Intermediate HSC Admission Circular 2020 | Application Information
- Admission Year: 2020-2021
- Application Start: 09 August 2020
- Application Deadline: 20 August 2020
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ০৯/০৮/২০২০ তারিখ সকাল ৭.০০ টা হতে ২০/০৮/২০২০ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে।
আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলবে। এবার শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে না। শিক্ষার্থীরা ১০টি কলেজ পছন্দ করতে পারবেন। আবেদনের ক্রমানুসারে কলেজ নিশ্চিত করবে আন্তঃশিক্ষা বোর্ড। চলতি সপ্তাহের মধ্যেই আবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
Intermediate HSC Admission Circular 2020 | Application Process
- Application Link: http://www.xiclassadmission.gov.bd/