TOR SATHE LYRICS IN BANGLA
বলে দিলি তুই,
আমি কিচ্ছু পারিনা।
আমি কিচ্ছু পারিনা।
সাদাকালো সমাজে
আমি বাঁচতে জানি না। - [ ২ বার ]
তাড়াতে পারি না, আমায়,
তোর কাছ থেকে।
সত্যি না হলেও, বানিয়ে বলে দে তুই,
হয়ে ছোট্ট একটা পালক,
আজ জানলা খুলে দে তুই।
কাল ভেজানোর দিনে,
এইতো সবে এলি।
হয়ে কাক ভেজানোর স্নান,
প্লিজ যাস না চলে।
হলে হবে আড়ি - নয়তো ভাব,
তোর সাথে...তোর সাথে...।
ভালো থাকিস ভালোবাসায়,
চোখেতে জল আনিস না আর।
দেখ আমার ফিরে আসার
হয়ে এলো সময়, দেখ আবার
তোর সাথে, তোর সাথে।
হয়ে যা তুই হঠাৎ ভালো,
হয়ে যা তুই আকাশ কালো।
আমি হবো সে রাজকুমার,
রাতে জ্বেলে রাখা পাশের আলো,
তোর কাছে - তোর সাথে।
][ সমাপ্ত ][
আমি বাঁচতে জানি না। - [ ২ বার ]
তাড়াতে পারি না, আমায়,
তোর কাছ থেকে।
সত্যি না হলেও, বানিয়ে বলে দে তুই,
হয়ে ছোট্ট একটা পালক,
আজ জানলা খুলে দে তুই।
কাল ভেজানোর দিনে,
এইতো সবে এলি।
হয়ে কাক ভেজানোর স্নান,
প্লিজ যাস না চলে।
হলে হবে আড়ি - নয়তো ভাব,
তোর সাথে...তোর সাথে...।
ভালো থাকিস ভালোবাসায়,
চোখেতে জল আনিস না আর।
দেখ আমার ফিরে আসার
হয়ে এলো সময়, দেখ আবার
তোর সাথে, তোর সাথে।
হয়ে যা তুই হঠাৎ ভালো,
হয়ে যা তুই আকাশ কালো।
আমি হবো সে রাজকুমার,
রাতে জ্বেলে রাখা পাশের আলো,
তোর কাছে - তোর সাথে।
][ সমাপ্ত ][
এই গান সম্পর্কে কিছু তথ্য :
■ Song : Tor Sathe
■ Singer : Sudipto Chowdhury
■ Lyrics : Prasen
■ Music : Arindom Chatterjee
■ Movie : GENERATION আমি
■ Label : SVF Music
■ Release Date : Oct 23, 2018
■ Singer : Sudipto Chowdhury
■ Lyrics : Prasen
■ Music : Arindom Chatterjee
■ Movie : GENERATION আমি
■ Label : SVF Music
■ Release Date : Oct 23, 2018
' তোর সাথে ' শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সুদীপ্ত চৌধুরী। প্রসেনের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় মিউজিক কম্পোজার অরিন্দম চ্যাটার্জি। গিটারে ছিলেন অংকুর মুখার্জি, মিক্স এবং মাস্টারিং এ ছিলেন শুভম মৌত্র এবং প্রোগ্রামিং -এ সৌরভ রায়। গানটি ২৮ শে অক্টবর ২০১৮ সালে " SVF Music " এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
আজ এখান থেকেই।