক্সিজেন৮৫. রাসায়নিক সারের প্রধান কাজ কী?
ক) উদ্ভিদ দেহের পুষ্টি সাধনখ) জমির উর্বরতা বৃদ্ধিগ) উদ্ভিদ দেহে শক্তির উৎস সৃষ্টিঘ) উদ্ভিদের রোগজীবাণু বিনষ্টকরণ৮৬. অসাধু ব্যবসায়ীরা মাছ পচনরোধে কোনটি ব্যবহার করে?
ক) ক্যালসিয়াম কার্বাইডখ) ইথান্যালগ) বেনজিনঘ) ফরমালিন৮৭. ‘আগুনের শিখা’ সাংকেতিক চিহ্নবিশিষ্ট রাসায়নিক পদার্থের ভৌত অবস্থা-
i. গ্যাসীয়
ii. তরল
iii. কঠিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৮৮. কোন রাসায়নিক পদার্থ পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী?
ক) কার্বন মনোক্সাইডখ) কার্বন ডাই অক্সাইডগ) কার্বন কণাঘ) অ্যারোসল৮৯. কৃষিকাজে কীটনাশক ব্যবহার করা হয় কী উদ্দেশ্যে?
ক) জমির উর্বরতা বৃদ্ধির জন্যেখ) ফসলের পুষ্টির জন্যেগ) পোকামাকড়কে শস্যহানি থেকে প্রতিরোধ করার জন্যেঘ) আগাছা নির্মূলের জন্যেউদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
একটি বিকারে কিছু তরল পদার্থ আছে। এতে একটি লাল লিটমাস পেপার ফেলায় লিটমাসের বর্ণ নীল হয়ে গেল।
৯০. বিকারে কী ধরনের পদার্থ আছে?
ক) ক্ষারখ) লবণগ) এসিডঘ) জটিল অণু৯১. বিকারে এসিড দ্রবণ যোগ করলে কী উৎপন্ন হবে?
ক) CO2 গ্যাসখ) ক্ষারক ও লবণগ) লবণ ও পানিঘ) পানি ও CO2