Notification texts go here Contact Us Buy Now!
পোস্টগুলি

সাধারণ জ্ঞান পর্ব- ১৭ | বাংলা সাহিত্য

LaBiB
Bangla literature with answers ...

� বাংলা সাহিত্য �

১. ‘কালবেলা’ নাটকটির রচয়িতা-
(ক) সাঈদ আহমেদ
(খ) তুলসী লাহিড়ী
(গ) ইব্রাহিম খলিল
(ঘ) মামুনুর রশীদ
উত্তর: ক
২. ‘নবান্ন’ নাটকটি কার লেখা?
(ক) তুলসী লাহিড়ী
(খ) ইব্রাহিম খলিল
(গ) বিজন ভট্টাচার্য
(ঘ) জিয়া হায়দার
উত্তর: গ
৩. বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক কোনটি?
(ক) ভদ্রার্জুন
(খ) কীর্তিবিলাস
(গ) ছদ্মবেশ
(ঘ) হরিশচন্দ্র ঘোষ
উত্তর: ক
৪. ‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন?
(ক) মুনীর চৌধুরী
(খ) আবদুল্লাহ আল মামুন
(গ) মামুনুর রশীদ
(ঘ) রশীদ হায়দার
উত্তর: গ
৫. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি লিখেছেন-
(ক) গিরিশচন্দ্র ঘোষ
(খ) দীনবন্ধু মিত্র
(গ) বিজন ভট্টাচার্য
(ঘ) ইব্রাহিম খলিল
উত্তর: ক
৬. বাংলাদেশে ‘সিরাজউদ্দৌলা’ নাটক কে রচনা করেছেন?
(ক) আসকার ইবনে শাইখ
(খ) সিকান্দার আবু জাফর
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(খ) দীনবন্ধু মিত্র
উত্তর: খ
৭. ‘ছেঁড়া তার’ নাটকটির রচয়িতা কে?
(ক) তুলসী লাহিড়ী
(খ) বিজন ভট্টাচার্য
(গ) ইব্রাহিম খলিল
(ঘ) মামুনুর রশীদ
উত্তর: ক
৮. বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?
(ক) মধুসূদন দত্ত
(খ) দীনবন্ধু মিত্র
(গ) রামনারায়ন তর্করত্ন
(ঘ) জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ
৯. সামাজিক নাটক কোনটি?
(ক) ডাকঘর
(খ) সধবার একাদশী
(গ) নূরজাহান
(ঘ) রাবণবধ
উত্তর: খ
১০. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
(ক) নবীন তপস্বিনী
(খ) কমলে কামিনী
(গ) বিয়ে পাগলা বুড়ো
(ঘ) সবগুলো
উত্তর: ঘ
১১. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন?
(ক) বসন্ত
(খ) কালের যাত্রা
(গ) তাসের দেশ
(ঘ) বাল্মিকী প্রতিভা
উত্তর: খ
১২. রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক নয়?
(ক) ডাকঘর
(খ) নলিনী
(গ) মুক্তধারা
(ঘ) নৌকাডুবি
উত্তর: ঘ
১৩. দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত নাটক কোনটি?
(ক) লীলাবতী
(খ) নবীন তপস্বিনী
(গ) কমলে কাহিনী
(ঘ) নীল দর্পণ
উত্তর: ঘ
১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক?
(ক) চোখের বালি
(খ) বলাকা
(গ) ঘরে-বাইরে
(ঘ) রক্তকরবী
উত্তর: ঘ
১৫. ‘কুলীন কুলসর্বস্ব’ নাটক লিখেছেন-
(ক) তারাচরণ শিকদার
(খ) রামনারায়ন তর্করত্ন
(গ) যোগেন্দ্রগুপ্ত
(ঘ) বিজন ভট্টাচার্য
উত্তর: খ
১৬. ‘এখনও ক্রীতদাস’ নাটকটির রচয়িতা কে?
(ক) কল্যান মিত্র
(খ) ‍হুমায়ুন আহমেদ
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) আব্দুল্লাহ আল মামুন
উত্তর: ঘ
১৭. ‘হাত হদাই’ নাটকটির নাট্যকার-
(ক) সৈয়দ শামসুল হক
(খ) সেলিম আল দীন
(গ) মমতাজ উদ্দিন আহমেদ
(ঘ) আব্দুল্লাহ আল মামুন
উত্তর: খ
১৮. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের প্রেক্ষাপট-
(ক) মুক্তিযুদ্ধের প্রস্তুতি
(খ) মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
(গ) মুক্তিযুদ্ধের শেষ
(ঘ) দেশ গড়া
উত্তর: ক
১৯. ‘তরঙ্গভঙ্গ’ নাটকটি লিখেছেন-
(ক) মমতাজ উদ্দিন আহমেদ
(খ) আব্দুল্লাহ আল মামুন
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর: ঘ
২০. ‘বেহুলা গীতাভিনয়’ নাটকের রচয়িতা-
(ক) মা্ইকেল মধুসূদন দত্ত
(খ) মীর মশাররফ হোসেন
(গ) শওকত ওসমান
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর: খ
২১. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
(ক) নবীন তপস্বিনী
(খ) কমলে কামিনী
(গ) বিয়ে পাগলা বুড়ো
(ঘ) সবগুলো
উত্তর: ঘ
২২. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক-
(ক) কৃষ্ণকুমারী
(খ) বসন্তকুমারী
(গ) পদ্মাবতী
(ঘ) শর্মিষ্ঠা
উত্তর: ক
২৩. ‘আনোয়ার পাশা’ নাটকটির রচয়িতা-
(ক) প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ
(খ) শওকত ওসমান
(গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
(ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: ক
২৪. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক কোনটি?
(ক) শর্মিষ্ঠা
(খ) পদ্মাবতী
(গ) কৃষ্ণকুমারী
(ঘ) মায়াকানন
উত্তর: ক
২৫. কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয়?
(ক) ঝিলিমিলি
(খ) আলেয়া
(গ) পুতুলের বিয়ে
(ঘ) ছায়ানট
উত্তর: ঘ
২৬. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
(ক) নরকে লাল গোলাপ
(খ) মায়াবী প্রহর
(গ) নিঃশব্দ যাত্রা
(ঘ) সংবাদ শেষাংশ
উত্তর: ক
২৭. সমকালীন দূর্ভিক্ষ (পঞ্চাশের মন্বন্তর) ও নিরন্নদের হাহাকারের বাস্তবচিত্র সম্বলিত নাটক-
(ক) রুপান্তর
(খ) নয়া খানদান
(গ) নেমেসিস
(ঘ) বকুলপুরের স্বাধীনতা
উত্তর: গ
২৮. মুনীর চৌধুরির অনূদিত নাটক কোনটি?
(ক) কবর
(খ) চিঠি
(গ) রক্তাক্ত প্রান্তর
(ঘ) মুখরা রমণী বশীকরণ
উত্তর: ঘ
২৯. দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক কোনটি?
(ক) সাজাহান
(খ) দূর্গাদাস
(গ) সিংহল বিজয়
(ঘ) সবগুলো
উত্তর: ঘ
৩০. মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী?
(ক) এটি বাংলা সাহিত্যের প্রতিনিধিত্বশীল মহাকাব্য
(খ) এটি প্রামাণ্য ইতিহাস সম্বলিত মহাকাব্য
(গ) এটি ঐতিহাসিক ঘটনার আবেগ-নির্ভর মর্মস্পর্শী বর্ণনা
(ঘ) এটি মুসলমানের লেখা প্রথম কবিতা সংকলন
উত্তর: গ
৩১. দৌলত কাজী অনূদিত অসমাপ্ত প্রণয়োপাখ্যান কোনটি?
(ক) সতীময়না ও লোরচন্দ্রানী
(খ) ইউসুফ জুলেখা
(গ) লাইলী মজনু
(ঘ) মধুমালতী
উত্তর: ক
৩২. রামায়নের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
(ক) দ্বিজ ভবানীদাস
(খ) কৃত্তিবাস ওঝা
(গ) দ্বিজ মধুকন্ঠ
(ঘ) চন্দ্রাবতী
উত্তর: খ
৩৩. ‘চন্দ্রাবতী’ কাব্যের রচয়িতা-
(ক) কোরেশী মাগন ঠাকুর
(খ) দৌলত কাজী
(গ) দৌলত উজির বাহরাম খান
(ঘ) আব্দুল হাকিম
উত্তর: ক
৩৪. শেখ ফয়জুল্লাহ রচিত মর্সিয়া কাব্য-
(ক) আমীর হামজা
(খ) জয়নবের চৌতিশা
(গ) মক্তুল হোসেন
(ঘ) কোনটিই নয়
উত্তর: খ
৩৫. ময়নামতি ও গোপীচন্দ্রের কাহিনী স্থান পেয়েছে-
(ক) নাথ সাহিত্যে
(খ) পুঁথি সাহিত্যে
(গ) লোকসাহিত্যে
(ঘ) কবিগানে
উত্তর: ক
৩৬. মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাওল রচিত নীতিকাব্য কোনটি?
(ক) পদ্মাবতী
(খ) সিকান্দার নামা
(গ) তোহফা
(ঘ) সপ্ত পয়কর
উত্তর: গ
৩৭. বাংলা টপ্পা গানের প্রবর্তক কে?
(ক) রামপ্রসাদ সেন
(খ) রামনিধি গুপ্ত
(গ) মুকুন্দরাম চক্রবর্তী
(ঘ) আব্দুল হাকিম
উত্তর: খ
৩৮. ‘জারি’ নামক লোকগীতি প্রচলিত আছে-
(ক) উত্তরবঙ্গে
(খ) পূর্ববঙ্গে
(গ) দক্ষিণবঙ্গে
(ঘ) পশ্চিমবঙ্গে
উত্তর: খ
৩৯. মঙ্গলকাব্যে ব্যবহৃত হয়েছে-
(ক) পয়ার ছন্দ
(খ) স্বরাক্ষরিক ছন্দ
(গ) গদ্য ছন্দ
(ঘ) পয়ার ত্রিপদী ছন্দ
উত্তর: ক
৪০. বাংলা সাহিত্যে ‘কড়চা’ নামে পরিচিত-
(ক) নাথ সাহিত্য
(খ) পুঁথি সাহিত্য
(গ) জীবনী সাহিত্য
(ঘ) মর্সিয়া সাহিত্য
উত্তর: গ
৪১. বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে?
(ক) গোবিন্দদাস
(খ) জ্ঞানদাস
(গ) চন্ডীদাস
(ঘ) বিদ্যাপতি
উত্তর: ঘ
৪২. মধ্যযুগের আদি কবি কে?
(ক) চন্ডীদাস
(খ) ভারতচন্দ্র রায় গুণাকর
(গ) দ্বিজ চন্ডীদাস
(ঘ) বড়ু চন্ডীদাস
উত্তর: ঘ
৪৩. সর্বজনস্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
(ক) চর্যাপদ
(খ) শ্রীকৃষ্ণকীর্তন
(গ) ইউসুফ-জোলেখা
(ঘ) পদ্মাবতী
উত্তর: খ
৪৪. কবিগানের শ্রেষ্ঠ রচয়িতা-
(ক) গোঁজলা গুই
(খ) হরু ঠাকুর
(গ) কালী মির্জা
(ঘ) শ্রীধর কথক
উত্তর: খ
৪৫. মৈমনসিংহ গীতিকার অন্তর্গত একটি গীতিকা-
(ক) দস্যু কেনারামের পালা
(খ) নিজাম ডাকাতের পালা
(গ) চৌধুরীর লড়াই
(ঘ) ভেলুয়া
উত্তর: ক
৪৬. ‘সই কে শুনাইল শ্যাম নামে’ পদটির রচয়িতা কে?
(ক) চণ্ডীদাস
(খ) দ্বিজ চণ্ডীদাস
(গ) জ্ঞানদাস
(ঘ) গোবিন্দ দাস
উত্তরঃ ক
৪৭. ‘কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল’- উদ্ধৃতাংশটুকু রবি ঠাকুরের কোন প্রবন্ধ থেকে নেয়া হয়েছে?
(ক) শেষের কথা
(খ) করুণা
(গ) কাবুলিওয়ালা
(ঘ) হৈমন্তী
উত্তরঃ গ
৪৮. ‘জরাসন্ধ’ কার ছদ্মনাম?
(ক) চারুচন্দ্র চক্রবর্তী
(খ) সমরেশ বসু
(গ) রাজ শেখর বসু
(ঘ) সমর সেন
উত্তরঃ ক
৪৯. প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি?
(ক) আবুল ফজল
(খ) আব্দুল হাই
(গ) কাজেম আল কুরায়েশী
(ঘ) শেখ আজিজুর রহমান
উত্তরঃ ঘ
৫০. নদের চাঁদ কোন পালাগানের চরিত্র?
(ক) দেওয়ানা মদিনা
(খ) মহুয়া
(গ) মালুয়া
(ঘ) কাজল রেখা
উত্তরঃ খ
৫১. মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি?
(ক) বিষাদ সিন্ধু
(খ) জমীদার দর্পণ
(গ) রত্নাবতী
(ঘ) গাজী মিয়ার বস্তানী
উত্তর: ঘ
৫২. ‘আবে হায়াত’ গ্রন্থের রচয়িতা-
(ক) মুহম্মদ শহীদুল্লাহ
(খ) আবদুল করিম সাহিত্য বিশারদ
(গ) আবুল মনসুর আহমদ
(ঘ) আলাউদ্দিন আল আজাদ
উত্তর: গ
৫৩. ঊনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস-
(ক) চিলেকোঠার সেপাই
(খ) খোয়াবনামা
(গ) উপমহাদেশ
(ঘ) আগুনের মেয়ে
উত্তর: ক
৫৪. ফররুখ আহমদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
(ক) নৌফেল ও হাতেম
(খ) সাত সাগরের মাঝি
(গ) সিরাজাম মুনিরা
(ঘ) হাতেম তাই
উত্তর: খ
৫৫. নজরুলের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি?
(ক) বিদ্রোহী
(খ) প্রলয়োল্লাস
(গ) রক্তাম্বরধারিণী মা
(ঘ) আগমনী
উত্তর: খ
৫৬. কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নাটক নয়?
(ক) ঝিলিমিলি
(খ) মধুমালা
(গ) আলেয়া
(ঘ) কুহেলিকা
উত্তর: ঘ
৫৭. ‘বাউণ্ডেলের আত্মকাহিনী’ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত?
(ক) ব্যাথার দান
(খ) রিক্তের বেদন
(গ) শিউলিমালা
(ঘ) কোনটিই নয়
উত্তর: খ
৫৮. কাজী নজরুল ইসলাম তাঁর কোন সাহিত্যকর্মটি বাসন্তী দেবীকে উৎসর্গ করেন?
(ক) অগ্নিবীণা
(খ) ছায়ানট
(গ) চিত্তনামা
(ঘ) সর্বহারা
উত্তর: গ
৫৯. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সনে?
(ক) ১৩০৬
(খ) ১৩০৮
(গ) ১৩০৯
(ঘ) ১৩১১
উত্তরঃ ক
৬০. নজরুলের যে গ্রন্থটি প্রথম নিষিদ্ধ করা হয়-
(ক) যুগবাণী
(খ) ভাঙ্গার গান
(গ) প্রলয়শিখা
(ঘ) বিষের বাঁশী
উত্তর: ঘ
৬১. আবদুল্লাহ আল মামুনের নাটক কোনটি?
(ক) নরকে লাল গোলাপ
(খ) সুবচন নির্বাসনে
(গ) লীলাবতী
(ঘ) মুনতাসীর ফ্যান্টাসী
উত্তর: খ
৬২. উপজাতীয়দের জীবনচিত্র ফুটিয়ে তোলা হয়েছে যে উপন্যাসটিতে-
(ক) কর্ণফুলি
(খ) তেইশ নম্বর তৈলচিত্র
(গ) ক্ষুধা ও আশা
(ঘ) শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন
উত্তর: ক
৬৩. আবু ইসহাকের ‘সূর্যদীঘল বাড়ি’ উপন্যাসটির প্রকাশকাল-
(ক) ১৯৫৩ সাল
(খ) ১৯৫৪ সাল
(গ) ১৯৫৫ সাল
(ঘ) ১৯৫৬ সাল
উত্তর: গ
৬৪. কোন নাটকটির ঘটনা, বিষয়চিন্তা, রচনাস্থান, প্রকাশস্থান, মুদ্রণালয় ও প্রথম মঞ্চায়ন সবই বাংলাদেশে?
(ক) জমিদার দর্পণ
(খ) নীল দর্পণ
(গ) কমলে কামিনী
(ঘ) নবীন তপস্বিনী
উত্তর: খ
৬৫. মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?
(ক) শরিয়তপুর
(খ) গাইবান্ধা
(গ) কুষ্টিয়া
(ঘ) জামালপুর
উত্তর: গ
৬৬. বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দে রচিত পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ কোনটি?
(ক) পদ্মাবতী
(খ) তিলোত্তমাসম্ভব
(গ) বীরাঙ্গনা
(ঘ) ব্রজাঙ্গনা
উত্তর: খ
৬৭. ‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটি কার রচনা?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) কায়কোবাদ
(ঘ) প্রমথ চৌধুরী
উত্তর: খ
৬৮. মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ কাব্যের উৎস কি?
(ক) রামায়ণ
(খ) মহাভারত
(গ) ভগবত
(ঘ) কুমারসম্ভব
উত্তর: ক
৬৯. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী পালিত হয় কবে?
(ক) ২০১১ সালে
(খ) ২০১২ সালে
(গ) ২০১৩ সালে
(ঘ) ২০১৪ সালে
উত্তর: ক
৭০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর কোন গ্রন্থটিতে প্রথম বিরাম চিহ্ন বা যতিচিহ্ন ব্যবহার করেন?
(ক) ভ্রান্তিবিলাস
(খ) সীতার বনবাস
(গ) শকুন্তলা
(ঘ) বেতাল পঞ্চবিংশতি
উত্তর: ঘ
৭১. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন?
(ক) হেমন্তবালা দেবী
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) ভিক্টোরিয়া ওকাম্পো
(ঘ) নেতাজী সুভাস চন্দ্র বসু
উত্তর: গ
৭২. কোনটি গীতিকাব্য?
(ক) বিরহবিলাপ
(খ) অশ্রুমালা
(গ) অমিয়ধারা
(ঘ) শ্মশানভস্ম
উত্তর: খ
৭৩. ‘চতুরঙ্গ’ গ্রন্থ একটি –
(ক) নাটক
(খ) উপন্যাস
(গ) ভ্রমণকাহিনী
(ঘ) কাব্য
উত্তর: খ
৭৪. অমিয় চক্রবর্তীর ‘বাংলাদেশ’ কবিতাটি কোন ছন্দে রচিত?
(ক) অক্ষরবৃত্ত
(খ) মাত্রাবৃত্ত
(গ) স্বরাক্ষরিক
(ঘ) পয়ার
উত্তর: ক
৭৫. ‘ঘরে বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো –
(ক) ব্রিটিশ ভারতের রাজনীতি
(খ) ইতিহাস
(গ) প্রেম-ভালবাসা
(ঘ) জমিদার-প্রজার কাহিনী
উত্তর: ক
৭৬. ‘শকুন্তলা উপাখ্যান’ নাটকটির রচয়িতা কে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) সিকান্দার আবু জাফর
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ খ
৭৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নিরুদ্দেশ যাত্রা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) বলাকা
(খ) সোনারতরী
(গ) চিত্রা
(ঘ) গীতাঞ্জলি
উত্তর: খ
৭৮. দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক নাটক কোনটি?
(ক) পরপারে
(খ) সীতা
(গ) বঙ্গনারী
(ঘ) তারাবাঈ
উত্তর: খ
৭৯. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন –
(ক) আগস্ট, ১৯১৩ খ্রিষ্টাব্দে
(খ) অক্টোবর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
(গ) সেপ্টেম্বর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
(ঘ) নভেম্বর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
উত্তর: ঘ
৮০. জসীমউদ্দিনের ‘আসমানী’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?
(ক) ডালিমকুমার
(খ) এক পয়সার বাঁশি
(গ) হাসু
(ঘ) রাখালী
উত্তর: খ
৮১. ‘বাংলা সাহিত্যের কথা’ গ্রন্থটি রচনা করেন –
(ক) মুহম্মদ আবদুল হাই
(খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(গ) সৈয়দ আলী আহসান
(ঘ) মুহম্মদ এনামুল হক
উত্তরঃ খ
৮২. কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ?
(ক) মুসলিম মানস ও বাংলা সাহিত্য
(খ) বঙ্গভাষা ও সাহিত্য
(গ) বাংলা গদ্যরীতির ইতিহাস
(ঘ) বাংলা সাহিত্যে গদ্য
উত্তরঃ খ
৮৩. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ হাসান আলী
(খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও ড. মুহম্মদ আব্দুল হাই
(গ) মুহম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
(ঘ) মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
উত্তরঃ ঘ
৮৪. ‘চাচা কাহিনী’ লিখেছেন –
(ক) নুরুল মোমেন
(খ) সৈয়দ মুজতবা আলী
(গ) কাজী দীন মোহাম্মদ
(ঘ) মুহম্মদ আব্দুল হাই
উত্তরঃ খ
৮৫. আবুল মনসুর আহমেদের রম্য রচনা –
(ক) টুনিমেম
(খ) ফুড কনফারেন্স
(গ) লোক রহস্য
(ঘ) বহুরুপা
উত্তরঃ খ
৮৬. নিচের কোনটি রম্যরচনা?
(ক) ধীরে বহ নীল
(খ) পঞ্চতন্ত্র
(গ) চোখের বালি
(ঘ) সাত-সাঁতার
উত্তরঃ খ
৮৭. মুহম্মদ আব্দুল হাই রচিত রম্যরচনা কোনটি?
(ক) গ্যালিভারের সফরনামা
(খ) তোষামোদ ও রাজনীতির ভাষা
(গ) আসমানী পর্দা
(ঘ) গোলকচন্দ্রের আত্মকথা
উত্তরঃ খ
৮৮. নিচের কোনটি ইব্রাহিম খাঁ’র রচনা?
(ক) জাভা যাত্রীর পথ
(খ) ইস্তাম্বুল যাত্রীর পথ
(গ) পেশোয়ার হতে তাসখন্দ
(ঘ) বন্দর থেকে বন্দর
উত্তরঃ খ
৮৯. কোন ভ্রমণকাহিনীটিতে কাবুল শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?
(ক) সাত-সাঁতার
(খ) দেশে-বিদেশে
(গ) বন্দর থেকে বন্দর
(ঘ) অন্য পৃথিবী
উত্তরঃ খ
৯০. ‘য়ুরোপ প্রবাসীর পত্র’ লিখেছেন –
(ক) সৈয়দ মুজতবা আলী
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) ইসমাঈল হোসেন সিরাজী
(ঘ) সানাউল হক
উত্তরঃ খ
৯১. ‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) মাওলানা আকরাম খাঁ
(খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(গ) মোঃ আব্দুল হাই
(ঘ) মোঃ বরকতুল্লাহ
উত্তরঃ ঘ
৯২. ‘সংস্কৃতি কথা’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) মোতাহার হোসেন চৌধুরী
(খ) গোপাল হালদার
(গ) আবুল ফজল
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ক
৯৩. কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?
(ক) ভাষার ইতিবৃত্ত
(খ) আধুনিক ভাষাতত্ত্ব
(গ) মনীষা মঞ্জুষা
(ঘ) বাংলাদেশের আঞ্চলিক ভাষা
উত্তরঃ গ
৯৪. ঊনিশ শতকের ‘মহিলা’ কাব্যের রচয়িতা কে?
(ক) সুরেন্দ্রনাথ মজুমদার
(খ) বিহারীলাল চক্রবর্তী
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ক
৯৫. মহাকাব্য কোনটি?
(ক) মহাশ্মশান
(খ) বিষাদ সিন্ধু
(গ) অনল প্রবাহ
(ঘ) রিক্তের বেদন
উত্তরঃ ক
৯৬. ‘শাহনামা’ মৌলিক গ্রন্থটি কার?
(ক) মালিক জয়সী
(খ) ফেরদৌসী
(গ) সৈয়দ হামজা
(ঘ) কাজী দৌলত উজির বাহরাম খাঁ
উত্তরঃ খ
৯৭. মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য?
(ক) মোজাম্মেল হক
(খ) হামিদ আলী
(গ) কায়কোবাদ
(ঘ) যোগীন্দ্রনাথ বসু
উত্তরঃ গ
৯৮. ‘বৈরতক’, ‘কুরুক্ষেত্র’, ‘প্রভাস’ এই ত্রয়ী মহাকাব্য কার রচনা?
(ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(খ) নবীনচন্দ্র সেন
(গ) মধুসূদন দত্ত
(ঘ) মোঃ কাজেম আল কোরেশী
উত্তরঃ খ
৯৯. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে?
(ক) মানিক বন্দ্যোপাধ্যায়
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(গ) আবু জাফর শামসুদ্দিন
(ঘ) শওকত ওসমান
উত্তরঃ ক
১০০. ‘জিবরাঈলের ডানা’ কার লেখা গল্পগ্রন্থ?
(ক) মিন্নাত আলী
(খ) শাহেদ আলী
(গ) আবু রুশদ
(ঘ) বন্দে আলী মিয়া
উত্তরঃ খ
১০১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কোনটি?
(ক) কৃষ্ণকান্তের উইল
(খ) কপালকুণ্ডলা
(গ) রাজসিংহ
(ঘ) রজনী
উত্তরঃ গ
১০২. ‘কন্যাকুমারী’ উপন্যাসটি কার লেখা?
(ক) আব্দুর রাজ্জাক
(খ) রশীদ করিম
(গ) শওকত আলী
(ঘ) মোজাম্মেল হক
উত্তরঃ ক
১০৩. ‘পাপের সন্তান’ উপন্যাসটির রচয়িতা কে?
(ক) মোতাহের হোসেন
(খ) ইসমাইল হোসেন সিরাজী
(গ) রমেশ দত্ত
(ঘ) সত্যেন সেন
উত্তরঃ ঘ
১০৪. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস-
(ক) চোখের বালি
(খ) বৌঠাকুরানীর হাট
(গ) শেষের কবিতা
(ঘ) গোরা
উত্তরঃ খ
১০৫. বাংলা উপন্যাসে মনস্তাত্বিক উপন্যাস রচনার প্রথম ও প্রধান কৃতিত্ব কার?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) মানিক বন্দোপাধ্যায়
উত্তরঃ গ
১০৬. ‘বৈকুন্ঠের উইল’ কার রচনা?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ
১০৭. ‘অরণ্য বহ্নি’ উপন্যাসটির রচয়িতা কে?
(ক) ইন্দ্রোনাথ বন্দোপাধ্যায়
(খ) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
(গ) ভূদেব মুখোপাধ্যায়
(ঘ) তারানাথ গঙ্গোপাধ্যায়
উত্তরঃ খ
১০৮. শহীদুল্লাহ কায়সার কোন সাহিত্যকর্মটির জন্য ‘আদমজি পুরস্কার’ ও ‘বাংলা একাডেমি’ পুরস্কার লাভ করেন?
(ক) রাজবন্দীর রোজনামচা
(খ) পেশোয়ার হতে তাসখন্দ
(গ) সংশপ্তক
(ঘ) সারেং বউ
উত্তরঃ ঘ
১০৯. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘লালসালু’ উপন্যাসটির রচনাকাল-
(ক) ১৯৪৩
(খ) ১৯৪৮
(গ) ১৯৫১
(ঘ) ১৯৭০
উত্তরঃ খ

About the Author

LaBiB
Bangladesh Writter Society

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.