মেডিকেল এডমিশন টেষ্টের জন্য কি কি বই লাগবে?
📷♣📷♣জীববিজ্ঞান ঃ
📷♣উদ্ভিদ বিজ্ঞানঃ
.
আবুল হাসান স্যারের বই! এটা A to z ভাল করে শেষ করবা!! তারপর যদি মনে হয় না আরেকটু প্রিপারেশন দরকার তাহলে আজিবুর স্যারের বই টা!!!!!পড়ে নিতে পারো!!
.
📷♣প্রানিবিজ্ঞানঃ
আজমল স্যারের বই A to Z শেষ করবা!! সাথে যদি এক্সট্রা চাপ নিতে চাও আলীম স্যারের বই টা দেখে নিতে পারো!!!
.
📷♣📷♣রসায়ন ঃ
হাজারী ও নাগ স্যারের বই টা ভাল করে পড়তে হবে!! ইনশাআল্লাহ ৮০% কমন পাবে।
কনফিউশন থাকলে গুহ স্যারের বইটা সাথে রাখতে পারো!!! ১০০% কম্পিলিট ইনশাআল্লাহ!!!
.
📷♣📷♣পদার্থ বিজ্ঞানঃ
ইসহাক স্যারের বই টা খুব ভাল করে পড়তে হবে। ইনশাআল্লাহ কমন পাবে। সাথে ছোট্ট ছোট্ট ম্যাথম্যাটিক্যাল গুলিও দেখে নিতে পারো!!!
.
📷♣📷♣ ইংলিশ ঃ
এপেক্স এর ভোকাবুলারির বইটা পড়বে ভাল করে!!! বিগত বিসিএস, ঢাবি, মেডিকেল প্রশ্ন গুলি সলভ করে নিবে ১০ বছরের। প্রতি দিন রাতে ২ টা বছর সলভ এর চেষ্টা করবে!!
.
📷♣📷♣সাধারণ জ্ঞান ঃ
মেডিজ্ঞান কোষ জয়কলি পাবলিকেশন এর বই টা পড়ে ফেলবে ভাল করে সাথে বিসিএস এবং মেডিকেল প্রশ্ন সলভ ইনশাআল্লাহ এক বারে কম কমন আসবেনা!!!!
.
📷♣📷♣গাইড বই সমূহঃ
.
📷রয়েল গাইড মেডিকেলের।
📷রেটিনা ডাইজষ্ট।
📷মেডিজ্ঞান কোষ - সাধারন জ্ঞানের জন্য।
📷এপেক্স ভোকাবুলারি - ইংলিশের জন্য।
📷♣মেইন বই ঃ
.
📷♣📷♣মেইন বই আসল ফোকাসে রেখে প্রিপারেশন নাও ইনশাআল্লাহ ৮৫+% সফল হবে। এর পর অন্যান্য বই বলতেঃ
📷♣📷♣রয়েল গাইড টা অনেক বেশি ইম্পরট্যান্ট মেডিকেল এডমিশন টেষ্টের জন্যঃ গাইড টা তুমি এক্সামের ২ মাস আগে নিউ প্যাকেজ গুলি কিনবে!!
📷♣📷♣ যাদের রয়েল গাইড নাই রেটিনার ডাইজেস্ট আছে রয়েল গাইড দরকার নাই রেটিনার ডাইজেস্ট গুলিই ফলো করবে!!!