বলছি, শুনছো ???
আমি তোমার বুক পকেটের চিরকুট হতে চায়,
নাম না জানা কেউ হতে চায়,
ঘামে ভেজা রুমাল হতে চায়,
বেসুরো গলার গান হতে চায়।
দেবে তো হতে???
গভীর রাতে কামিনি ফুলের সুবাস হতে চায়,
মেঘলা দিনের সঙ্গী হতে চায়,
পাল তোলা তরী হতে চায়,
আধভাঙ্গা ঐ চাঁদ হতে চায়।
বলোনা, দেবে তো হতে ???
আমি তোমার বুক পকেটের চিরকুট হতে চায়,
নাম না জানা কেউ হতে চায়,
ঘামে ভেজা রুমাল হতে চায়,
বেসুরো গলার গান হতে চায়।
দেবে তো হতে???
গভীর রাতে কামিনি ফুলের সুবাস হতে চায়,
মেঘলা দিনের সঙ্গী হতে চায়,
পাল তোলা তরী হতে চায়,
আধভাঙ্গা ঐ চাঁদ হতে চায়।
বলোনা, দেবে তো হতে ???