Notification texts go here Contact Us Buy Now!

Last View For Medical Admission

LaBiB
💥 Micro Suggestion For Medical Admission Test 💥 [All Subject]
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
👁‍🗨 অনেকেই জিজ্ঞেস করতেছো ভাইয়া, এই শেষ সময়ে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিভাবে পড়বো? বইতো অনেকবার পড়া হয়ছে। এখন কি সারা বড় পড়বো? এই কয়দিনে বই কেমনে শেষ
করবো।  নাকি কোচিং গুলির প্রশ্ন সলভ করবো শুধু।

🗨 উত্তরঃ বই ই পড়বে শুধু। তবে এখন শুধু খুব ই গুরত্বপূর্ণ অংশ ও যেগুলি তুমি ভুলে যাও অইগুলি পড়বে আর যেগুলি তুমি খুব ভালো করে পারো সেগুলি জাস্ট দেখে যাবে।

💢 আমি বলে দিচ্ছি কোন টপিক গুলি তোমাকে পড়তেই হবে। তার মানে এই না যে এগুলা পড়লেই চলবে। এই টপিকগুলি তোমার খুবই ভালো করে আত্নস্থ থাকা লাগবেই কেননা এই টপিকগুলিই সেই টপিক যেগুলি থেকে প্রায় ই মেডিকেল ভর্তি পরীক্ষায়   আসে। কোনো টপিক স্কিপ করলেও এগুলি ভালো করে পারলেও এই টপিক গুলি তোমাকে পড়তেই হবে। এগুলি স্কিপ করা যাবেনা৷ নিম্নোক্ত টপিক গুলির থেকে ৯৫% প্রশ্ন ই আসছে বিগত ১০ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায়৷
..........................................................................

📚 পদার্থবিজ্ঞান ১ম পত্র
(রেফারেন্স বইঃ আমির হোসেন)
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
❑ ভৌত জগৎ ও পরিমাপ
●প্রাকৃতিক রাশি, মাত্রা ও এসআই একক ●পরিমাপে ভুল বা ত্রুটির প্রকারভেদ (উদাহরণ) ●প্রয়োজনীয় গানিতিক সূত্রাবলি ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ ভেক্টর
●ভেক্টরের ধর্ম , স্কেলার ও ভেক্টর রাশির উদাহরণ
●নাল ভেক্টর, টর্ক, ব্যাসার্ধ ভেক্টর - (সংজ্ঞা,বৈশিষ্ট্য)
●ভেক্টর রাশির পাচটি সুত্র ●ভেক্টর যোগের সুত্র (উদাহরণ) ●স্কেলার গুনন ও ক্রস গুনন(উদাহরণ)
●ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ গতিবিদ্যা
●একমাত্রিক, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর উদাহরণ ●গতি বিষয়ক বিভিন্ন রাশির মাত্রা ও একক
●গতির সমীকরণ ●প্রক্ষেপণ গতি ●পড়ন্ত বস্তুর সুত্র
●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ নিউটনিয়ান বলবিদ্যা
● বলের প্রকারভেদ ●নিউটনের গতিসুত্র(উদাহরণ) 
●ঘুর্নন গতি সংক্রান্ত রাশিমালা ●এই অধ্যায়ের সকল একক ও মাত্রা সমীকরণ ●ঘুর্নাক্ষের অবস্থান অনুযায়ী জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধের সমীকরণ ●সংঘর্ষ প্রকারভেদের (উদাহরণ, বৈশিষ্ট্য) ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ কাজ, শক্তি ও ক্ষমতা
●স্থিতিস্থাপক বল ও অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ
●এই অধ্যায়ের সকল একক ও মাত্রা সমীকরণ ●সংরক্ষনশীল ও অসংরক্ষনশীল বল (উদাহরণ, বৈশিষ্ট্য) ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ মহাকর্ষ ও অভিকর্ষ
●গ্যালিলিওর সুত্র ●কেপলারের সুত্র ●অভিকর্ষজ ত্বরনের মান, বৈশিষ্ট্য ●মুক্তিবেগ - মান গুলি ●ভূস্থির উপগ্রহ ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ পদার্থের গাঠনিক ধর্ম
●স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা ●ইয়ং এর স্থিতিস্থাপক গুনাংক ●পয়সনের অনুপাত ●প্রবাহীর প্রকারভেদ ●সান্দ্রতা ●পৃষ্ঠটান  ●স্পর্শকোণ (মান) ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ পর্যাবৃত্তিক গতি
●স্থানিক ও কালিক পর্যায়ক্রমের উদাহরণ ●সরল ছন্দিত গতি সম্পর্কিত কয়েকটি রাশি ●সরল দোলন গতির বৈশিষ্ট্য, ব্যবহার ●সরল দোলকের সুত্রাবলি ●সেকেন্ড দোলক ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ তরঙ্গ
●তরঙ্গের বৈশিষ্ট্য , আড় তরঙ্গের বৈশিষ্ট্য , লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য ●তরঙ্গ সংক্রান্ত কয়েকটি ভৌত রাশির সঙ্গা ●তরঙ্গের তীব্রতা, বিভিন্ন বিষয়ের উপর তীব্রতার নির্ভরতা ●স্থির তরঙ্গের বৈশিষ্ট্য, স্থির তরঙ্গ সৃষ্টির শর্ত ●সুস্পন্দ ও নিস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত ●সারণি ৯.১ঃ কয়েকটি শব্দের তীব্রতা ও তীব্রতা লেভেল ●বীট এর বৈশিষ্ট্য, উৎপত্তির শর্ত, প্রয়োগ ●কয়েকটি সুরবিরামের তালিকা ●সঙ্গীতে বহু প্রচলিত শব্দ সমুহ ●টানা তাড়ে আড় কম্পনের সুত্রাবলি ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
●গ্যাসের সুত্রাবলি ●প্রমাণ তাপ ও চাপ ●গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য ●গ্যাসের গতিতত্ত্বের প্রয়োগ ●গড় মুক্ত পথের নির্ভরশীলতা ●স্বাধীনতার মাত্রা ●সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প চাপের বৈশিষ্ট্য ●শুষ্ক ও আদ্র বালব হাইগ্রোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্ভাবাস ●গ্লেইসারের রাশির মান ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন
..............…....................…....................….............

📚 পদার্থবিজ্ঞান ২য় পত্র
(রেফারেন্স বইঃ আমির হোসেন)
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
❑ তাপগতিবিদ্যা
●কয়েকটি পদার্থের তাপমাত্রার আন্তর্জাতিক স্কেলের জন্য নির্ধারিত স্থির বিন্দু ●তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সুত্রের ব্যবহার ●সমোশ্ন পরিবর্তন ●রুদ্ধতাপীয় পরিবর্তন ●এনট্রপি ●প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ স্থির তড়িৎ
●কুলম্বের সুত্র ●তড়িৎ বলরেখার ধর্ম ●সমবিভব তলের বৈশিষ্ট্য ●তড়িৎ দ্বিমেরুর উদাহরণ ●মেরুবর্তী ও অমেরুবর্তী পদার্থের উদাহরণ ●বিভিন্ন পদার্থের ডাই ইলেকট্রিক ধ্রুবক ●ধারকত্ব ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ চল তড়িৎ
●জুলের তাপীয় ক্রিয়ার সুত্র ●রোধ ও আপেক্ষিক রোধ (উদাহরণ) ●প্রাথমিক ও গৌন কোষের উদাহরণ ●বিদ্যুৎ কোষের সমবায় ●কীর্শফের সুত্রের ব্যবহার ●হুইটস্টোন ব্রীজ নীতি ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া
●ল্যাপ্লাস এর সুত্র ●বায়োট-স্যাভার্ট সুত্রের প্রয়োগ
●হল প্রভাব বা হল ক্রিয়া ●ভূ- চুম্বক সম্পর্কিত কয়েকটি রাশি ●ভূ- চুম্বকত্বের উপাদান ●প্যারা, ডায়া ও ফেরো চৌম্বক পদার্থের বৈশিষ্ট্য প উদাহরণ ●স্থায়ী ও অস্থায়ী চৌম্বকের ব্যবহার ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ তড়িৎ চৌম্বক আবেশ
●সারনী ১ ●ফ্যারাডে ও লেনজের সুত্র ●পরিবর্তী প্রবাহের গড় মান, শীর্ষ মান ও বর্গমূলীয় গড় মান ●স্বকীয় আবেশ ও পারস্পরিক আবেশের ব্যবহার ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ জ্যামিতিক আলোকবিজ্ঞান
●ফার্মাট এর নীতি ●লেন্স প্রস্তুতকারকের সুত্র ও সমীকরণ ●কতিপয় প্রয়োজনীয় সঙ্গা ●লেন্সে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার, ক্ষমতা নির্নয় ●অনুবীক্ষন ও দূরবীক্ষন যন্ত্র (গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য) ●প্রিজম ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ ভৌত আলোকবিজ্ঞান
●তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য, ছক ●ব্যাতিচার ●অপবর্তন ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
●পারমাণবিক ভর একক ●লরেঞ্জ রুপান্তর সমীকরণ
●আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব ●মৌলিক বল ●ফোটন ●এক্স রে ●আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য ●আলোক তড়িৎ নির্গমনের সুত্রাবলি ●সারনী ৮.২ - বিভিন্ন ধাতুর কার্যঅপেক্ষক ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ পরমাণুর মডেল
●বোরের স্বীকার্য ●নিউক্লিয় বলের বৈশিষ্ট্য ●তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, প্রকারভেদ, ব্যবহার, একক ●তেজস্ক্রিয় রশ্মির ধর্ম ●কতগুলো প্রয়োজনীয় রাশি ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
●সম্মুখমুখী ও বিপরীত মুখী বায়াসের বৈশিষ্ট্য ●ট্রাঞ্জিস্টর ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ জ্যোতির্বিজ্ঞান
●মৌলিক কণা(প্রকারভেদ, উদাহরণ) ●বিভিন্ন তারার ব্যাস ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন
..............…....................…....................….............

📚 রসায়ন ১ম পত্র
(রেফারেন্স বইঃ হাজারী)
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
❑ ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার 
●হ্যান্ড গ্লাভস(প্রকারভেদ, উদাহরণ) ●প্রাইমারী ও সেকেন্ডারী স্ট্যান্ডার্ড পদার্থ(বৈশিষ্ট্য, উদাহরণ) ●ক্ষতিকর বিষাক্ত বিকারকের পরিবর্তে বিকল্প উপাদান ●সেমিমাইক্রো ও মাইক্রো অ্যানাইলিটিক্যাল পদ্ধতির পার্থক্য ছক ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ গুনগত রসায়ন
● রাদারফোর্ড পরমাণুর মডেল (উপাদান) ●বোর পরমাণুর মডেল (প্রস্তাবনা)  ●কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য ●পরমাণু ও পরমাণু সমূহের মূল কণিকা সমূহ ●প্রথম ত্রিশটি মৌলের ইলেকট্রন বিন্যাস ●বিভিন্ন ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ●তড়িৎ চুম্বকীয় বর্ণালীর অঞ্চল সমূহ ●তড়িৎ চুম্বকীয় বর্ণালীর বিভিন্ন অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকুয়েন্সি, ও ব্যবহার ●চিকিৎসা ক্ষেত্রে IR রশ্মির ব্যবহার ●দ্রবনে ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম
●ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলসমূহের চারটি ব্লক (S, P, D, F)সাধারণ ধর্মাবলী ●মৌলের পর্যায়বৃত্ত ধর্ম- ইলেকট্রন আসক্তি, আয়নিকরণ শক্তি, তড়িৎ ঋণাত্বকতা এদের ছক ●সংকর অরবিটালের প্রকারভেদ ●ফাজানের নিয়ম ●বন্ডিং ও নন বন্ডিং আকর্ষণ শক্তির মাত্রাগত তুলনা ●হ্যালোজেনের অক্সোএসিড গুলোর উদাহরণ ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ রাসায়নিক পরিবর্তন
●উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য ●একবলতে মুখী ও উভমুখী বিক্রিয়ার পারস্পরিক রুপান্তর ●প্রভাবকের প্রকারভেদ, প্রভাবক সহায়ক ও প্রভাবক বিষ ● সারণি ৪.৩ঃ বানিজ্যিক শিল্পে অসমসত্ত্বীয় ও সমসত্ত্বীয় প্রভাবকের ব্যবহার ●রাসায়নিক সাম্যবস্থার শর্ত ●সারণি ৪.৫ঃ কিছু এসিডের বিয়োজন ধ্রুবক ●এসিড ও ক্ষারকের শক্তিমাত্রার নির্ভরশীলতা ●অম্লের ক্ষারকত্ব ও ক্ষারকের অম্লত্ব (উদাহরণ) ●দ্রবনের pH, pH স্কেল ●বাফার দ্রবণ ●মানুষের রক্তের pH ●কৃষি উৎপাদনে, টয়লেট্রিজ উৎপাদনে, ওষুধ সেবনে pH এর গুরুত্ব ●সারণি ৪.৬ঃ ২৫"C তাপমাত্রায় তীব্র এসিড, দুর্বল এসিড ও তীব্র ক্ষারকের প্রশমন তাপ ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ কর্মমুখী রসায়ন
●অ্যান্টিঅক্সিডেন্ট ●সারণি ৫.১ঃ খাদ্য সংরক্ষনে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ ও এদের ভূমিকা ●সাসপেনশন ও কোয়াগুলেশন ●দুধের শতকরা সংযুক্তি ●টেলকম পাউডার ও লিপস্টিক প্রস্তুতি ●গ্লাস ক্লিনার ও টয়লেট ক্লিনার প্রস্তুতি ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

..........................................................................

📚 রসায়ন ২য় পত্র
(রেফারেন্স বইঃ হাজারী )
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
❑ পরিবেশ রসায়ন
●বায়ুমন্ডলের গঠন ও উপাদান ● STP ও SATP পদ্ধতি ●বয়েল, চার্লস, গে লুসাক, অ্যাভোগাড্রোর সূত্র ●বিভিন্ন এককে R এর মান, বোল্টজম্যান ধ্রুবকের মান ●গ্রাহামের ব্যাপন সূত্র ●গ্যাসের বর্গমূল - গড় বর্গবেগ ও অন্যান্য গতিবেগ ●আদর্শ গ্যাস ●বাস্তব গ্যাসসহ অ্যামাগার পরীক্ষা ●শিল্পের গ্যাসীয় বর্জ্য ও বায়ুদূষণ ●এসিড বৃষ্টি ও এর প্রতিকার ●এসিড ক্ষারকের লুইস তত্ত্ব ●সারণি ১.১০ঃ বিশ্ব স্বাস্থ্য অনুমোদিত পানির গ্রহনযোগ্য মানদন্ড ●খাদ্য শৃঙ্খলে ভারী ধারতু ( As, Cr, Pb, Cd) যুক্ত হওয়ার কারন ও প্রভাব ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ জৈব রসায়ন
●সারণি ২.১ঃ জৈব যৌগ ও অজৈব যৌগের বৈশিষ্ট্য ●সারণি ২.২ঃ সিগমা ও পাই বন্ধনের পার্থক্য ●সারণি ২.৩ঃ ইথেন, ইথিন, ইথাইন অনুতে C এর সংকরীকরণ ও বিভিন্ন বৈশিষ্ট্য ●সারণি ২.৮ঃ কার্যকরী মূলকসমূহের অগ্রগণ্য ক্রম ●জৈব যৌগের সমানুতা ও এর প্রকারভেদ (উদাহরণ) ●অ্যারোমেটিক হাইড্রোকার্বন,বিক্রিয়া ●অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগের পার্থক্যসমূহ ●ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল এর উদাহরণ ●অ্যালডল ঘনীভবন, ক্যানিজারো, হ্যালোফরম বিক্রিয়া(শর্ত, উদাহরণ) ●Sn1, Sn2  E1, E2 বিক্রিয়া শর্ত ●বেনজিন বলয় সক্রিয়কারি ও নিষ্ক্রিয়কারী মূলকের উদাহরণ
●অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন - প্রস্তুতি ও শনাক্তকারী বিক্রিয়া ●অ্যালকোহল, ইথার, অ্যামিন, গ্লিসারিন, ফেনল - শনাক্তকারী বিক্রিয়া ●ইথানল প্রস্তুতি ●অ্যালডিহাইড ও কিটোনের শনাক্তকারী বিক্রিয়া ●জৈব যৌগে অ্যালকোহল, কার্বক্সিল মূলক  Cl, Br, I শনাক্তকরণ পরীক্ষা ●কয়েকটি কঠিন জৈব যৌগের গলনাঙ্ক ●কঠিন তরল জৈব যৌগের স্ফুটনাঙ্ক ●পলিমারের শ্রেনীবিভাগ ●প্লাস্টিসিটি ●সংযোজন ●পলিমারকরণ বিক্রিয়া ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ পরিমাণগত রসায়ন
●মোল, মোলার আয়তন ও অ্যাভোগাড্রো সংখ্যাভিত্তিক গণনা ●প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ●এসিড ক্ষার প্রশমন বিক্রিয়া ও প্রশমন বিন্দু ●জারন বিজারন বিক্রিয়া ●নির্দেশক ●HPLC ও GC ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ তড়িৎ রসায়ন
●তড়িৎ পরিবাহী ও এর প্রকারভেদ ●তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতার প্রকারভেদ ●সারণি ৪.১ঃ সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য(উদাহরণ) ●ফ্যারাডের তড়িৎ বিশ্লেষনের প্রথম সূত্র ●সারণি ৪.৩ঃ ধাতুসমূহের সক্রিয়তা সিরিজ ●জারন ও বিজারন অর্ধবিক্রিয়া ●লবণ সেতু ●কোষ বিভব ●কয়েকটি গ্যালভানিক ও ভোল্টায়িক কোষের কোষ বিভব ●তড়িৎ দ্বার ও এর প্রকারভেদ ●ইলেকট্রোলাইট ভিত্তিক ফুয়েল সেলের শ্রেনীবিভাগ ●সারণি ৪.৫ঃ আয়ন সিলেকটিভ ইলেক্ট্রোড দ্বারা পরিমাপযোগ্য আয়ন ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ অর্থনৈতিক রসায়ন
●বাংলাদেশের কয়লার মান ও ব্যবহার ●ওয়াটার গ্যাস, মিথেন গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রোডিউসার গ্যাস ●কাচ, সিমেন্ট, চামড়া - উৎপাদনের মূলনীতি ●বিভিন্ন প্রকার কাচ ●ন্যানো পার্টিক্যাল ও ন্যানো প্রযুক্তির প্রাথমিক ধারণা ●পরমাণু, অণু ও ন্যানো পার্টিক্যালের তুলনা ●শিল্পে ন্যানো পার্টিক্যালের ব্যবহার ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

..........................................................................

📚 জীববিজ্ঞান ১ম পত্র
(রেফারেন্স বইঃ আবুল হাসান)
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
❑ কোষ ও কোষের গঠন
●মাইটোকন্ড্রিয়া ●প্লাস্টিড ●সেন্ট্রিওল ●নিউক্লিয়াস
●ক্রোমোসম ●DNA, & RNA ●Transcription & Translation ●জেনেটিক কোড

❑কোষ বিভাজন
●মাইটোসিস ●মায়োসিস

❑ কোষ রসায়ন
●কার্বোহাইড্রেট,এনজাইম, প্রোটিন,  লিপিড, অ্যামাইনো এসিডে এর প্রকারভেদগুলোর (উদাহরণ)

❑ অণুজীব
●ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রকারভেদ (উদাহরণ) ●ভাইরাস ও ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, প্রকারভেদ, উপকারিতা ও অপকারিতা ●ভাইরাস ও ব্যকটেরিয়া ঘটিত রোগের নাম ●ম্যালেরিয়ার সুপ্তিকাল,জীবনচক্র

❑ শৈবাল ও ছত্রাক
●শৈবাল ও ছত্রাকের→বৈশিষ্ট্য, দৈহিক গঠন, শৈবাল ও ছত্রাকের জনন, অর্থনৈতিক গুরুত্ব ●Ulothrix ও Agaricus এর দৈহিক গঠন, ছত্রাকঘটিত রোগ ●লাইকেনের শ্রেণিবিভাগ(উদাহরণ)

❑ ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা
●ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার বৈশিষ্ট্য ●Riccia ও Pteris এর গঠন, জনন

❑ নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ
●নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য ●Cycas এর বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব ●পুষ্পপত্রবিন্যাস, অমরাবিন্যাস, ফল এর উদাহরণ ●একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য ●Malvaceae ও ●Poaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য ও প্রধান উদ্ভিদ

❑ টিস্যু ও টিস্যুতন্ত্র
●ভাজক ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য ●টিস্যুতন্ত্র, পত্ররন্ধ, ভাজক টিস্যু & ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ (উদাহরণ) ●একবীজপত্রী উদ্ভিদের মূল ও কান্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য

❑ উদ্ভিদ শারীরতত্ত্ব
●ম্যাক্রো ও মাইক্রো মৌলের নাম ●সক্রিয় ও নিষ্ক্রিয় পরিশোষন মতবাদ ●কয়েকটি প্রয়োজনীয় শব্দ  ●প্রস্বেদন প্রকারভেদ (উদাহরণ) ●পত্ররন্ধ্রের গঠন ●সালোকসংশ্লেষণ ●ফটোসিস্টেম ●ক্যালভিন চক্র  ●হ্যাচ ও স্ল্যাক চক্র ●থাইলাকয়েড ইলেক্ট্রন ট্রান্সপোর্ট চেইনের পর্যায়ক্রম ●শ্বসন

❑ উদ্ভিদ প্রজনন
●ডিম্বকের গঠন, প্রকারভেদ ●নিষেকের পর ডিম্বাশয় ও ডিম্বকের বিভিন্ন পরিবর্তন ●উদ্ভিদের স্বাভাবিক অঙ্গজ প্রজনন (উদাহরণ) ●পারথেনোজেনেসিস ও এর প্রকারের (সংজ্ঞা, উদাহরণ)

❑ উদ্ভিদ প্রজনন
●টিস্যুকালচার পদ্ধতির ধাপ, সুবিধা ●প্লাসমিড এর বৈশিষ্ট্য ও প্রকারভেদ ●জেনেটিক ইঞ্জিনিয়ারিং●ইনসুলিন ●কয়েকটি জীবের জিনোম সিকোয়েন্সিং তথ্য ●জীব প্রযুক্তির ব্যবহার

❑ জীবের পরিবেশ বিস্তার
●বাংলাদেশের উদ্ভিদ প্রজাতির সংখ্যা ●ইকোলজিক্যাল পিরামিড ●শক্তি প্রবাহ ●বাংলাদেশের বনাঞ্চল(পত্রঝরা) ●বায়োম ●প্রাণিভৌগলিক অঞ্চল(উদাহরণ) ●বাংলাদেশের বিলুপ্ত প্রায় উদ্ভিদ ●ইনসিটু ও এক্স সিটু সংরক্ষন (উদাহরণ)

..........................................................................

📚 জীববিজ্ঞান ২য় পত্র
(রেফারেন্স বইঃ গাজী আজমল)
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
❑প্রানীর বিভিন্নতা ও শ্রেনীবিন্যাস
●প্রানীজগতের প্রধান পর্বসমূহ [ Porifera,Cnidaria,Platyhelminthes,Molusca,Annelida,Arthropoda,Actinopterygii,Reptilia,Mammalia,Condricthyes] ●সিলোম ●প্রতিসাম্যতা (উদাহরণ) ●শ্রেনীবিন্যাসের নীতি [র‍্যাংকভুক্তিকরণ, নামকরণ ] ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ প্রানীর পরিচিতি
●হাইড্রার চলন ও জনন ●ঘাসফড়িং এর সংবহন পদ্ধতি ●ঘাসফড়িং এর রেচনতন্ত্র ●ঘাসফড়িং এর প্রজনন প্রক্রিয়া ও রুপান্তর ●রুই মাছের প্রজনন ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ পরিপাক ও শোষণ
●পাকস্থলীতে খাদ্য পরিপাক ●লালাগ্রন্থি ●যকৃত  ●অগ্ন্যাশয় ●গ্যাস্ট্রিকগ্রন্থি ●পরিপাকে হরমোনের ভূমিকা ●বৃহদন্ত্রের কাজ ●স্থুলতা ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ রক্ত ও সঞ্চালন
●রক্তকনিকা ●হৃৎপিন্ডের গঠন ●মানুষের রক্ত সংবহন ●পেসমেকার ●ওপেন হার্ট সার্জারি ●এনজিওপ্লাস্টি ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ শ্বসন ও শ্বাসক্রিয়া
●মানুষের শ্বসনতন্ত্র ●গ্যাসীয় পরিবহন ●সাইনুসাইটিস ●ব্যবহারিক ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑বর্জ্য ও নিষ্কাশন
●বৃক্কের গঠন ও কাজ ●নেফ্রন ●মুত্র ●বৃক্ক বিকলের প্রতিকার ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ চলন ও অঙ্গচালনা
●করোটি ●বক্ষপিঞ্জর ●বাহুর অস্থি ও নিম্নাঙ্গের অস্থি ●অস্থি ও তরুনাস্থি ●ব্যবহারিক অংশ ●পেশির প্রকারভেদ ●লিভার ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ সমন্বয় ও নিয়ন্ত্রন
●নিউরন ●মস্তিষ্ক( গঠন, অংশ ও কাজ - বিস্তারিত ও ছক) ●মানুষের করোটিক স্নায়ুর ছক ●চোখ ●কান ●হরমোনের বৈশিষ্ট্য ও কাজ ●পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, সুপ্রারেনাল গ্রন্থি ●অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাংগারহেনস ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ মানবজীবনের ধারাবিহকতা
●পুরুষ প্রজননতন্ত্র ●স্ত্রী প্রজননতন্ত্র ●রজঃচক্র ●গ্যামেটোজেনেসিস ●উওজেনেসিস ●অমরা ●ভ্রুন আবরনী ●মানবভ্রুনের পরিস্ফুটন ●তিনটি ভ্রুনীয় স্তরের পরিনতি ●প্রজননতন্ত্রের সমস্যা ●যৌনবাহিত রোগ ●নিষেক ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ মানবদেহের প্রতিরক্ষা
●মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা ●অ্যান্টিবডির প্রকারভেদ ●ভ্যাক্সিনের প্রকারভেদ ●অর্জিত প্রতিরক্ষা ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ জিনতত্ত্ব ও বিবর্তন
●জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখা
●মেন্ডেলের সুত্র ও এর ব্যতিক্রম ●লিঙ্গ নির্ধারন নীতি ●ব্লাড গ্রুপ(ছক) ●জীবন্ত জীবাশ্ম(উদাহরণ) ●ভূতাত্ত্বিক কালক্রমের ছক [রিসেন্ট,প্লিস্টোসিন,প্লিওসিন,ক্রিটেসিয়াস,জুরাসিক, ট্রায়াসিক - উপযুগ গুলির মহাযুগ + কত বছর পূর্বে+প্রধান প্রানী ] ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

❑ প্রানীর আচরন
●ট্যাক্সেস ও রিফ্লেক্স এর বৈশিষ্ট্য, প্রকারভেদ (উদাহরণ) ●প্যাভলভ এর তত্ত্ব ●রাণী ও পুরুষ মৌমাছির পার্থক্যের ছক ●অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন

💢 [বি.দ্র. আমির, হাজারী, আজমল, হাসান স্যারের বইয়ের পিছনে থাকা সকল বোর্ড এর এমসিকিউ প্রশ্ন & অনুশীলনের প্রশ্ন অবশ্যই খুব ভালো করে পড়বে ]
💥 Zoology new. Edition book Chapter MCQ Solve → https://www.facebook.com/groups/300705360808399/permalink/374228530122748/
..........................................................................

📚ইংরেজিঃ
▔▔▔▔▔▔▔
●BCS (10th - Last),
●Medical & Dental (2000 - 2018),
●Du,JnU, Ju,Ru,Ju,Cu,Ku, (2003-2018)
previous Question Solve করবে
আর সাথে নিম্নোক্ত এই টপিক গুলো খুব ভালো মতো যদি পড়তে পারো তাহলে ১৪-১৫ টি প্রশ্ন ই কমন পাবা ইনশাআল্লাহ।
●Correction
●Preposition
●Translation & proverbs
●Phrase & Idioms
●Article
●Voice
●Narration
●Parts of speech
●Synonym & Antonym.

[ এই টপিক গুলি খুব ভালো করে  পড়তেই হবে কেননা নিম্নোক্ত টপিকগুলি থেকে প্রতিবার ই মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে   - ●Correction, ●Preposition, ●Translation & proverbs, ●Parts of speech, ●Synonym & Antonym, ●Phrase & Idioms]

❑কোন বই পড়বে
📚 Apex
আর সাথে
📚Retina Digest
অথবা
📚English Bichitra

..........................................................................

📚সাধারণ জ্ঞান
▔▔▔▔▔▔▔▔▔
●BCS (10th - Last),
●Medical & Dental (2000 - 2018),
●Du,JnU, Ju,Ru,Ju,Cu,Ku, (2003-2018)
previous Question Solve করবে

আর সাথে নিম্নোক্ত টপিক গুলো খুব ভালো মতো যদি পড়তে পারো তাহলে ৯-১০ টি প্রশ্ন ই কমন পাবা ইনশাআল্লাহ।

●সাম্প্রতিক বিষয়াবলি
●খেলাধুলা
●বাংলাদেশের নদ-নদী
●বাংলাদেশের মুক্তিযুদ্ধ
●বাংলা সাহিত্য
●বাংলাদেশর প্রথম, বৃহত্তম, ক্ষুদ্রতম
●বাংলাদেশ বিখ্যাত স্থাপত্য ও ভাস্কর্য
●পুরস্কার ও সম্মাননা
●বাংলাদেশের ইতিহাস
●দিবস সমূহ
●মুক্তিযুদ্ধ

[ এই টপিক গুলি খুব ভালো করে  পড়তেই হবে কেননা নিম্নোক্ত টপিকগুলি থেকে প্রতিবার ই মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে   - ●সাম্প্রতিক বিষয়াবলি(জুন-অক্টোবর মাসের কারেন্ট এফেয়ার্স পড়বে) ●বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ●বাংলা সাহিত্য, ●পুরস্কার ও সম্মাননা, ●বাংলাদেশের ইতিহাস, ●স্থাপত্য ও ভাস্কর্য ]

❑কোন বই পড়বে
▔▔▔▔▔▔▔▔▔▔
📚রেটিনা সাধারণ জ্ঞান ডাইজেস্ট 
অথবা
📚মেডিজ্ঞান কোষ

💭 এখন আবার মনে আরেক প্রশ্ন ভাইয়া কারেন্ট এফেয়ার্স তো এত পেজ কেমনে পড়বো। এতকিছু। আরে এতকিছু পড়বে নাকি? বলে দিচ্ছি কি কি পড়বে। 

📚কারেন্ট অ্যাফেয়ার্স যেভাবে পড়বে ↓
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
• কারেন্ট অ্যাফেয়ার্স এর সাম্প্রতিক MCQ প্রশ্নাবলি থাকে প্রথমদিকের ২ পাতায় অইগুলা খুব ভালো করে পড়বে
• নেক্সট পেজ এই  সাম্প্রতিক প্রশ্নোত্তর হেডিং দেওয়া পাতা টা পড়বে
• নেক্সট পেজ এই লোকান্তরে হেডিং দেওয়া পাতা টা পড়বে
• কারেন্ট অ্যাফেয়ার্স এ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির, মেডিকেল ও ডেন্টাল প্রস্তুতির জন্য এমসিকিউ প্রশ্ন থাকে অই প্রশ্নগুলো পড়বে।
তাহলে  প্রতি কারেন্ট এফেয়ার্স এ কয় পেজ হলো?  মাত্র ৭-৮ পাতা। 
আর কিছু পড়া লাগবে না কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এগুলো পড়লেই হবে।
-------------------------------------------------------------------------
[ আর যারা এতদিন জিকে,ইংরেজি একদম কিছুই পড় নি/ ভালো করে পড় নি,  পড়লেও এখন কিছুই মাথায় নেই।  তারা এখন শুধু বিগত বছরের প্রশ্ন পড়বে।  কেননা এখন আর টপিক বিস্তারিত পড়তে গেলে তেমন মাথায় থাকবে না। 

❑ তাই তারা নিম্নোক্ত বই পড়বে ↓
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
📚 ইংরেজি→ English Bichitra
📚 সাধারণ জ্ঞান → মেডিজ্ঞান কোষ ]
-------------------------------------------------------------------------
❑যেভাবে পড়তে বললাম এভাবে যদি পড় তাহলে জিকে+ইংরেজি তে ২০ পাবা ইনশাআল্লাহ।

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

About the Author

LaBiB
Bangladesh Writter Society

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.