আমি "শেষের কবিতার" অমিত কে চাইনা,
যে কথার জালে ভুলিয়ে রাখবে আমায়।
আমি শরৎ চন্দ্রেঁর দেবদাস কেউও চাইনা
কারন আমি যে পার্বতী হতে পারবো না।
আমি চাই না তুমি হিমু হও,
আমি চাই না তুমি হলুদ বা নীল পাঞ্জাবিতে
আমার সামনে এসে দারাও।
আমি চাই তুমি তোমার বেশে আসো
ঝাকরা চুল, মুখ ভর্তি দাড়ি
কিংবা ধুলো মাখা ছেড়া ওই কালো সার্টে।
আমি মানিয়ে নিব তোমায়।
যদি চাও গুছিয়ে দিতে পারি
তোমার স্বপ্ন গুলোকে।
শর্ত একটাই ভালোবাসতে হবে।
একবার ভালো বেশেই দেখো,
কথা দিচ্ছি ওই আকাশ থেকে তারা
এনে তোমার শার্টের বোতাম বানাবো।
যে কথার জালে ভুলিয়ে রাখবে আমায়।
আমি শরৎ চন্দ্রেঁর দেবদাস কেউও চাইনা
কারন আমি যে পার্বতী হতে পারবো না।
আমি চাই না তুমি হিমু হও,
আমি চাই না তুমি হলুদ বা নীল পাঞ্জাবিতে
আমার সামনে এসে দারাও।
আমি চাই তুমি তোমার বেশে আসো
ঝাকরা চুল, মুখ ভর্তি দাড়ি
কিংবা ধুলো মাখা ছেড়া ওই কালো সার্টে।
আমি মানিয়ে নিব তোমায়।
যদি চাও গুছিয়ে দিতে পারি
তোমার স্বপ্ন গুলোকে।
শর্ত একটাই ভালোবাসতে হবে।
একবার ভালো বেশেই দেখো,
কথা দিচ্ছি ওই আকাশ থেকে তারা
এনে তোমার শার্টের বোতাম বানাবো।