Notification texts go here Contact Us Buy Now!

বাংলাদেশের বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান সমূহ

LaBiB
বাংলাদেশের বৃহত্তমদীর্ঘতমক্ষুদ্রতমসর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান সমূহ
১. বাংলাদেশের বৃহত্তম বাঁধ- কাপ্তাই বাঁধ।

২. বাংলাদেশের বৃহত্তম বিল- চলন বিল।
৩. বাংলাদেশের বৃহত্তম চিনির কল-কেরু এন্ড কোংদর্শনাচুয়াডাঙ্গা ।
৪. বাংলাদেশের বৃহত্তম পাটকল-আদমজী জুট মিল (নারায়ণগঞ্জ)।
৫. বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন-কমলাপুর (ঢাকা)।
৬. বাংলাদেশের বৃহত্তম রেল জংশন-ঈশ্বরদী রেলওয়ে জংশন।
৭. বাংলাদেশের বৃহত্তম মসজিদ-বায়তুল মোকাররম জাতীয় মসজিদ (ঢাকা)।
৮. বাংলাদেশের বৃহত্তম বিমান বন্দর-শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর (ঢাকা)।
৯. বাংলাদেশের বৃহত্তম একক বনভূমি-সুন্দরবন।
১০. বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার-সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার (ঢাকা)।
১১. বাংলাদেশের বৃহত্তম উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান (ঢাকা)।
১২. বাংলাদেশের বৃহত্তম পার্ক রমনা পার্ক।
১৩. আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা বাঘাইছড়ি (১৯৮১ ব.
কিমি)।
১৪. জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা বেগমগঞ্জনোয়াখালী।
১৫. বাংলাদেশের ক্ষুদ্রতম থানা সূত্রাপুর ও কোতোয়ালিঢাকা (২.৫৯ ব. কিমি)।
১৬. বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি (৬১১৬ ব. কিমি)।
১৭. বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ (৬৮৪.৩৭ ব. কিমি)।
১৮. বাংলাদেশের বৃহত্তম বিভাগ চট্টগ্রাম ।
১৯. বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ (১০,৬৬৯ ব. কি.মি)।
২০. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা (৩৮৬ ব. কিমি)।
২১. বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
২২. বাংলাদেশের বৃহত্তম কাগজের কল কর্ণফুলী পেপার মিল (চন্দ্রঘোনারাঙ্গামাটি)।
২৩. বাংলাদেশের বৃহত্তম সার কারখানা শাহজালাল সার কারখানা (ফেঞ্চুগঞ্জ)।
২৪. বাংলাদেশের বৃহত্তম জাদুঘর ঢাকা জাতীয় জাদুঘর।
২৫. বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানাঢাকা।
২৬. বাংলাদেশের বৃহত্তম চক্ষু হাসপাতাল চক্ষু হাসপাতাল (চট্টগ্রাম)।
২৭. বাংলাদেশের বৃহত্তম হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
২৮. বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
২৯. বাংলাদেশের বৃহত্তম ব্যাংক বাংলাদেশ ব্যাংক।
৩০. বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল মনিহার (যশোর)।
৩১. বাংলাদেশের বৃহত্তম কন্টেইনার জাহাজ বাংলার দূত
৩২. বাংলাদেশের বৃহত্তম শহর ঢাকা
৩৩. বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর
৩৪. বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্ররাঙ্গামাটি।
৩৫. বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্রকুষ্টিয়া।
৩৬. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাসব্রাহ্মণবাড়িয়া
৩৭. বাংলাদেশের বৃহত্তম হোটেল হোটেল সোনারগাঁওঢাকা
৩৮. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং ( ১২৩১মিটার বা ৪০৩৯ ফুট )
৩৯. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় গারো পাহাড় (ময়মনসিংহ)
৪০. বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ বৈলাম (প্রায় ৬১ মিটার)
৪১. বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা।
৪২. বাংলাদেশের প্রশস্ততম নদী মেঘনা।
৪৩. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হার্ডিঞ্জ ব্রীজ (১৭৯৬ মি.)
৪৪. বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু বঙ্গবন্ধু যমুনা ব্রীজ (৪.৮ কিমি)
৪৫. বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার (পৃথিবীর মধ্যে দীর্ঘতম)
৪৬. বাংলাদেশের দীর্ঘতম মানুষ পরিমল বর্মনজিঞ্জিরাঢাকা (৮ফুট ৩ ইঞ্চি)
৪৭. বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত লালখানসিলেট (৩৮৭৭ মিমি)
৪৮. বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত লালপুরনাটোর
৪৯. বাংলাদেশের উষ্ণতম স্থান - নাটোরের লালপুর (৪৫.১ ডিগ্রি)
৫০. বাংলাদেশের শীতলতম স্থান সিলেটের শ্রীমঙ্গল (২.৮ ডিগ্রি)

About the Author

LaBiB
Bangladesh Writter Society
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.