Bangla literature with answers ...
� বাংলা সাহিত্য �
১. ‘কালবেলা’ নাটকটির রচয়িতা-
(ক) সাঈদ আহমেদ
(খ) তুলসী লাহিড়ী
(গ) ইব্রাহিম খলিল
(ঘ) মামুনুর রশীদ
উত্তর: ক
২. ‘নবান্ন’ নাটকটি কার লেখা?
(ক) তুলসী লাহিড়ী
(খ) ইব্রাহিম খলিল
(গ) বিজন ভট্টাচার্য
(ঘ) জিয়া হায়দার
উত্তর: গ
৩. বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক কোনটি?
(ক) ভদ্রার্জুন
(খ) কীর্তিবিলাস
(গ) ছদ্মবেশ
(ঘ) হরিশচন্দ্র ঘোষ
উত্তর: ক
৪. ‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন?
(ক) মুনীর চৌধুরী
(খ) আবদুল্লাহ আল মামুন
(গ) মামুনুর রশীদ
(ঘ) রশীদ হায়দার
উত্তর: গ
৫. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি লিখেছেন-
(ক) গিরিশচন্দ্র ঘোষ
(খ) দীনবন্ধু মিত্র
(গ) বিজন ভট্টাচার্য
(ঘ) ইব্রাহিম খলিল
উত্তর: ক
৬. বাংলাদেশে ‘সিরাজউদ্দৌলা’ নাটক কে রচনা করেছেন?
(ক) আসকার ইবনে শাইখ
(খ) সিকান্দার আবু জাফর
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(খ) দীনবন্ধু মিত্র
উত্তর: খ
৭. ‘ছেঁড়া তার’ নাটকটির রচয়িতা কে?
(ক) তুলসী লাহিড়ী
(খ) বিজন ভট্টাচার্য
(গ) ইব্রাহিম খলিল
(ঘ) মামুনুর রশীদ
উত্তর: ক
৮. বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?
(ক) মধুসূদন দত্ত
(খ) দীনবন্ধু মিত্র
(গ) রামনারায়ন তর্করত্ন
(ঘ) জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ
৯. সামাজিক নাটক কোনটি?
(ক) ডাকঘর
(খ) সধবার একাদশী
(গ) নূরজাহান
(ঘ) রাবণবধ
উত্তর: খ
১০. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
(ক) নবীন তপস্বিনী
(খ) কমলে কামিনী
(গ) বিয়ে পাগলা বুড়ো
(ঘ) সবগুলো
উত্তর: ঘ
১১. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন?
(ক) বসন্ত
(খ) কালের যাত্রা
(গ) তাসের দেশ
(ঘ) বাল্মিকী প্রতিভা
উত্তর: খ
১২. রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক নয়?
(ক) ডাকঘর
(খ) নলিনী
(গ) মুক্তধারা
(ঘ) নৌকাডুবি
উত্তর: ঘ
১৩. দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত নাটক কোনটি?
(ক) লীলাবতী
(খ) নবীন তপস্বিনী
(গ) কমলে কাহিনী
(ঘ) নীল দর্পণ
উত্তর: ঘ
১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক?
(ক) চোখের বালি
(খ) বলাকা
(গ) ঘরে-বাইরে
(ঘ) রক্তকরবী
উত্তর: ঘ
১৫. ‘কুলীন কুলসর্বস্ব’ নাটক লিখেছেন-
(ক) তারাচরণ শিকদার
(খ) রামনারায়ন তর্করত্ন
(গ) যোগেন্দ্রগুপ্ত
(ঘ) বিজন ভট্টাচার্য
উত্তর: খ
১৬. ‘এখনও ক্রীতদাস’ নাটকটির রচয়িতা কে?
(ক) কল্যান মিত্র
(খ) হুমায়ুন আহমেদ
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) আব্দুল্লাহ আল মামুন
উত্তর: ঘ
১৭. ‘হাত হদাই’ নাটকটির নাট্যকার-
(ক) সৈয়দ শামসুল হক
(খ) সেলিম আল দীন
(গ) মমতাজ উদ্দিন আহমেদ
(ঘ) আব্দুল্লাহ আল মামুন
উত্তর: খ
১৮. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের প্রেক্ষাপট-
(ক) মুক্তিযুদ্ধের প্রস্তুতি
(খ) মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
(গ) মুক্তিযুদ্ধের শেষ
(ঘ) দেশ গড়া
উত্তর: ক
১৯. ‘তরঙ্গভঙ্গ’ নাটকটি লিখেছেন-
(ক) মমতাজ উদ্দিন আহমেদ
(খ) আব্দুল্লাহ আল মামুন
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর: ঘ
২০. ‘বেহুলা গীতাভিনয়’ নাটকের রচয়িতা-
(ক) মা্ইকেল মধুসূদন দত্ত
(খ) মীর মশাররফ হোসেন
(গ) শওকত ওসমান
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর: খ
২১. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
(ক) নবীন তপস্বিনী
(খ) কমলে কামিনী
(গ) বিয়ে পাগলা বুড়ো
(ঘ) সবগুলো
উত্তর: ঘ
২২. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক-
(ক) কৃষ্ণকুমারী
(খ) বসন্তকুমারী
(গ) পদ্মাবতী
(ঘ) শর্মিষ্ঠা
উত্তর: ক
২৩. ‘আনোয়ার পাশা’ নাটকটির রচয়িতা-
(ক) প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ
(খ) শওকত ওসমান
(গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
(ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: ক
২৪. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক কোনটি?
(ক) শর্মিষ্ঠা
(খ) পদ্মাবতী
(গ) কৃষ্ণকুমারী
(ঘ) মায়াকানন
উত্তর: ক
২৫. কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয়?
(ক) ঝিলিমিলি
(খ) আলেয়া
(গ) পুতুলের বিয়ে
(ঘ) ছায়ানট
উত্তর: ঘ
২৬. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
(ক) নরকে লাল গোলাপ
(খ) মায়াবী প্রহর
(গ) নিঃশব্দ যাত্রা
(ঘ) সংবাদ শেষাংশ
উত্তর: ক
২৭. সমকালীন দূর্ভিক্ষ (পঞ্চাশের মন্বন্তর) ও নিরন্নদের হাহাকারের বাস্তবচিত্র সম্বলিত নাটক-
(ক) রুপান্তর
(খ) নয়া খানদান
(গ) নেমেসিস
(ঘ) বকুলপুরের স্বাধীনতা
উত্তর: গ
২৮. মুনীর চৌধুরির অনূদিত নাটক কোনটি?
(ক) কবর
(খ) চিঠি
(গ) রক্তাক্ত প্রান্তর
(ঘ) মুখরা রমণী বশীকরণ
উত্তর: ঘ
২৯. দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক কোনটি?
(ক) সাজাহান
(খ) দূর্গাদাস
(গ) সিংহল বিজয়
(ঘ) সবগুলো
উত্তর: ঘ
৩০. মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী?
(ক) এটি বাংলা সাহিত্যের প্রতিনিধিত্বশীল মহাকাব্য
(খ) এটি প্রামাণ্য ইতিহাস সম্বলিত মহাকাব্য
(গ) এটি ঐতিহাসিক ঘটনার আবেগ-নির্ভর মর্মস্পর্শী বর্ণনা
(ঘ) এটি মুসলমানের লেখা প্রথম কবিতা সংকলন
উত্তর: গ
৩১. দৌলত কাজী অনূদিত অসমাপ্ত প্রণয়োপাখ্যান কোনটি?
(ক) সতীময়না ও লোরচন্দ্রানী
(খ) ইউসুফ জুলেখা
(গ) লাইলী মজনু
(ঘ) মধুমালতী
উত্তর: ক
৩২. রামায়নের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
(ক) দ্বিজ ভবানীদাস
(খ) কৃত্তিবাস ওঝা
(গ) দ্বিজ মধুকন্ঠ
(ঘ) চন্দ্রাবতী
উত্তর: খ
৩৩. ‘চন্দ্রাবতী’ কাব্যের রচয়িতা-
(ক) কোরেশী মাগন ঠাকুর
(খ) দৌলত কাজী
(গ) দৌলত উজির বাহরাম খান
(ঘ) আব্দুল হাকিম
উত্তর: ক
৩৪. শেখ ফয়জুল্লাহ রচিত মর্সিয়া কাব্য-
(ক) আমীর হামজা
(খ) জয়নবের চৌতিশা
(গ) মক্তুল হোসেন
(ঘ) কোনটিই নয়
উত্তর: খ
৩৫. ময়নামতি ও গোপীচন্দ্রের কাহিনী স্থান পেয়েছে-
(ক) নাথ সাহিত্যে
(খ) পুঁথি সাহিত্যে
(গ) লোকসাহিত্যে
(ঘ) কবিগানে
উত্তর: ক
৩৬. মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাওল রচিত নীতিকাব্য কোনটি?
(ক) পদ্মাবতী
(খ) সিকান্দার নামা
(গ) তোহফা
(ঘ) সপ্ত পয়কর
উত্তর: গ
৩৭. বাংলা টপ্পা গানের প্রবর্তক কে?
(ক) রামপ্রসাদ সেন
(খ) রামনিধি গুপ্ত
(গ) মুকুন্দরাম চক্রবর্তী
(ঘ) আব্দুল হাকিম
উত্তর: খ
৩৮. ‘জারি’ নামক লোকগীতি প্রচলিত আছে-
(ক) উত্তরবঙ্গে
(খ) পূর্ববঙ্গে
(গ) দক্ষিণবঙ্গে
(ঘ) পশ্চিমবঙ্গে
উত্তর: খ
৩৯. মঙ্গলকাব্যে ব্যবহৃত হয়েছে-
(ক) পয়ার ছন্দ
(খ) স্বরাক্ষরিক ছন্দ
(গ) গদ্য ছন্দ
(ঘ) পয়ার ত্রিপদী ছন্দ
উত্তর: ক
৪০. বাংলা সাহিত্যে ‘কড়চা’ নামে পরিচিত-
(ক) নাথ সাহিত্য
(খ) পুঁথি সাহিত্য
(গ) জীবনী সাহিত্য
(ঘ) মর্সিয়া সাহিত্য
উত্তর: গ
৪১. বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে?
(ক) গোবিন্দদাস
(খ) জ্ঞানদাস
(গ) চন্ডীদাস
(ঘ) বিদ্যাপতি
উত্তর: ঘ
৪২. মধ্যযুগের আদি কবি কে?
(ক) চন্ডীদাস
(খ) ভারতচন্দ্র রায় গুণাকর
(গ) দ্বিজ চন্ডীদাস
(ঘ) বড়ু চন্ডীদাস
উত্তর: ঘ
৪৩. সর্বজনস্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
(ক) চর্যাপদ
(খ) শ্রীকৃষ্ণকীর্তন
(গ) ইউসুফ-জোলেখা
(ঘ) পদ্মাবতী
উত্তর: খ
৪৪. কবিগানের শ্রেষ্ঠ রচয়িতা-
(ক) গোঁজলা গুই
(খ) হরু ঠাকুর
(গ) কালী মির্জা
(ঘ) শ্রীধর কথক
উত্তর: খ
৪৫. মৈমনসিংহ গীতিকার অন্তর্গত একটি গীতিকা-
(ক) দস্যু কেনারামের পালা
(খ) নিজাম ডাকাতের পালা
(গ) চৌধুরীর লড়াই
(ঘ) ভেলুয়া
উত্তর: ক
৪৬. ‘সই কে শুনাইল শ্যাম নামে’ পদটির রচয়িতা কে?
(ক) চণ্ডীদাস
(খ) দ্বিজ চণ্ডীদাস
(গ) জ্ঞানদাস
(ঘ) গোবিন্দ দাস
উত্তরঃ ক
৪৭. ‘কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল’- উদ্ধৃতাংশটুকু রবি ঠাকুরের কোন প্রবন্ধ থেকে নেয়া হয়েছে?
(ক) শেষের কথা
(খ) করুণা
(গ) কাবুলিওয়ালা
(ঘ) হৈমন্তী
উত্তরঃ গ
৪৮. ‘জরাসন্ধ’ কার ছদ্মনাম?
(ক) চারুচন্দ্র চক্রবর্তী
(খ) সমরেশ বসু
(গ) রাজ শেখর বসু
(ঘ) সমর সেন
উত্তরঃ ক
৪৯. প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি?
(ক) আবুল ফজল
(খ) আব্দুল হাই
(গ) কাজেম আল কুরায়েশী
(ঘ) শেখ আজিজুর রহমান
উত্তরঃ ঘ
৫০. নদের চাঁদ কোন পালাগানের চরিত্র?
(ক) দেওয়ানা মদিনা
(খ) মহুয়া
(গ) মালুয়া
(ঘ) কাজল রেখা
উত্তরঃ খ
৫১. মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি?
(ক) বিষাদ সিন্ধু
(খ) জমীদার দর্পণ
(গ) রত্নাবতী
(ঘ) গাজী মিয়ার বস্তানী
উত্তর: ঘ
৫২. ‘আবে হায়াত’ গ্রন্থের রচয়িতা-
(ক) মুহম্মদ শহীদুল্লাহ
(খ) আবদুল করিম সাহিত্য বিশারদ
(গ) আবুল মনসুর আহমদ
(ঘ) আলাউদ্দিন আল আজাদ
উত্তর: গ
৫৩. ঊনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস-
(ক) চিলেকোঠার সেপাই
(খ) খোয়াবনামা
(গ) উপমহাদেশ
(ঘ) আগুনের মেয়ে
উত্তর: ক
৫৪. ফররুখ আহমদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
(ক) নৌফেল ও হাতেম
(খ) সাত সাগরের মাঝি
(গ) সিরাজাম মুনিরা
(ঘ) হাতেম তাই
উত্তর: খ
৫৫. নজরুলের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি?
(ক) বিদ্রোহী
(খ) প্রলয়োল্লাস
(গ) রক্তাম্বরধারিণী মা
(ঘ) আগমনী
উত্তর: খ
৫৬. কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নাটক নয়?
(ক) ঝিলিমিলি
(খ) মধুমালা
(গ) আলেয়া
(ঘ) কুহেলিকা
উত্তর: ঘ
৫৭. ‘বাউণ্ডেলের আত্মকাহিনী’ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত?
(ক) ব্যাথার দান
(খ) রিক্তের বেদন
(গ) শিউলিমালা
(ঘ) কোনটিই নয়
উত্তর: খ
৫৮. কাজী নজরুল ইসলাম তাঁর কোন সাহিত্যকর্মটি বাসন্তী দেবীকে উৎসর্গ করেন?
(ক) অগ্নিবীণা
(খ) ছায়ানট
(গ) চিত্তনামা
(ঘ) সর্বহারা
উত্তর: গ
৫৯. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সনে?
(ক) ১৩০৬
(খ) ১৩০৮
(গ) ১৩০৯
(ঘ) ১৩১১
উত্তরঃ ক
৬০. নজরুলের যে গ্রন্থটি প্রথম নিষিদ্ধ করা হয়-
(ক) যুগবাণী
(খ) ভাঙ্গার গান
(গ) প্রলয়শিখা
(ঘ) বিষের বাঁশী
উত্তর: ঘ
৬১. আবদুল্লাহ আল মামুনের নাটক কোনটি?
(ক) নরকে লাল গোলাপ
(খ) সুবচন নির্বাসনে
(গ) লীলাবতী
(ঘ) মুনতাসীর ফ্যান্টাসী
উত্তর: খ
৬২. উপজাতীয়দের জীবনচিত্র ফুটিয়ে তোলা হয়েছে যে উপন্যাসটিতে-
(ক) কর্ণফুলি
(খ) তেইশ নম্বর তৈলচিত্র
(গ) ক্ষুধা ও আশা
(ঘ) শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন
উত্তর: ক
৬৩. আবু ইসহাকের ‘সূর্যদীঘল বাড়ি’ উপন্যাসটির প্রকাশকাল-
(ক) ১৯৫৩ সাল
(খ) ১৯৫৪ সাল
(গ) ১৯৫৫ সাল
(ঘ) ১৯৫৬ সাল
উত্তর: গ
৬৪. কোন নাটকটির ঘটনা, বিষয়চিন্তা, রচনাস্থান, প্রকাশস্থান, মুদ্রণালয় ও প্রথম মঞ্চায়ন সবই বাংলাদেশে?
(ক) জমিদার দর্পণ
(খ) নীল দর্পণ
(গ) কমলে কামিনী
(ঘ) নবীন তপস্বিনী
উত্তর: খ
৬৫. মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?
(ক) শরিয়তপুর
(খ) গাইবান্ধা
(গ) কুষ্টিয়া
(ঘ) জামালপুর
উত্তর: গ
৬৬. বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দে রচিত পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ কোনটি?
(ক) পদ্মাবতী
(খ) তিলোত্তমাসম্ভব
(গ) বীরাঙ্গনা
(ঘ) ব্রজাঙ্গনা
উত্তর: খ
৬৭. ‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটি কার রচনা?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) কায়কোবাদ
(ঘ) প্রমথ চৌধুরী
উত্তর: খ
৬৮. মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ কাব্যের উৎস কি?
(ক) রামায়ণ
(খ) মহাভারত
(গ) ভগবত
(ঘ) কুমারসম্ভব
উত্তর: ক
৬৯. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী পালিত হয় কবে?
(ক) ২০১১ সালে
(খ) ২০১২ সালে
(গ) ২০১৩ সালে
(ঘ) ২০১৪ সালে
উত্তর: ক
৭০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর কোন গ্রন্থটিতে প্রথম বিরাম চিহ্ন বা যতিচিহ্ন ব্যবহার করেন?
(ক) ভ্রান্তিবিলাস
(খ) সীতার বনবাস
(গ) শকুন্তলা
(ঘ) বেতাল পঞ্চবিংশতি
উত্তর: ঘ
৭১. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন?
(ক) হেমন্তবালা দেবী
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) ভিক্টোরিয়া ওকাম্পো
(ঘ) নেতাজী সুভাস চন্দ্র বসু
উত্তর: গ
৭২. কোনটি গীতিকাব্য?
(ক) বিরহবিলাপ
(খ) অশ্রুমালা
(গ) অমিয়ধারা
(ঘ) শ্মশানভস্ম
উত্তর: খ
৭৩. ‘চতুরঙ্গ’ গ্রন্থ একটি –
(ক) নাটক
(খ) উপন্যাস
(গ) ভ্রমণকাহিনী
(ঘ) কাব্য
উত্তর: খ
৭৪. অমিয় চক্রবর্তীর ‘বাংলাদেশ’ কবিতাটি কোন ছন্দে রচিত?
(ক) অক্ষরবৃত্ত
(খ) মাত্রাবৃত্ত
(গ) স্বরাক্ষরিক
(ঘ) পয়ার
উত্তর: ক
৭৫. ‘ঘরে বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো –
(ক) ব্রিটিশ ভারতের রাজনীতি
(খ) ইতিহাস
(গ) প্রেম-ভালবাসা
(ঘ) জমিদার-প্রজার কাহিনী
উত্তর: ক
৭৬. ‘শকুন্তলা উপাখ্যান’ নাটকটির রচয়িতা কে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) সিকান্দার আবু জাফর
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ খ
৭৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নিরুদ্দেশ যাত্রা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) বলাকা
(খ) সোনারতরী
(গ) চিত্রা
(ঘ) গীতাঞ্জলি
উত্তর: খ
৭৮. দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক নাটক কোনটি?
(ক) পরপারে
(খ) সীতা
(গ) বঙ্গনারী
(ঘ) তারাবাঈ
উত্তর: খ
৭৯. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন –
(ক) আগস্ট, ১৯১৩ খ্রিষ্টাব্দে
(খ) অক্টোবর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
(গ) সেপ্টেম্বর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
(ঘ) নভেম্বর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
উত্তর: ঘ
৮০. জসীমউদ্দিনের ‘আসমানী’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?
(ক) ডালিমকুমার
(খ) এক পয়সার বাঁশি
(গ) হাসু
(ঘ) রাখালী
উত্তর: খ
৮১. ‘বাংলা সাহিত্যের কথা’ গ্রন্থটি রচনা করেন –
(ক) মুহম্মদ আবদুল হাই
(খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(গ) সৈয়দ আলী আহসান
(ঘ) মুহম্মদ এনামুল হক
উত্তরঃ খ
৮২. কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ?
(ক) মুসলিম মানস ও বাংলা সাহিত্য
(খ) বঙ্গভাষা ও সাহিত্য
(গ) বাংলা গদ্যরীতির ইতিহাস
(ঘ) বাংলা সাহিত্যে গদ্য
উত্তরঃ খ
৮৩. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ হাসান আলী
(খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও ড. মুহম্মদ আব্দুল হাই
(গ) মুহম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
(ঘ) মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
উত্তরঃ ঘ
৮৪. ‘চাচা কাহিনী’ লিখেছেন –
(ক) নুরুল মোমেন
(খ) সৈয়দ মুজতবা আলী
(গ) কাজী দীন মোহাম্মদ
(ঘ) মুহম্মদ আব্দুল হাই
উত্তরঃ খ
৮৫. আবুল মনসুর আহমেদের রম্য রচনা –
(ক) টুনিমেম
(খ) ফুড কনফারেন্স
(গ) লোক রহস্য
(ঘ) বহুরুপা
উত্তরঃ খ
৮৬. নিচের কোনটি রম্যরচনা?
(ক) ধীরে বহ নীল
(খ) পঞ্চতন্ত্র
(গ) চোখের বালি
(ঘ) সাত-সাঁতার
উত্তরঃ খ
৮৭. মুহম্মদ আব্দুল হাই রচিত রম্যরচনা কোনটি?
(ক) গ্যালিভারের সফরনামা
(খ) তোষামোদ ও রাজনীতির ভাষা
(গ) আসমানী পর্দা
(ঘ) গোলকচন্দ্রের আত্মকথা
উত্তরঃ খ
৮৮. নিচের কোনটি ইব্রাহিম খাঁ’র রচনা?
(ক) জাভা যাত্রীর পথ
(খ) ইস্তাম্বুল যাত্রীর পথ
(গ) পেশোয়ার হতে তাসখন্দ
(ঘ) বন্দর থেকে বন্দর
উত্তরঃ খ
৮৯. কোন ভ্রমণকাহিনীটিতে কাবুল শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?
(ক) সাত-সাঁতার
(খ) দেশে-বিদেশে
(গ) বন্দর থেকে বন্দর
(ঘ) অন্য পৃথিবী
উত্তরঃ খ
৯০. ‘য়ুরোপ প্রবাসীর পত্র’ লিখেছেন –
(ক) সৈয়দ মুজতবা আলী
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) ইসমাঈল হোসেন সিরাজী
(ঘ) সানাউল হক
উত্তরঃ খ
৯১. ‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) মাওলানা আকরাম খাঁ
(খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(গ) মোঃ আব্দুল হাই
(ঘ) মোঃ বরকতুল্লাহ
উত্তরঃ ঘ
৯২. ‘সংস্কৃতি কথা’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) মোতাহার হোসেন চৌধুরী
(খ) গোপাল হালদার
(গ) আবুল ফজল
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ক
৯৩. কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?
(ক) ভাষার ইতিবৃত্ত
(খ) আধুনিক ভাষাতত্ত্ব
(গ) মনীষা মঞ্জুষা
(ঘ) বাংলাদেশের আঞ্চলিক ভাষা
উত্তরঃ গ
৯৪. ঊনিশ শতকের ‘মহিলা’ কাব্যের রচয়িতা কে?
(ক) সুরেন্দ্রনাথ মজুমদার
(খ) বিহারীলাল চক্রবর্তী
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ক
৯৫. মহাকাব্য কোনটি?
(ক) মহাশ্মশান
(খ) বিষাদ সিন্ধু
(গ) অনল প্রবাহ
(ঘ) রিক্তের বেদন
উত্তরঃ ক
৯৬. ‘শাহনামা’ মৌলিক গ্রন্থটি কার?
(ক) মালিক জয়সী
(খ) ফেরদৌসী
(গ) সৈয়দ হামজা
(ঘ) কাজী দৌলত উজির বাহরাম খাঁ
উত্তরঃ খ
৯৭. মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য?
(ক) মোজাম্মেল হক
(খ) হামিদ আলী
(গ) কায়কোবাদ
(ঘ) যোগীন্দ্রনাথ বসু
উত্তরঃ গ
৯৮. ‘বৈরতক’, ‘কুরুক্ষেত্র’, ‘প্রভাস’ এই ত্রয়ী মহাকাব্য কার রচনা?
(ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(খ) নবীনচন্দ্র সেন
(গ) মধুসূদন দত্ত
(ঘ) মোঃ কাজেম আল কোরেশী
উত্তরঃ খ
৯৯. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে?
(ক) মানিক বন্দ্যোপাধ্যায়
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(গ) আবু জাফর শামসুদ্দিন
(ঘ) শওকত ওসমান
উত্তরঃ ক
১০০. ‘জিবরাঈলের ডানা’ কার লেখা গল্পগ্রন্থ?
(ক) মিন্নাত আলী
(খ) শাহেদ আলী
(গ) আবু রুশদ
(ঘ) বন্দে আলী মিয়া
উত্তরঃ খ
১০১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কোনটি?
(ক) কৃষ্ণকান্তের উইল
(খ) কপালকুণ্ডলা
(গ) রাজসিংহ
(ঘ) রজনী
উত্তরঃ গ
১০২. ‘কন্যাকুমারী’ উপন্যাসটি কার লেখা?
(ক) আব্দুর রাজ্জাক
(খ) রশীদ করিম
(গ) শওকত আলী
(ঘ) মোজাম্মেল হক
উত্তরঃ ক
১০৩. ‘পাপের সন্তান’ উপন্যাসটির রচয়িতা কে?
(ক) মোতাহের হোসেন
(খ) ইসমাইল হোসেন সিরাজী
(গ) রমেশ দত্ত
(ঘ) সত্যেন সেন
উত্তরঃ ঘ
১০৪. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস-
(ক) চোখের বালি
(খ) বৌঠাকুরানীর হাট
(গ) শেষের কবিতা
(ঘ) গোরা
উত্তরঃ খ
১০৫. বাংলা উপন্যাসে মনস্তাত্বিক উপন্যাস রচনার প্রথম ও প্রধান কৃতিত্ব কার?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) মানিক বন্দোপাধ্যায়
উত্তরঃ গ
১০৬. ‘বৈকুন্ঠের উইল’ কার রচনা?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ
১০৭. ‘অরণ্য বহ্নি’ উপন্যাসটির রচয়িতা কে?
(ক) ইন্দ্রোনাথ বন্দোপাধ্যায়
(খ) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
(গ) ভূদেব মুখোপাধ্যায়
(ঘ) তারানাথ গঙ্গোপাধ্যায়
উত্তরঃ খ
১০৮. শহীদুল্লাহ কায়সার কোন সাহিত্যকর্মটির জন্য ‘আদমজি পুরস্কার’ ও ‘বাংলা একাডেমি’ পুরস্কার লাভ করেন?
(ক) রাজবন্দীর রোজনামচা
(খ) পেশোয়ার হতে তাসখন্দ
(গ) সংশপ্তক
(ঘ) সারেং বউ
উত্তরঃ ঘ
১০৯. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘লালসালু’ উপন্যাসটির রচনাকাল-
(ক) ১৯৪৩
(খ) ১৯৪৮
(গ) ১৯৫১
(ঘ) ১৯৭০
উত্তরঃ খ
� বাংলা সাহিত্য �
১. ‘কালবেলা’ নাটকটির রচয়িতা-
(ক) সাঈদ আহমেদ
(খ) তুলসী লাহিড়ী
(গ) ইব্রাহিম খলিল
(ঘ) মামুনুর রশীদ
উত্তর: ক
২. ‘নবান্ন’ নাটকটি কার লেখা?
(ক) তুলসী লাহিড়ী
(খ) ইব্রাহিম খলিল
(গ) বিজন ভট্টাচার্য
(ঘ) জিয়া হায়দার
উত্তর: গ
৩. বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক কোনটি?
(ক) ভদ্রার্জুন
(খ) কীর্তিবিলাস
(গ) ছদ্মবেশ
(ঘ) হরিশচন্দ্র ঘোষ
উত্তর: ক
৪. ‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন?
(ক) মুনীর চৌধুরী
(খ) আবদুল্লাহ আল মামুন
(গ) মামুনুর রশীদ
(ঘ) রশীদ হায়দার
উত্তর: গ
৫. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি লিখেছেন-
(ক) গিরিশচন্দ্র ঘোষ
(খ) দীনবন্ধু মিত্র
(গ) বিজন ভট্টাচার্য
(ঘ) ইব্রাহিম খলিল
উত্তর: ক
৬. বাংলাদেশে ‘সিরাজউদ্দৌলা’ নাটক কে রচনা করেছেন?
(ক) আসকার ইবনে শাইখ
(খ) সিকান্দার আবু জাফর
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(খ) দীনবন্ধু মিত্র
উত্তর: খ
৭. ‘ছেঁড়া তার’ নাটকটির রচয়িতা কে?
(ক) তুলসী লাহিড়ী
(খ) বিজন ভট্টাচার্য
(গ) ইব্রাহিম খলিল
(ঘ) মামুনুর রশীদ
উত্তর: ক
৮. বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?
(ক) মধুসূদন দত্ত
(খ) দীনবন্ধু মিত্র
(গ) রামনারায়ন তর্করত্ন
(ঘ) জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ
৯. সামাজিক নাটক কোনটি?
(ক) ডাকঘর
(খ) সধবার একাদশী
(গ) নূরজাহান
(ঘ) রাবণবধ
উত্তর: খ
১০. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
(ক) নবীন তপস্বিনী
(খ) কমলে কামিনী
(গ) বিয়ে পাগলা বুড়ো
(ঘ) সবগুলো
উত্তর: ঘ
১১. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন?
(ক) বসন্ত
(খ) কালের যাত্রা
(গ) তাসের দেশ
(ঘ) বাল্মিকী প্রতিভা
উত্তর: খ
১২. রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক নয়?
(ক) ডাকঘর
(খ) নলিনী
(গ) মুক্তধারা
(ঘ) নৌকাডুবি
উত্তর: ঘ
১৩. দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত নাটক কোনটি?
(ক) লীলাবতী
(খ) নবীন তপস্বিনী
(গ) কমলে কাহিনী
(ঘ) নীল দর্পণ
উত্তর: ঘ
১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক?
(ক) চোখের বালি
(খ) বলাকা
(গ) ঘরে-বাইরে
(ঘ) রক্তকরবী
উত্তর: ঘ
১৫. ‘কুলীন কুলসর্বস্ব’ নাটক লিখেছেন-
(ক) তারাচরণ শিকদার
(খ) রামনারায়ন তর্করত্ন
(গ) যোগেন্দ্রগুপ্ত
(ঘ) বিজন ভট্টাচার্য
উত্তর: খ
১৬. ‘এখনও ক্রীতদাস’ নাটকটির রচয়িতা কে?
(ক) কল্যান মিত্র
(খ) হুমায়ুন আহমেদ
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) আব্দুল্লাহ আল মামুন
উত্তর: ঘ
১৭. ‘হাত হদাই’ নাটকটির নাট্যকার-
(ক) সৈয়দ শামসুল হক
(খ) সেলিম আল দীন
(গ) মমতাজ উদ্দিন আহমেদ
(ঘ) আব্দুল্লাহ আল মামুন
উত্তর: খ
১৮. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের প্রেক্ষাপট-
(ক) মুক্তিযুদ্ধের প্রস্তুতি
(খ) মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
(গ) মুক্তিযুদ্ধের শেষ
(ঘ) দেশ গড়া
উত্তর: ক
১৯. ‘তরঙ্গভঙ্গ’ নাটকটি লিখেছেন-
(ক) মমতাজ উদ্দিন আহমেদ
(খ) আব্দুল্লাহ আল মামুন
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর: ঘ
২০. ‘বেহুলা গীতাভিনয়’ নাটকের রচয়িতা-
(ক) মা্ইকেল মধুসূদন দত্ত
(খ) মীর মশাররফ হোসেন
(গ) শওকত ওসমান
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর: খ
২১. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
(ক) নবীন তপস্বিনী
(খ) কমলে কামিনী
(গ) বিয়ে পাগলা বুড়ো
(ঘ) সবগুলো
উত্তর: ঘ
২২. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক-
(ক) কৃষ্ণকুমারী
(খ) বসন্তকুমারী
(গ) পদ্মাবতী
(ঘ) শর্মিষ্ঠা
উত্তর: ক
২৩. ‘আনোয়ার পাশা’ নাটকটির রচয়িতা-
(ক) প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ
(খ) শওকত ওসমান
(গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
(ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: ক
২৪. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক কোনটি?
(ক) শর্মিষ্ঠা
(খ) পদ্মাবতী
(গ) কৃষ্ণকুমারী
(ঘ) মায়াকানন
উত্তর: ক
২৫. কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয়?
(ক) ঝিলিমিলি
(খ) আলেয়া
(গ) পুতুলের বিয়ে
(ঘ) ছায়ানট
উত্তর: ঘ
২৬. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
(ক) নরকে লাল গোলাপ
(খ) মায়াবী প্রহর
(গ) নিঃশব্দ যাত্রা
(ঘ) সংবাদ শেষাংশ
উত্তর: ক
২৭. সমকালীন দূর্ভিক্ষ (পঞ্চাশের মন্বন্তর) ও নিরন্নদের হাহাকারের বাস্তবচিত্র সম্বলিত নাটক-
(ক) রুপান্তর
(খ) নয়া খানদান
(গ) নেমেসিস
(ঘ) বকুলপুরের স্বাধীনতা
উত্তর: গ
২৮. মুনীর চৌধুরির অনূদিত নাটক কোনটি?
(ক) কবর
(খ) চিঠি
(গ) রক্তাক্ত প্রান্তর
(ঘ) মুখরা রমণী বশীকরণ
উত্তর: ঘ
২৯. দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক কোনটি?
(ক) সাজাহান
(খ) দূর্গাদাস
(গ) সিংহল বিজয়
(ঘ) সবগুলো
উত্তর: ঘ
৩০. মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী?
(ক) এটি বাংলা সাহিত্যের প্রতিনিধিত্বশীল মহাকাব্য
(খ) এটি প্রামাণ্য ইতিহাস সম্বলিত মহাকাব্য
(গ) এটি ঐতিহাসিক ঘটনার আবেগ-নির্ভর মর্মস্পর্শী বর্ণনা
(ঘ) এটি মুসলমানের লেখা প্রথম কবিতা সংকলন
উত্তর: গ
৩১. দৌলত কাজী অনূদিত অসমাপ্ত প্রণয়োপাখ্যান কোনটি?
(ক) সতীময়না ও লোরচন্দ্রানী
(খ) ইউসুফ জুলেখা
(গ) লাইলী মজনু
(ঘ) মধুমালতী
উত্তর: ক
৩২. রামায়নের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
(ক) দ্বিজ ভবানীদাস
(খ) কৃত্তিবাস ওঝা
(গ) দ্বিজ মধুকন্ঠ
(ঘ) চন্দ্রাবতী
উত্তর: খ
৩৩. ‘চন্দ্রাবতী’ কাব্যের রচয়িতা-
(ক) কোরেশী মাগন ঠাকুর
(খ) দৌলত কাজী
(গ) দৌলত উজির বাহরাম খান
(ঘ) আব্দুল হাকিম
উত্তর: ক
৩৪. শেখ ফয়জুল্লাহ রচিত মর্সিয়া কাব্য-
(ক) আমীর হামজা
(খ) জয়নবের চৌতিশা
(গ) মক্তুল হোসেন
(ঘ) কোনটিই নয়
উত্তর: খ
৩৫. ময়নামতি ও গোপীচন্দ্রের কাহিনী স্থান পেয়েছে-
(ক) নাথ সাহিত্যে
(খ) পুঁথি সাহিত্যে
(গ) লোকসাহিত্যে
(ঘ) কবিগানে
উত্তর: ক
৩৬. মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাওল রচিত নীতিকাব্য কোনটি?
(ক) পদ্মাবতী
(খ) সিকান্দার নামা
(গ) তোহফা
(ঘ) সপ্ত পয়কর
উত্তর: গ
৩৭. বাংলা টপ্পা গানের প্রবর্তক কে?
(ক) রামপ্রসাদ সেন
(খ) রামনিধি গুপ্ত
(গ) মুকুন্দরাম চক্রবর্তী
(ঘ) আব্দুল হাকিম
উত্তর: খ
৩৮. ‘জারি’ নামক লোকগীতি প্রচলিত আছে-
(ক) উত্তরবঙ্গে
(খ) পূর্ববঙ্গে
(গ) দক্ষিণবঙ্গে
(ঘ) পশ্চিমবঙ্গে
উত্তর: খ
৩৯. মঙ্গলকাব্যে ব্যবহৃত হয়েছে-
(ক) পয়ার ছন্দ
(খ) স্বরাক্ষরিক ছন্দ
(গ) গদ্য ছন্দ
(ঘ) পয়ার ত্রিপদী ছন্দ
উত্তর: ক
৪০. বাংলা সাহিত্যে ‘কড়চা’ নামে পরিচিত-
(ক) নাথ সাহিত্য
(খ) পুঁথি সাহিত্য
(গ) জীবনী সাহিত্য
(ঘ) মর্সিয়া সাহিত্য
উত্তর: গ
৪১. বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে?
(ক) গোবিন্দদাস
(খ) জ্ঞানদাস
(গ) চন্ডীদাস
(ঘ) বিদ্যাপতি
উত্তর: ঘ
৪২. মধ্যযুগের আদি কবি কে?
(ক) চন্ডীদাস
(খ) ভারতচন্দ্র রায় গুণাকর
(গ) দ্বিজ চন্ডীদাস
(ঘ) বড়ু চন্ডীদাস
উত্তর: ঘ
৪৩. সর্বজনস্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
(ক) চর্যাপদ
(খ) শ্রীকৃষ্ণকীর্তন
(গ) ইউসুফ-জোলেখা
(ঘ) পদ্মাবতী
উত্তর: খ
৪৪. কবিগানের শ্রেষ্ঠ রচয়িতা-
(ক) গোঁজলা গুই
(খ) হরু ঠাকুর
(গ) কালী মির্জা
(ঘ) শ্রীধর কথক
উত্তর: খ
৪৫. মৈমনসিংহ গীতিকার অন্তর্গত একটি গীতিকা-
(ক) দস্যু কেনারামের পালা
(খ) নিজাম ডাকাতের পালা
(গ) চৌধুরীর লড়াই
(ঘ) ভেলুয়া
উত্তর: ক
৪৬. ‘সই কে শুনাইল শ্যাম নামে’ পদটির রচয়িতা কে?
(ক) চণ্ডীদাস
(খ) দ্বিজ চণ্ডীদাস
(গ) জ্ঞানদাস
(ঘ) গোবিন্দ দাস
উত্তরঃ ক
৪৭. ‘কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল’- উদ্ধৃতাংশটুকু রবি ঠাকুরের কোন প্রবন্ধ থেকে নেয়া হয়েছে?
(ক) শেষের কথা
(খ) করুণা
(গ) কাবুলিওয়ালা
(ঘ) হৈমন্তী
উত্তরঃ গ
৪৮. ‘জরাসন্ধ’ কার ছদ্মনাম?
(ক) চারুচন্দ্র চক্রবর্তী
(খ) সমরেশ বসু
(গ) রাজ শেখর বসু
(ঘ) সমর সেন
উত্তরঃ ক
৪৯. প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি?
(ক) আবুল ফজল
(খ) আব্দুল হাই
(গ) কাজেম আল কুরায়েশী
(ঘ) শেখ আজিজুর রহমান
উত্তরঃ ঘ
৫০. নদের চাঁদ কোন পালাগানের চরিত্র?
(ক) দেওয়ানা মদিনা
(খ) মহুয়া
(গ) মালুয়া
(ঘ) কাজল রেখা
উত্তরঃ খ
৫১. মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি?
(ক) বিষাদ সিন্ধু
(খ) জমীদার দর্পণ
(গ) রত্নাবতী
(ঘ) গাজী মিয়ার বস্তানী
উত্তর: ঘ
৫২. ‘আবে হায়াত’ গ্রন্থের রচয়িতা-
(ক) মুহম্মদ শহীদুল্লাহ
(খ) আবদুল করিম সাহিত্য বিশারদ
(গ) আবুল মনসুর আহমদ
(ঘ) আলাউদ্দিন আল আজাদ
উত্তর: গ
৫৩. ঊনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস-
(ক) চিলেকোঠার সেপাই
(খ) খোয়াবনামা
(গ) উপমহাদেশ
(ঘ) আগুনের মেয়ে
উত্তর: ক
৫৪. ফররুখ আহমদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
(ক) নৌফেল ও হাতেম
(খ) সাত সাগরের মাঝি
(গ) সিরাজাম মুনিরা
(ঘ) হাতেম তাই
উত্তর: খ
৫৫. নজরুলের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি?
(ক) বিদ্রোহী
(খ) প্রলয়োল্লাস
(গ) রক্তাম্বরধারিণী মা
(ঘ) আগমনী
উত্তর: খ
৫৬. কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নাটক নয়?
(ক) ঝিলিমিলি
(খ) মধুমালা
(গ) আলেয়া
(ঘ) কুহেলিকা
উত্তর: ঘ
৫৭. ‘বাউণ্ডেলের আত্মকাহিনী’ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত?
(ক) ব্যাথার দান
(খ) রিক্তের বেদন
(গ) শিউলিমালা
(ঘ) কোনটিই নয়
উত্তর: খ
৫৮. কাজী নজরুল ইসলাম তাঁর কোন সাহিত্যকর্মটি বাসন্তী দেবীকে উৎসর্গ করেন?
(ক) অগ্নিবীণা
(খ) ছায়ানট
(গ) চিত্তনামা
(ঘ) সর্বহারা
উত্তর: গ
৫৯. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সনে?
(ক) ১৩০৬
(খ) ১৩০৮
(গ) ১৩০৯
(ঘ) ১৩১১
উত্তরঃ ক
৬০. নজরুলের যে গ্রন্থটি প্রথম নিষিদ্ধ করা হয়-
(ক) যুগবাণী
(খ) ভাঙ্গার গান
(গ) প্রলয়শিখা
(ঘ) বিষের বাঁশী
উত্তর: ঘ
৬১. আবদুল্লাহ আল মামুনের নাটক কোনটি?
(ক) নরকে লাল গোলাপ
(খ) সুবচন নির্বাসনে
(গ) লীলাবতী
(ঘ) মুনতাসীর ফ্যান্টাসী
উত্তর: খ
৬২. উপজাতীয়দের জীবনচিত্র ফুটিয়ে তোলা হয়েছে যে উপন্যাসটিতে-
(ক) কর্ণফুলি
(খ) তেইশ নম্বর তৈলচিত্র
(গ) ক্ষুধা ও আশা
(ঘ) শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন
উত্তর: ক
৬৩. আবু ইসহাকের ‘সূর্যদীঘল বাড়ি’ উপন্যাসটির প্রকাশকাল-
(ক) ১৯৫৩ সাল
(খ) ১৯৫৪ সাল
(গ) ১৯৫৫ সাল
(ঘ) ১৯৫৬ সাল
উত্তর: গ
৬৪. কোন নাটকটির ঘটনা, বিষয়চিন্তা, রচনাস্থান, প্রকাশস্থান, মুদ্রণালয় ও প্রথম মঞ্চায়ন সবই বাংলাদেশে?
(ক) জমিদার দর্পণ
(খ) নীল দর্পণ
(গ) কমলে কামিনী
(ঘ) নবীন তপস্বিনী
উত্তর: খ
৬৫. মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?
(ক) শরিয়তপুর
(খ) গাইবান্ধা
(গ) কুষ্টিয়া
(ঘ) জামালপুর
উত্তর: গ
৬৬. বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দে রচিত পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ কোনটি?
(ক) পদ্মাবতী
(খ) তিলোত্তমাসম্ভব
(গ) বীরাঙ্গনা
(ঘ) ব্রজাঙ্গনা
উত্তর: খ
৬৭. ‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটি কার রচনা?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) কায়কোবাদ
(ঘ) প্রমথ চৌধুরী
উত্তর: খ
৬৮. মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ কাব্যের উৎস কি?
(ক) রামায়ণ
(খ) মহাভারত
(গ) ভগবত
(ঘ) কুমারসম্ভব
উত্তর: ক
৬৯. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী পালিত হয় কবে?
(ক) ২০১১ সালে
(খ) ২০১২ সালে
(গ) ২০১৩ সালে
(ঘ) ২০১৪ সালে
উত্তর: ক
৭০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর কোন গ্রন্থটিতে প্রথম বিরাম চিহ্ন বা যতিচিহ্ন ব্যবহার করেন?
(ক) ভ্রান্তিবিলাস
(খ) সীতার বনবাস
(গ) শকুন্তলা
(ঘ) বেতাল পঞ্চবিংশতি
উত্তর: ঘ
৭১. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন?
(ক) হেমন্তবালা দেবী
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) ভিক্টোরিয়া ওকাম্পো
(ঘ) নেতাজী সুভাস চন্দ্র বসু
উত্তর: গ
৭২. কোনটি গীতিকাব্য?
(ক) বিরহবিলাপ
(খ) অশ্রুমালা
(গ) অমিয়ধারা
(ঘ) শ্মশানভস্ম
উত্তর: খ
৭৩. ‘চতুরঙ্গ’ গ্রন্থ একটি –
(ক) নাটক
(খ) উপন্যাস
(গ) ভ্রমণকাহিনী
(ঘ) কাব্য
উত্তর: খ
৭৪. অমিয় চক্রবর্তীর ‘বাংলাদেশ’ কবিতাটি কোন ছন্দে রচিত?
(ক) অক্ষরবৃত্ত
(খ) মাত্রাবৃত্ত
(গ) স্বরাক্ষরিক
(ঘ) পয়ার
উত্তর: ক
৭৫. ‘ঘরে বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো –
(ক) ব্রিটিশ ভারতের রাজনীতি
(খ) ইতিহাস
(গ) প্রেম-ভালবাসা
(ঘ) জমিদার-প্রজার কাহিনী
উত্তর: ক
৭৬. ‘শকুন্তলা উপাখ্যান’ নাটকটির রচয়িতা কে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) সিকান্দার আবু জাফর
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ খ
৭৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নিরুদ্দেশ যাত্রা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) বলাকা
(খ) সোনারতরী
(গ) চিত্রা
(ঘ) গীতাঞ্জলি
উত্তর: খ
৭৮. দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক নাটক কোনটি?
(ক) পরপারে
(খ) সীতা
(গ) বঙ্গনারী
(ঘ) তারাবাঈ
উত্তর: খ
৭৯. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন –
(ক) আগস্ট, ১৯১৩ খ্রিষ্টাব্দে
(খ) অক্টোবর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
(গ) সেপ্টেম্বর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
(ঘ) নভেম্বর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
উত্তর: ঘ
৮০. জসীমউদ্দিনের ‘আসমানী’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?
(ক) ডালিমকুমার
(খ) এক পয়সার বাঁশি
(গ) হাসু
(ঘ) রাখালী
উত্তর: খ
৮১. ‘বাংলা সাহিত্যের কথা’ গ্রন্থটি রচনা করেন –
(ক) মুহম্মদ আবদুল হাই
(খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(গ) সৈয়দ আলী আহসান
(ঘ) মুহম্মদ এনামুল হক
উত্তরঃ খ
৮২. কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ?
(ক) মুসলিম মানস ও বাংলা সাহিত্য
(খ) বঙ্গভাষা ও সাহিত্য
(গ) বাংলা গদ্যরীতির ইতিহাস
(ঘ) বাংলা সাহিত্যে গদ্য
উত্তরঃ খ
৮৩. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ হাসান আলী
(খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও ড. মুহম্মদ আব্দুল হাই
(গ) মুহম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
(ঘ) মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
উত্তরঃ ঘ
৮৪. ‘চাচা কাহিনী’ লিখেছেন –
(ক) নুরুল মোমেন
(খ) সৈয়দ মুজতবা আলী
(গ) কাজী দীন মোহাম্মদ
(ঘ) মুহম্মদ আব্দুল হাই
উত্তরঃ খ
৮৫. আবুল মনসুর আহমেদের রম্য রচনা –
(ক) টুনিমেম
(খ) ফুড কনফারেন্স
(গ) লোক রহস্য
(ঘ) বহুরুপা
উত্তরঃ খ
৮৬. নিচের কোনটি রম্যরচনা?
(ক) ধীরে বহ নীল
(খ) পঞ্চতন্ত্র
(গ) চোখের বালি
(ঘ) সাত-সাঁতার
উত্তরঃ খ
৮৭. মুহম্মদ আব্দুল হাই রচিত রম্যরচনা কোনটি?
(ক) গ্যালিভারের সফরনামা
(খ) তোষামোদ ও রাজনীতির ভাষা
(গ) আসমানী পর্দা
(ঘ) গোলকচন্দ্রের আত্মকথা
উত্তরঃ খ
৮৮. নিচের কোনটি ইব্রাহিম খাঁ’র রচনা?
(ক) জাভা যাত্রীর পথ
(খ) ইস্তাম্বুল যাত্রীর পথ
(গ) পেশোয়ার হতে তাসখন্দ
(ঘ) বন্দর থেকে বন্দর
উত্তরঃ খ
৮৯. কোন ভ্রমণকাহিনীটিতে কাবুল শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?
(ক) সাত-সাঁতার
(খ) দেশে-বিদেশে
(গ) বন্দর থেকে বন্দর
(ঘ) অন্য পৃথিবী
উত্তরঃ খ
৯০. ‘য়ুরোপ প্রবাসীর পত্র’ লিখেছেন –
(ক) সৈয়দ মুজতবা আলী
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) ইসমাঈল হোসেন সিরাজী
(ঘ) সানাউল হক
উত্তরঃ খ
৯১. ‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) মাওলানা আকরাম খাঁ
(খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(গ) মোঃ আব্দুল হাই
(ঘ) মোঃ বরকতুল্লাহ
উত্তরঃ ঘ
৯২. ‘সংস্কৃতি কথা’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) মোতাহার হোসেন চৌধুরী
(খ) গোপাল হালদার
(গ) আবুল ফজল
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ক
৯৩. কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?
(ক) ভাষার ইতিবৃত্ত
(খ) আধুনিক ভাষাতত্ত্ব
(গ) মনীষা মঞ্জুষা
(ঘ) বাংলাদেশের আঞ্চলিক ভাষা
উত্তরঃ গ
৯৪. ঊনিশ শতকের ‘মহিলা’ কাব্যের রচয়িতা কে?
(ক) সুরেন্দ্রনাথ মজুমদার
(খ) বিহারীলাল চক্রবর্তী
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ক
৯৫. মহাকাব্য কোনটি?
(ক) মহাশ্মশান
(খ) বিষাদ সিন্ধু
(গ) অনল প্রবাহ
(ঘ) রিক্তের বেদন
উত্তরঃ ক
৯৬. ‘শাহনামা’ মৌলিক গ্রন্থটি কার?
(ক) মালিক জয়সী
(খ) ফেরদৌসী
(গ) সৈয়দ হামজা
(ঘ) কাজী দৌলত উজির বাহরাম খাঁ
উত্তরঃ খ
৯৭. মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য?
(ক) মোজাম্মেল হক
(খ) হামিদ আলী
(গ) কায়কোবাদ
(ঘ) যোগীন্দ্রনাথ বসু
উত্তরঃ গ
৯৮. ‘বৈরতক’, ‘কুরুক্ষেত্র’, ‘প্রভাস’ এই ত্রয়ী মহাকাব্য কার রচনা?
(ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(খ) নবীনচন্দ্র সেন
(গ) মধুসূদন দত্ত
(ঘ) মোঃ কাজেম আল কোরেশী
উত্তরঃ খ
৯৯. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে?
(ক) মানিক বন্দ্যোপাধ্যায়
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(গ) আবু জাফর শামসুদ্দিন
(ঘ) শওকত ওসমান
উত্তরঃ ক
১০০. ‘জিবরাঈলের ডানা’ কার লেখা গল্পগ্রন্থ?
(ক) মিন্নাত আলী
(খ) শাহেদ আলী
(গ) আবু রুশদ
(ঘ) বন্দে আলী মিয়া
উত্তরঃ খ
১০১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কোনটি?
(ক) কৃষ্ণকান্তের উইল
(খ) কপালকুণ্ডলা
(গ) রাজসিংহ
(ঘ) রজনী
উত্তরঃ গ
১০২. ‘কন্যাকুমারী’ উপন্যাসটি কার লেখা?
(ক) আব্দুর রাজ্জাক
(খ) রশীদ করিম
(গ) শওকত আলী
(ঘ) মোজাম্মেল হক
উত্তরঃ ক
১০৩. ‘পাপের সন্তান’ উপন্যাসটির রচয়িতা কে?
(ক) মোতাহের হোসেন
(খ) ইসমাইল হোসেন সিরাজী
(গ) রমেশ দত্ত
(ঘ) সত্যেন সেন
উত্তরঃ ঘ
১০৪. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস-
(ক) চোখের বালি
(খ) বৌঠাকুরানীর হাট
(গ) শেষের কবিতা
(ঘ) গোরা
উত্তরঃ খ
১০৫. বাংলা উপন্যাসে মনস্তাত্বিক উপন্যাস রচনার প্রথম ও প্রধান কৃতিত্ব কার?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) মানিক বন্দোপাধ্যায়
উত্তরঃ গ
১০৬. ‘বৈকুন্ঠের উইল’ কার রচনা?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ
১০৭. ‘অরণ্য বহ্নি’ উপন্যাসটির রচয়িতা কে?
(ক) ইন্দ্রোনাথ বন্দোপাধ্যায়
(খ) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
(গ) ভূদেব মুখোপাধ্যায়
(ঘ) তারানাথ গঙ্গোপাধ্যায়
উত্তরঃ খ
১০৮. শহীদুল্লাহ কায়সার কোন সাহিত্যকর্মটির জন্য ‘আদমজি পুরস্কার’ ও ‘বাংলা একাডেমি’ পুরস্কার লাভ করেন?
(ক) রাজবন্দীর রোজনামচা
(খ) পেশোয়ার হতে তাসখন্দ
(গ) সংশপ্তক
(ঘ) সারেং বউ
উত্তরঃ ঘ
১০৯. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘লালসালু’ উপন্যাসটির রচনাকাল-
(ক) ১৯৪৩
(খ) ১৯৪৮
(গ) ১৯৫১
(ঘ) ১৯৭০
উত্তরঃ খ