এক যমুনা ভালোবাসা দেবো, তুমি যেওনা,
নীল রাঙানো বিকেল দেবো, তুমি যেওনা।
সাঁঝের বেলায় জ্বালিয়ে প্রদীপ,
থাকবো পথ চেয়ে।
আসবে তুমি গোলাপ হাতে,
সন্ধ্যা-প্রদীপ জ্বালা রাতে।
চাঁদ ছুঁতে চাই, আর পারিনা,
ধরতে যেন সবই মানা।
বলতে গিয়েও ঠিক পারিনা,
হয় যে শুধু ভুল নিশানা।
বৃষ্টি হয়ে মন জাগাবো, তুমি যেওনা,
হাজার কথায় মুখোর হবো, তুমি যেওনা।
সাঁঝের বেলায় জ্বালিয়ে প্রদীপ,
থাকবো পথ চেয়ে।
আসবে তুমি গোলাপ হাতে,
সন্ধ্যা-প্রদীপ জ্বালা রাতে।
সাধ থাকলেও, সাধ মেটেনা,
রং থাকতেও, ছবি হয়না।
ভাবনা শত, তাল মেলেনা,
এত ভাবি, কূল মেলেনা।
মান-অভিমানে সাথী হবো, তুমি যেওনা,
খাঁটি সোনার হৃদয় দেবো, তুমি যেওনা।
সাঁঝের বেলায় জ্বালিয়ে প্রদীপ,
থাকবো পথ চেয়ে।
আসবে তুমি গোলাপ হাতে,
সন্ধ্যা-প্রদীপ জ্বালা রাতে।
নীল রাঙানো বিকেল দেবো, তুমি যেওনা।
সাঁঝের বেলায় জ্বালিয়ে প্রদীপ,
থাকবো পথ চেয়ে।
আসবে তুমি গোলাপ হাতে,
সন্ধ্যা-প্রদীপ জ্বালা রাতে।
চাঁদ ছুঁতে চাই, আর পারিনা,
ধরতে যেন সবই মানা।
বলতে গিয়েও ঠিক পারিনা,
হয় যে শুধু ভুল নিশানা।
বৃষ্টি হয়ে মন জাগাবো, তুমি যেওনা,
হাজার কথায় মুখোর হবো, তুমি যেওনা।
সাঁঝের বেলায় জ্বালিয়ে প্রদীপ,
থাকবো পথ চেয়ে।
আসবে তুমি গোলাপ হাতে,
সন্ধ্যা-প্রদীপ জ্বালা রাতে।
সাধ থাকলেও, সাধ মেটেনা,
রং থাকতেও, ছবি হয়না।
ভাবনা শত, তাল মেলেনা,
এত ভাবি, কূল মেলেনা।
মান-অভিমানে সাথী হবো, তুমি যেওনা,
খাঁটি সোনার হৃদয় দেবো, তুমি যেওনা।
সাঁঝের বেলায় জ্বালিয়ে প্রদীপ,
থাকবো পথ চেয়ে।
আসবে তুমি গোলাপ হাতে,
সন্ধ্যা-প্রদীপ জ্বালা রাতে।