আলাল'স জিকে আওয়ার থেকে আলোচনা - ৯
মূল লেখক - শরিফুল ইসলাম আলাল
=============>>>>>>>>>>>>>============
❖ ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে ভাগ করা যায় - ৩টি অঞ্চলে।
মূল লেখক - শরিফুল ইসলাম আলাল
=============>>>>>>>>>>>>>============
❖ ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে ভাগ করা যায় - ৩টি অঞ্চলে।
❖ সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চলসমূহের অবস্থান - পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর তীরে।
❖ প্লাইস্টোসিনকালের সোপান অঞ্চলসমূহ হলো - বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়াল, লালমাই পাহাড়।
❖ ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উচ্চভূমিকে বলে - মধুপুর গড়।
❖ প্লাইস্টোসিন চত্ত্বরভূমি রয়েছে - গাজীপুর জেলায়।
❖ প্লাইস্টোসিন চত্ত্বর অবস্থিত - মধুপুরে।
❖ ভূ-তাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় - টারশিয়ারি যুগে।
❖ অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে ভাগ করা হয়েছে - ২ ভাগে।
❖ টারশিয়ারী যুগের পাহাড়ি অঞ্চল সমূহ হলো দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।
❖ দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের অবস্থান - চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে।
❖ দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ যে নামে পিরিচিত - টিবি।
❖ উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহের অবস্থান - ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ।
❖ উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ যে নামে পরিচিত - টিলা।
❖ সিলেট অঞ্চলের পাহাড়গুলো - টারশিয়ারি আমলে সৃষ্টি হয়।
❖ বাংলাদেশের প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় - টারশিয়ারি উচ্চভূমি ও প্লাইস্টোসিন ভূমিরূপে।
❖ বাংলাদেশের পাহাড়সমূহ - ভাঁজ/ভঙ্গিল পর্বত শ্রেণীর।
❖ বাংলাদেশের পাহাড় সৃষ্টি হয়েছে - প্লেটোনিক অনুযায়ী।
❖ বাংলাদেশের পাহাড়ী এলাকার গড় উচ্চতা - ৬১০ মিটার (২০৫০ ফুট)।
❖ লালমাই পাহাড়ের আয়তন - ৩৩.৬৫ বর্গকি.মি.।
❖ লালমাই পাহাড়ের গড় উচ্চতা - ২১ মিটার।
❖ তাজিন ডং মারমা শব্দের অর্থ - গভীর অরণ্যের পাহাড়।
❖ বাংলাদেশের সর্বোচ্চ পর্বত ‘বিজয়’ এর পূর্বনাম - তাজিংডং।
❖ তাজিংডং পর্বত অবস্থিত - বান্দরবান জেলায়।
❖ বিজয় এর উচ্চতা - ১২৩১ মিটার।
❖ বাংলাদেশের ২য় সর্বোচ্চ পাহাড় - কেওক্রাডং (বান্দরবান)।
❖ কেওক্রাডং এর উচ্চতা - ১২৩০ মিটার।
❖ বাংলাদেশের ৩য় সর্বোচ্চ পাহাড় - চিম্বুক পাহাড় (বান্দরবান)।
❖ চিম্বুক পাহাড়ের উচ্চতা - ১২৩০ মিটার।
❖ চিম্বুক পাহাড় যে নামে পরিচিত - কালা পাহাড়।
❖ বাংলাদেশের বৃহত্তম পাহাড় - গারো পাহাড়।
❖ গারো পাহাড় অবস্থিত - শেরপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ জেলায়।
❖ খাগড়াছড়ির সর্বোচ্চ পাহাড় যা জুম চাষের জন্য বিখ্যাত - আলুটিলা পাহাড়।
❖ শীতল পানির ঝর্ণা রয়েছে - হিমছড়ি (কক্সবাজার)।
❖ গরম পানির ঝর্ণা রয়েছে/হিন্দুদের তীর্থস্থান - চন্দ্রনাথের পাহাড় (সীতাকুণ্ড)।
❖ চট্টগ্রাম শহরের সর্বোচ্চ পাহাড় - বাটালি পাহাড়।
❖ ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে - কুলাউড়া পাহাড়ে (মৌলভীবাজার)।
❖ বম আদিবাসীদের বাসস্থান - শিপ্পি/রামজু পাহাড়ে (বান্দরবান)।
❖ সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা - ৩৭.৫ মিটার।
❖ বাংলাদেশে যে ভূমিরূপ দেখা যায় না - মালভূমি।
❖ বাংলাদেশে ব্যাপক বালিয়াড়ি উপস্থিতি রয়েছে - কক্সবাজার অঞ্চলে।
নোটঃ- প্রকৌশলী মোঃ বায়েজিদ মোস্তফা