Notification texts go here Contact Us Buy Now!

ভর্তি পরীক্ষার জন্য বাংলা অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Most Important Question Of BANGLA For Admission

বাংলা ২য় পত্র খুব গুরুত্বপুর্ন কিছু প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে একটি মডেল টেষ্ট।
LaBiB

ভর্তি পরীক্ষার জন্য বাংলা অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর  || Most Important Question Of  BANGLA  For Admission 

বাংলা ২য় পত্র (উত্তর সহ ১১৯টি প্রশ্ন)

বাংলা ২য় পত্র খুব গুরুত্বপুর্ন কিছু প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে একটি মডেল টেষ্ট। যারা সাইন্স থেকে পড়েননি তারা ১বার হলেও পড়ে রাখুনঃ

#ভার্সিটি_এক্সাম #বিসিএস
#প্রাইমারী_এক্সাম #নার্সিং_এক্সাম








বাংলা_ব্যাকরণ: (এক পলক দেখে নিন)

১। ভাষার মূল উপকরণ – বাক্য
২। ভাষার মূল উপাদান – ধ্বনি
৩। ভাষার বৃহত্তম একক – বাক্য
৪। ভাষার ক্ষুদ্রতম একক – ধ্বনি
৫। বাক্যের মৌলিক উপাদান – শব্দ
৬। বাক্যের মূল উপাদান – শব্দ
৭। বাক্যের মূল উপকরণ – শব্দ
৮। বাক্যের ক্ষুদ্রতম একক – শব্দ
৯। শব্দের মূল উপাদান – ধ্বনি
১০। শব্দের মূল উপকরণ – ধ্বনি
১১। শব্দের ক্ষুদ্রতম একক – ধ্বনি
১২। ধ্বনি নির্দেশক চিহৃ – বর্ণ
১৩। ভাষার ইট বলা হয় – বর্ণকে
১৪। ভাষার স্বর বলা হয় – ধ্বনিকে
১৫। ভাষার ছাদ বলা হয় – বাক্যকে
১৬। ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)
১৭। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে –
৩৫০০ (প্রায়)
১৮। ভাষার মৌলিক অংশ – ৪ টি
১৯। ভাষার আলোচ্য বিষয় – ৪টি
২০। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)
২১। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে – ৫০টি
২২। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি
২৩। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি
২৪। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ – ৭টি ( অ,আ,ই,উ,এ,অ্যা,ও )
২৫। বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ – ১০ টি ( এ,ঐ,ও,ঔ,ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )
২৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ – ৮টি ( ঋ,খ,গ,ণ,থ,প,ধ,শ )
২৭। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ – ৩২ টি ( অ,আ,ই,ঈ,উ,ঊ, ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,­ ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,ষ,স,হ,ড়,ঢ়,য় )
২৮। পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ – ৬ টি ( অ,আ,ই,ঈ,উ,ঊ )
২৯। পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ - ২৬টি (ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,­ ষ,স,হ,ড়,ঢ়,য় )
৩০। বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার। ১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।
৩১। স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি
আ=া, ই= ি,
ঈ=ী, উ=ু,
ঊ=ূ,ঋ ৃ,
এ= ে, ঐ= ৈ,
ও= ো, ঔ= ৌ।
৩২। কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)
৩৩। বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)
৩৪। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা – ২৫ টি
৩৫। মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)
৩৬। মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি ( ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )
৩৭। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)
৩৮। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি ( খ,গ,ণ,থ,ধ,প,শ )
৩৯। বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর – ৪টি ( অ,ই,উ,ঋ )
৪০। বাংলা বর্ণমালায় দীর্ঘস্বর - ৭টি ( আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ )
৪১। বাংলা বর্ণমালায় যে দুটি ধ্বনি উচ্চরণে কোন পার্থক্য নেই - ঙ,ং
৪২। বাংলা বর্ণমালায় বর্গ আছে – ৫টি
৪৩। ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চরিত হয – ম ধ্বনি।
৪৪। শিশ ধ্বনি বা উষ্ণ ধ্বনি – ৪টি
৪৫। স্পর্শ ধ্বনি – ২৫ টি
৪৬। কন্ঠ ধ্বনি বা জিহবামূলীয় ধ্বনি – ৫ টি (ক, খ, গ, ঘ, ঙ)
৪৭। তালব্য ধ্বনি – ৫ টি (চ, ছ, জ, ঝ, ঞ)
৪৮। মূর্ধন্য ধ্বনি – ৫ টি (ট, ঠ, ড, ঢ, ণ)
৪৯। দন্ত ধ্বনি – ৫ টি (ত, থ, দ, ধ, ন)
৫০। পার্শ্বিক ধ্বনি – ১ টি (ল)
৫১। নাসিক্য ধ্বনি – ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)
৫২। অন্তঃস্থ ধ্বনি – ৪ টি (য, র, ল, ব)
৫৩। তাড়নজাত ধ্বনি – ২টি (ড়, ঢ়)
৫৪। কম্পনজাত ধ্বনি – ১ টি (র)
৫৫। পরাশ্রায়ী ব্যঞ্জণবর্ণ – ৩ টি
৫৬। স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপকে বলা হয় – কার
৫৭। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রুপকে বলা হয় – ফলা
৫৮। নিলীন বর্ণ হচ্ছে – অ
৫৯। বাংলা সন্ধি প্রধানত – ২ প্রকার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি
৬০। তৎসম সন্ধি/সংস্কৃত সন্ধি – ৩ প্রকার । যথা: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি।
৬১। ক্রমবাচক সংখ্যা – ৪ প্রকার
৬২। কারক কত প্রকার? = ৬ প্রকার । কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান, সম্প্রদান, অধিকরণ ।
৬৩। সমাস সাধারণত কত প্রকার? = ৬ প্রকার। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, দ্বিগু, বহুব্রিহি ।
৬৪। বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার। যথা: অব্যয়ীভাব, তৎপুরুষীয়, দ্বন্দ্বমূলক, বহুব্রিহিমূলক ।
৬৫। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো – ২ ভাগে বিভক্ত যথা:
স্বরধ্বনি (১১টি) ,
ব্যঞ্জনধ্বনি (৩৯) ।
৬৬। ণ -ত্ব বিধানের নিয়ম = ৪ টি ।
৬৭। লিঙ্গ কত প্রকার = ৪ প্রকার । (পুংলিঙ্গ, স্ত্রী লিঙ্গ, উভয় লিঙ্গ ও ক্লীব লিঙ্গ)
৬৮। বচন কত প্রকার? = ২ প্রকার । যথা: একবচন, বহু বচন
৬৯। উপসর্গ কত প্রকার = ৩ প্রকার । 
খাঁটি বাংলা (২১), তৎসম (২০) ও বিদেশি)
৭০। প্রত্যয় কত প্রকার? = ২ প্রকার ।
ধাতুপ্রত্যয় বা কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় ।
৭১। দ্বিরুক্তি কত প্রকার? = ৩ প্রকার ।
শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি ।
৭২। বিভক্তি কত টি? = ৭টি ।
৭৩। সমাসের প্রতীতি কয়টি? = ৫টি । যথা:
সমস্তপদ , পূর্বপদ , পরপদ , ব্যাসবাক্য ও সমস্যমান পদ ।
৭৪। বাক্য প্রধানত কত প্রকার? = ৩ প্রকার ।
সরল, জটিল বা মিশ্র, যৌগিক ।
৭৫। বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ও বিধেয়;
৭৬। বাক্যের গুণ ৩টি: আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা।
৭৭। অর্থ অনুসারে বাক্য কত প্রকার? ৫ প্রকার
৭৮। উৎপত্তিগত ভাবে শব্দ কত প্রকার? = ৫ প্রকার । তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি ।
৭৯। গঠনগত ভাবে শব্দ কত প্রকার? = ২ প্রকার। মৌলিক ও সাধিত
৮০। অর্থগত ভাবে শব্দ কত প্রকার? = ৩ প্রকার । যৌগিক, রুঢ়, যোগরুঢ়
৮১। কতটি উপায়ে শব্দ গঠন করা যায়? = ৮টি
৮২। পদ প্রধানত কত প্রকার? = ২ প্রকার ।
যথা: নামপদ ও ক্রিয়াপদ ।
৮৩। নামপদ কত প্রকার? = ৪ প্রকার
(বিশেষ্য, বিশেষণ, অব্যয়, সর্বনাম)
৮৪। অব্যয় কত প্রকার? = ৪ প্রকার ।
 (যথা: সমুচ্চয়ী বা সম্বন্ধবাচক, অনন্বয়ী, অনুসর্গ, অনুকার অব্যয়)
৮৫। যতিচিহ্ন কয়টি? = ১২ টি ।
৮৬। অক্ষর কত প্রকার? = ২ প্রকার ।
মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর
৮৭। বাংলা ছন্দ কত প্রকার? = ৩ প্রকার ।
যথা: অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত
৮৮। ব্যাকরণে অলঙ্গকার কত প্রকার? = ২প্রকার । যথা: শব্দালঙ্কার, অর্থালঙ্কার ।
৮৯। ক্রিয়ার কাল কত প্রকার? = ৩ প্রকার ।
বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল
৯০। ক্রিয়ার ভাব কত প্রকার? = ৪ প্রকার ।
নির্দেশক, সাপেক্ষ, আকাঙ্ক্ষা, অনুজ্ঞা

About the Author

LaBiB
Bangladesh Writter Society

১টি মন্তব্য

  1. অনেক সুন্দর হয়েছে আপনার পোস্টটি আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.