Notification texts go here Contact Us Buy Now!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | Chottogram University

LaBiB

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়


Admission Related যত্তোসব Confusion গুলোঃ
     [পোস্টের শেষে আছে আমার 
           Recommendations]

চবিতে সেকেন্ড টাইম আছে?
--নাই।

👈ভাইয়া, আমি ২০১৮ তে HSC পাশ করেছি, কিন্তু গতবছর চবিতে পরীক্ষা দিইনি। আমি কি এবছর পরীক্ষা দিতে পারবো?
-- না, পারবেনা। HSC ২০১৯ই হওয়া লাগবে।

👈SSC 2016 তে HSC 2019 এ দিয়েছি, মাঝে ১ বছর গ্যাপ গিয়েছে। পরীক্ষা দিতে পারবো?
-- হ্যা, পারবে। SSC 2016, 2017 কিন্তু HSC শুধু ২০১৯ এর পরীক্ষার্থীরা CU এ পরীক্ষা দিতে পারবে।

👈২০১৮ তে পরীক্ষা দিয়েছিলাম CU এ, তারপর আবার Improvement দিয়েছি। রেজাল্ট ইম্প্রুভ হয়েছে৷ পরীক্ষা দিতে পারবো?
--হ্যা পারবে।  (রেজাল্ট ইম্প্রুভ না হলে হবে না)

👈Optional এ ফেইল করলে কি পরীক্ষা দেওয়া যাবে?
-হ্যা যাবে। যদি Requirement এ উল্লেখ করা পয়েন্ট থাকে( Scienceদের  ৩.২৫ হলে)

👉আমার মোট জিপিএ 8.00  ;SSC তে 5.00 ; HSC তে 3.00..  আমি কি D তে পরীক্ষা দিতে পারবো?
--Sorry ভাইয়া, মোট জিপিএ বেশি হয়েও লাভ নাই আলাদাভাবে মিনিমাম 3.25 লাগবে :(

👉আমার মোট জিপিএ 7.75 ; SSC তে 4.50; HSC তে 3.25. আমি কি D তে পরীক্ষা দিয়ে ল'/ বিবিএ এর সাবজেক্ট গুলো পাবো?
--D তে পরীক্ষা দিতে পারবে। কিন্তু ল'/ BBA এর সাবজেক্ট পাবেনা।  এগুলো পেতে গেলে- (১) আলাদাভাবে 3.5 GPA লাগবে। (২)আর দুটি GPA এর যোগফল মিনিমাম 7.50 হতে হবে।

👉ভাইয়া, আমার তো আলাদাভাবে ৩.২৫জিপিএ নাই।চবির স্বপ্ন তাহলে শেষ?
--তুমি যদি Science/Commerce ব্যাগ্রাউমডের হউ তাহলে শুধু D1 ইউনিটে দিতে পারবে যেটাতে আলাদাভাবে  ২.৫০GPA  লাগে।
--তুমি যদি আর্টস ব্যাগ্রাউন্ডের হও তাহলে B,B1,D1 ইউনিটে পরীক্ষা দিতে পারবে।

👈জিপিএ থেকে কত মার্ক যোগ হয় Admission এ?
--মাত্র ২০ মার্ক (Cool না? SSC/HSC রেজাল্ট খারাপ হলেও অসুবিধা নাই)

👈জিপিএ এর ২০ মার্ক  এ আমার মার্ক কত এই হিসাব টা কিভাবে করবো?
- (SSC GPA× 1.6) + (HSC GPA×2.4)
★কারোর SSC GPA 4.5,  HSC GPA 3.92 হলে হিসাব তা এমন হবে=> (4.5×1.6) + (3.92×2.4)= 16.608

👈ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে?
-- হ্যা যাবে।  FX 100 বা এর চেয়ে কম মানের গুলো এলাউড

👈B1, D1 ইউনিট গুলো কি B, D ইউনিটের সাথেই ফ্রি? B তে ফরম তুললেই B1 ও হয়ে যাবে?
--না, এতোটাও দানবীর হয়ে পড়েনি চবি এখনো।  (এম্নিতেই ফরমের দাম অন্যান্য ভার্সিটিগুলোর তুলনায় খুবই কম)

👈B1 ইউনিটে কি আছে?
--চারুকলা ইন্সটিটিউট( ৬০), নাট্যকলা(৩৫), সংগীত(৩০) (মোট ১২৫ টা আসন রয়েছে)

👈D1 ইউনিটে কি আছে?
-ফিজিকাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স বিভাগ (৩০ টি আসন)

👈D তে পরীক্ষা না দিলে কি D1 এ দেওয়া যাবে?
--যাবে, D এর সাথে D1 এর সম্পর্ক নাই।

👉D1,B1 এ কি শুধু Objective? 
-নাহ। ব্যবহারিক আছে পরে।

👈প্রশ্ন ফাশ হয় কি?  কত দামে বিক্রি হয়?
-- চবিতে অসম্ভব, অন্য ভার্সিটিগুলোতে ট্রায় করতে পারো। পরীক্ষার হলে প্রশ্ন পেলে গরম গরম প্রশ্ন পাবে। 

👈পরীক্ষাতে দূর্নীতির সুযোগ কেমন?
--১ ঘন্টার পরীক্ষা হয় দেড় ঘন্টাতে, প্রশ্ন দেওয়ার আগে ৩০ মিনিটে কাগজ পত্রে সাইন,ভেরিফিকেশন সব কিছু ক্লিয়ার করে প্রশ্ন দেয়।তারপর থেকে ১ ঘন্টা কাউন্ট করে।
-গতবার App এর মাধ্যমে চেক করেছিলো ফেস, Admit Card. সিকিউরিটি নিয়ে খুবই সচেতন চবি। রেজাল্ট ও খুব দ্রুত আর নিখুতভাবে দেয়।

👈এখনো কিচ্ছু শুরু করিনি। Chance কি পাবো?
--২ মাস সময় আছে প্রায়৷ অনেক সময়

♦Recomendations:
✌যারা প্রস্তুতি পুরো দমে শুরু করে দিয়েছো তারা CU এর প্রশ্নব্যাংক ভালভাবে Analysis করে পড়বে।চোখ বন্ধ করে মুখস্থ করবেনা। হুবহু কমন পড়েনা,কিন্তু Pattern Maintain করে প্রশ্ন করে।
✌শুধু রুল পড়ে বসে থাকবে না,প্রাক্টিস না করলে ধরা খাবে
✌নিজের বানানো শর্টকাট টেকনিক বানাইয়ো কিছু মনে রাখার জন্যে।কাজে দেয় খুব।
✌প্রতি বিষয়ের এর ইম্পরট্যান্ট টপিকের রুল সহ উদাহরণ এমনভানে নোট করে রাখবে যেটা খুব দ্রুত ১ ঘন্টা সময়ে রিভিশন দেওয়া যায়।পরীক্ষার আগের রাতের মহা ঔষধ এটা।

শুভকামনা রইল

About the Author

LaBiB
Bangladesh Writter Society
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.