বারডেমে কিভাবে এপ্লাই করতে হবে এইনিয়ে অনেকের মধ্যে ধোয়াশা,সব প্রশ্নের সমাধান দেয়ার চেষ্টা করবো।
*ফর্ম তুলবো কিভাবে?
১/ বারডেম হাসপাতালের নিচ তলায় ১৫ নাম্বার কাউন্টারে, একটা টোকেনে নাম,বয়স, ফোন নাম্বার লিখে + ৫০০ টাকা দিলে ফর্ম আর মানি রিসিট দিয়ে দিবে।
*ফর্ম
পূরণ করবো কিভাবে?
২/ ফর্ম বাংলায়/ইংরেজিতে পূরণ করা যাবে কিন্তু যেইখানে বাংলা এবং ইংরেজি উল্লেখ করা আছে সেখানে ওইটাই দিতে হবে এছাড়া সম্পূর্ণ ফর্ম আপনি বাংলা/ইংরেজিতে পূরণ করতে পারবেন।
*কি কি ডকুমেন্টস সংযুক্ত করতে হবে?
৩/ সব সনদ+মার্কশীট +NID+BNMC লাইসেন্স+অভিজ্ঞতা যদি থাকে+৩ কপি পাসপোর্ট ছবি+ মানি রিসিটের উপরের অংশ টুকু (সবগুলোর ফটোকপি +সত্যায়িত)
*কিভাবে জমা দিবেন?
দুইতলায় সিনিয়র স্টাফ নার্সের জন্য বক্স রাখা আছে সেখানে ফেলবেন। খামের উপরে পদের নাম, প্রেরক-আপনার নাম মোবাইল নাম্বার।
প্রাপক-মহাপরিচালক,বারডেম, ১২২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০
অথবা, আপনি পোস্ট অফিসের মাধ্যমেও জমা দিতে পারবেন।
কারো কোন প্রশ্ন থাকলে করতে পারেন।
Sushanto Roy
Staff Nurse,UHL