২০১৮ - ১৯ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ এবং সময় :
আবেদন শুরু : ০১ / ০৯ / ২০১৯
আবেদন শেষ : ৩০ / ০৯ / ২০১৯
এডমিট কার্ড ডাউনলোড :
রেজাল্ট প্রকাশ :
ইউনিট ভিত্তিক ফর্মের মূল্য :# | ইউনিট | মূল্য | পরীক্ষার তাং |
---|---|---|---|
1 | A Unit | 1250 | ০২ ০৯ ২০১৯ (সকাল ১০:৩০) |
2 | B Unit | 950 | ০২ ০৯ ২০১৯ (দুপুর ১ : ৩০) |
3 | C Unit | 650 | ০২ ০৯ ২০১৯ (সকাল ৮ : ০০) |
4 | D Unit | 600 | ০২ ০৯ ২০১৯ ( বিকাল ৪ : ০০) |
নিচের লিংক থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন :
আবেদন করার নিয়মাবলী-
- অনলাইনে kuadmition.online এ ক্লিক করুন এবং APPLY বাটনে ক্লিক করে Step 1 , Step 2 , Step 3 , Step 4 ধারাবাহিক ভাবে পূরন করুন। সর্বশেষ Submit Your Application এ ক্লিক করুন।
- ফিরতি SMS এর USERNAME & PASSWORD সংরক্ষণ করুন।
- উক্ত USERNAME & PASSWORD দিয়ে লগইন করুন।
- 300×300 পিক্সেলের ছবি দিন প্রোফাইলে।