আমার পছন্দ অনুযায়ী, দশটি বিখ্যাত ইংরেজি চলচ্চিত্র :
১০টা পছন্দের মুভির তালিকা বানাতে গিয়ে দুটো বেশী হয়ে গেল। অনেক চেষ্টা করেও কমাতে পারলাম না।
১। The Terminal
এক পূর্ব ইউরোপীয় টুরিস্ট তার দেশে ঝামেলা হওয়ায় পাসপোর্ট ইনভ্যালিড হয়ে যায় এবং সে এয়ারপোর্টে লম্বা সময়ের জন্য আটকে পড়ে। একটা অচেনা দেশের বিমান বন্দরে সে কিভাবে টিকে থাকে এবং সেখানে আর কি কি ঘটে যায় তার জীবনে সেটা নিয়ে এই মুভি।
২। The Life of David Gale
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আন্দোলন করা ডেভিড গেইল সহ-আন্দোলনকারীকে খুনের দায়ে নিজেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত। সে এক সাংবাদিককে ডেকে জানায় সাতদিন পর তার দণ্ড কার্যকর হবে। সে যেন প্রমাণ যোগাড় করে তাকে বাঁচায়। প্রমাণ যোগাড় করতে গিয়ে এমন কিছু বেরিয়ে আসে যেটা কেউ ভাবতেও পারে নি।
৩। American Beauty
একজন লুজার ধরণের ব্যক্তি তার মেয়ের বান্ধবীর প্রেমে পড়ে যাবার পর তার মধ্যে এক অন্যরকম পরিবর্তন আসে। সে সবাইকে বাঁশ দিতে শুরু করে। সাধারণ এক গল্পের ভিতরে লুকিয়ে আছে এক অদ্ভুত দর্শন। এই মুভিতে অভিনয় করে কেভিন স্পেসি অস্কার জিতেছিলেন।
৪। The Shawshank Redemption
একজন আইনজীবী স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিককে হত্যার দায়ে জেলে যায়। কিন্তু সে খুনটা করে নি। জেলেই কি সে বাকি জীবন পঁচে মরবে? তারপর কি ঘটে?
এটি একটি চরম হতাশার মাঝেও আশাবাদের গল্প।
এটি একটি চরম হতাশার মাঝেও আশাবাদের গল্প।
৫। Braveheart
এটি স্কটল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক উইলিয়াম ওয়ালেসের গল্প। মুভিটি দেখুন। গ্যারান্টি দিচ্ছি সাড়ে তিন ঘণ্টায় একবারও উঠতে ইচ্ছা করবে না।
৬। The Prestige
ম্যাজিক নিয়ে মুভি।
এটা নোলানের মাস্টারপিস। যেরকম গল্প, সেরকম চিত্রায়ন, সেরা কাস্টিং।
এটা নোলানের মাস্টারপিস। যেরকম গল্প, সেরকম চিত্রায়ন, সেরা কাস্টিং।
৭। The Butterfly Effect
ইভান ট্রেবর্ন এর শিশুকালের কিছু ট্রমা আছে। সে একটা উপায় খুঁজে পায় যার মাধ্যমে সে অতীত ঘটনায় ফিরে গিয়ে বর্তমানকে পরিবর্তন করতে পারে। কিন্তু প্রতিটিই তাকে দুঃখজনক পরিণতিতে নিয়ে যায়।
৮। Memento
কাহিনী কিছুই না। শুধুই মেকিং। আগে থেকেই বলে রাখি শতভাগ মনোযোগ নিয়ে দেখবেন। শর্টটার্ম মেমোরি এই সিনেমার মূল উপপাদ্য। তাই বলে আমির খানের 'গজনি'র সাথে মেলালে ভুল করবেন।
৯। L.A. Confidential
এক মুভিতে রাসেল ক্রো, কেভিন স্পেসি, গাই পিয়ার্স। বুঝতেই পারছেন মুভিটা কি জিনিস হতে পারে। ক্রাইম থ্রিলার মুভি।
১০। Gone Baby Gone
একটি শিশু অপহৃত হওয়া এবং তারপর সেটার ইনভেস্টিগেশন নিয়ে মুভি। শেষে এমন কিছু একটা হবে যেটা আপনি আশা করবেন না।
১১। Nocturnal Animals
একজনকে মুভিটা সম্পর্কে বলেছিলাম 'অন্তরে ছুরি চালানো মুভি'। প্রচণ্ড কষ্ট দেয়া গল্প। চোখে পানি আসবে না। বুকটা হাহাকার করবে।
১২। Predestination
আমার সবচেয়ে ভয়ংকর মুভির নাম সবার শেষে দিলাম। এককথায় একটি মাথায় গিট্টু লাগানো মুভি। দেখার পর মাথা ভো ভো করবে।