মন ছুঁয়ে যাওয়ার মতো রোমান্টিক ১০টি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের নাম সুপারিশ করবেন কি?
আপনি হয়তো আমার দেওয়া সবগুলো সিনেমা দেখবেন না কেননা ভাষা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় সিনেমা দেখার ক্ষেত্রে,এর জন্য আপনাকে কিছুটা খাটাখাটুনি করে বিসাব,ইসাব কিংবা হিন্দি ডাব বের করে দেখতে হবে তবে আপনি যদি সিনেমাগুলি দেখেন আশা করতেই পারি ভালো লাগবে।তো চলুন শুরু করা যাক!
Premam
জর্জ এক কলেজ ছাত্র যে প্রেমে ছ্যাকা খেয়ে নাস্তানাবুদ অতঃপর একদিন সে কলেজের এক নতুন ম্যাডামের প্রেমে পড়ে যায়!নিভিন পাউল এবং সাই পল্লবী তাদের সেরাটা দিয়েছেন এই মুভিতে, এই সিনেমাটার মাধ্যমে সাই পল্লবীর জনপ্রিয়তা বাড়তে শুরু করে।
100 Days of Love
কোন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় আপনি বাড়ি ফেরার জন্য ট্যাক্সি ডাকলেন, ট্যাক্সি আপনার সামনে থামলো দরজা খুলে প্রবেশ করতেই দেখলেন অন্য পাশ থেকে কোন এক সুন্দর রমনী আপনার আগেই প্রবেশ করে ফেলেছেল গাড়িতে।আর যা হবার কথা, ইয়ে মানে তর্ক নয় প্রেমে পড়ে যায় বালান,বালান কে নায়ের।প্রথম দিকে আপনার বিরক্ত লাগতে পারে তবে ধৈর্য ধরে দেখুন খুবই সুন্দর একটা গল্প।
Ok Kanmani
আদি এবং তারা একটি বিবাহের অনুষ্ঠানে পরিচয়,এরপর বন্ধুত্বতা, দুজনেই বিবাহে বিশ্বাস করেন না তারা লিভ টুগেদার এ থাকা শুরু করেন।দুলকার সালমান এর সিনেমা আপনি নিশ্চিন্তমনে দেখতে পারেন।
Care of Kancharapalem
চারটা গল্প একটা ফ্রেমে! আপনার যদি ভিন্ন ধরনের কাজ (সিনেমার কথা বলছি) ভালো লাগে তাহলে এই সিনেমাটা আপনার জন্যই।
96
নয়ছয় মানে উল্টাপাল্টা এমন কিছু ভাবছেন নাতো? কি জানি হতেও পারেও জানতে হলে দেখুন।
3 Moonu
দুজন স্কুল ছাত্র ছাত্রী প্রেম,ভালোবাসা অবশেষে বিয়ে,কিন্তু ছেলেটা হঠাৎ আত্মহত্যা করে নিল,কিন্তু কেন?ধানুশ অভিনীত এই ছবিটি অসাধারণ একটি ছবি।
Thanneer Mathan Dinangal
ছবিতে দেখতেই পাচ্ছেন ছেলেটা কত বিরক্তি নিয়ে চশমিস লোকটার দিকে তাকিয়ে আছে।আসলে যত নষ্টের গোড়া এই লোকটা।একটা স্কুলের গল্প, একটা না বলতে পারা ভালোবাসার গল্প।
Ohm Shanthi Oshaana
আরেকটা নিভিন পাউল এর সিনেমা। আমি তিনটে নাম বলি দুলকার সালমান,নিভিন,ভিজয় সেথুপুতি এদের সিনেমাগুলি দেখুন নিরাশ হবেন না।
Thattathin Marayathu
অন্য ধর্মীয় কারো প্রেমে পড়েছেন? আমি পরেছিলাম,মেনেও নিয়েছিল কিন্তু তারপর শুরু হলো আসল স্ট্রাগল। এটাও সেই গল্প!
Mr.Majnu & Hello
আখিল অভিনীত এই দুইটি সিনেমাই বেশ প্রশংসিত দর্শক মহলে।